কলকাতা, 27 মে : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Sought Documents Related to Financial Transactions from CBI on SSC Recruitment Case) ৷ সিবিআই সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে, এমন তথ্যপ্রমাণ হাতে আসায় ইডি’র সঙ্গে যোগাযোগ করেন গোয়েন্দারা ৷ সেই মত এসএসসি-কাণ্ডে (SSC Recruitment Case) যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি ৷ সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত যেসব তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে, তা ইডি-কে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই ৷ তবে, এক্ষেত্রে আগে আদালতের অনুমতি নিতে হবে ইডি’কে ৷
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ অভিযোগ উঠেছে, এসএসসি’র এন্ট্রান্স পরীক্ষা না দিয়েও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের নাম মেধাতালিকায় তোলা হয়েছে ৷ এক্ষেত্রে যেমন রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে ৷ তেমনি টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নাম মেধাতালিকায় তোলার অভিযোগ উঠেছে ৷ সেই তথ্যও সিবিআই পেয়েছে ৷
আরও পড়ুন : SSC Recruitment Scam : এসএসসি নিয়োগে আর্থিক কেলেঙ্কারি ? পার্থ-পরেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের
আর এই টাকার লেনদেনের হিসাব কার কার কাছে আছে ? কোন কোন প্রভাবশালী নেতা এবং সরকারি আমলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে ? গোয়েন্দারা তা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছে বলেই সিবিআই সূত্রে খবর ৷ যেহেতু, আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে, সেহেতু এনফর্সমেন্ট ডিরেক্টরেটকে এই তদন্তে যুক্ত করেছে সিবিআই । ফলে এ বার নিয়ম মেনেই এসএসসি-কাণ্ডের যে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ সিবিআই ইডি-কে হস্তান্তর করবে ৷