ETV Bharat / city

ED summons Moloy: 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে - কয়লা পাচার কাণ্ড

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling case) 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব (ED summons Moloy) করা হল আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)৷ এর আগেও বেশ কয়েকবার তাঁকে সমন পাঠানো হয়েছিল, তবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন (Delhi ED office)৷

Moloy Ghatak asked to appear in Delhi ED office on 14th September
14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে
author img

By

Published : Sep 7, 2022, 5:51 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling case) আগামী 14 সেপ্টেম্বর ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। এর আগে কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় মলয় ঘটককে (ED summons Moloy) একাধিকবার দিল্লিতে (Delhi ED office) এবং কলকাতায় তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কিন্তু নানা আছিলায় তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ।

বুধবার কলকাতা এবং আসানসোলের মোট আটটি জায়গায় মন্ত্রী মলয় ঘটক এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নামে সিবিআই । এ দিন আলিপুরে প্রতীক দেওয়ান নামে মলয় ঘটকের এক ঘনিষ্ঠের বাড়িতে হাজির হয় সিবিআই । পাশাপাশি আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিবিআই-এর গোয়েন্দারা । এছাড়াও শুধু আসানসোল নয়, কলকাতায় একেবারে রাজভবনের পাশে মন্ত্রীর আবাসনেও তল্লাশি অভিযান চালান সিবিআই-এর আধিকারিকরা ।

আরও পড়ুন: মন্ত্রী মলয়ের কলকাতার আবাসনে সিবিআই, সকাল থেকে চলছে তল্লাশি

আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় একাধিকবার মলয় ঘটককে তলব করা হলেও তিনি হাজিরা দেননি । কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজি লালার একাধিক অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মন্ত্রী মলয় ঘটকের নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । কয়লা পাচার কাণ্ডে কীভাবে এই প্রভাবশালীরা আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন এবং সঠিক কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, তা জানার জন্য মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা ৷ সেই কারণেই আগামী 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী মলয় ঘটককে ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling case) আগামী 14 সেপ্টেম্বর ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। এর আগে কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় মলয় ঘটককে (ED summons Moloy) একাধিকবার দিল্লিতে (Delhi ED office) এবং কলকাতায় তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কিন্তু নানা আছিলায় তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ।

বুধবার কলকাতা এবং আসানসোলের মোট আটটি জায়গায় মন্ত্রী মলয় ঘটক এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নামে সিবিআই । এ দিন আলিপুরে প্রতীক দেওয়ান নামে মলয় ঘটকের এক ঘনিষ্ঠের বাড়িতে হাজির হয় সিবিআই । পাশাপাশি আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিবিআই-এর গোয়েন্দারা । এছাড়াও শুধু আসানসোল নয়, কলকাতায় একেবারে রাজভবনের পাশে মন্ত্রীর আবাসনেও তল্লাশি অভিযান চালান সিবিআই-এর আধিকারিকরা ।

আরও পড়ুন: মন্ত্রী মলয়ের কলকাতার আবাসনে সিবিআই, সকাল থেকে চলছে তল্লাশি

আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় একাধিকবার মলয় ঘটককে তলব করা হলেও তিনি হাজিরা দেননি । কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজি লালার একাধিক অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মন্ত্রী মলয় ঘটকের নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । কয়লা পাচার কাণ্ডে কীভাবে এই প্রভাবশালীরা আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন এবং সঠিক কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, তা জানার জন্য মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা ৷ সেই কারণেই আগামী 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী মলয় ঘটককে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.