নয়াদিল্লি, 24 মার্চ : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summons Abhishek Banerjee on March 29 in Coal Smmugling Case) ৷ আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে ইডির অফিসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (TMC National General Secretary Abhishek Banerjee) হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
কয়লা পাচার-কাণ্ডে (Coal Smuggling Case) এর আগে দু’বার অভিষেককে জেরা করেছে ইডি ৷ দু’বারই নয়াদিল্লিতে তাঁকে জেরা করা হয় ইডির (ED) তরফে ৷ গত সেপ্টেম্বরে তিনি নয়াদিল্লির দফতরে ইডির মুখোমুখি হয়েছিলেন ৷ তার পর গত সোমবার তাঁকে প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা ৷
যদিও এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে তৃণমূল ৷ সোমবার ইডির (Enforcement Directorate) দফতর থেকে বেরিয়ে অভিষেক জানিয়েছিলেন যে, বাংলায় হেরে যাওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্তা করছে বিজেপি ৷ কিন্তু তিনি এতে ভয় পান না ৷ তিনি ক্ষমতার কাছে মাথা নত করবেন না ৷ তিনি শুধু দেশের মানুষের কাছে মাথা নত করবেন ৷
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের নাম বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জড়িয়েছে বলে একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ যদিও অভিষেককে ফের ইডির তলবে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
আরও পড়ুন : ED Questioning Abhishek : সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, কয়লাকাণ্ডে আবারও ম্যারাথন জেরার মুখে অভিষেক