ETV Bharat / city

সারদা কাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির - ED

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ইডি ৷ আগামিকাল, মঙ্গলবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করা হতে পারে ।

সারদা কাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির
সারদা কাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির
author img

By

Published : Mar 1, 2021, 5:36 PM IST

কলকাতা, 1 মার্চ : সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে তদন্তে এবার কুণাল ঘোষকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ সেই কারণে আগামিকাল, মঙ্গলবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, সারদা কাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ডাকা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই সারদা মামলায় একাধিক নথিপত্র এবং পেনড্রাইভ সংগ্রহ করেছে ৷ সেই নিয়েই ইডির আধিকারিকরা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন । ইডি মনে করছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক এই বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে ৷

ইডি সূত্রের খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয় । সেই টাকার লেনদেন সম্পর্কে কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় । তারা কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করতে পারে ।

আরও পড়ুন : অবাধ ও শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশনেরই দায়িত্ব, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ ৷ সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ৷ তৃণমূল তাঁকে সাসপেন্ডও করে ৷ কয়েকমাস আগে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন ৷ ইদানীং দলের হয়ে তিনি সভা থেকে সংবাদমাধ্যম, সর্বত্র সমালোচনা করছেন বিরোধীদের ৷ ফলে ভোটের মুখে তাঁকে কেন তলব করা হল, তা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি ৷

কলকাতা, 1 মার্চ : সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে তদন্তে এবার কুণাল ঘোষকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ সেই কারণে আগামিকাল, মঙ্গলবার সকাল 11টায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ ইডি সূত্রে খবর, সারদা কাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ডাকা হয়েছে ৷

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই সারদা মামলায় একাধিক নথিপত্র এবং পেনড্রাইভ সংগ্রহ করেছে ৷ সেই নিয়েই ইডির আধিকারিকরা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন । ইডি মনে করছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক এই বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে ৷

ইডি সূত্রের খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয় । সেই টাকার লেনদেন সম্পর্কে কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় । তারা কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করতে পারে ।

আরও পড়ুন : অবাধ ও শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশনেরই দায়িত্ব, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ ৷ সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ৷ তৃণমূল তাঁকে সাসপেন্ডও করে ৷ কয়েকমাস আগে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন ৷ ইদানীং দলের হয়ে তিনি সভা থেকে সংবাদমাধ্যম, সর্বত্র সমালোচনা করছেন বিরোধীদের ৷ ফলে ভোটের মুখে তাঁকে কেন তলব করা হল, তা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.