ETV Bharat / city

Garden Reach Fraud Case: অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে ধৃত আমির খানের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 5.59 কোটি টাকা

গার্ডেনরিচ অনলাইন প্রতারণা কাণ্ডে (Garden Reach Fraud Case) ধৃত ব্যবসায়ী আমির খানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি (ED Seized 5 Crore 59 Lakhs Rupees) ৷ আমির খান এবং তাঁর সহকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উদ্ধার হয়েছে ৷

ed-seized-5-crore-59-lakhs-rupees-from-amir-khan-bank-account-in-gaming-app-fraud-case
ed-seized-5-crore-59-lakhs-rupees-from-amir-khan-bank-account-in-gaming-app-fraud-case
author img

By

Published : Oct 4, 2022, 5:25 PM IST

কলকাতা, 4 অক্টোবর: বেআইনি অনলাইন গেমের (Mobile Gaming App Fraud) তদন্তে নেমে ফের অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের 5 কোটি 59 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল (ED Seized 5 Crore 59 Lakhs Rupees) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ধৃত আমির খান (Amir Khan) এবং তাঁর সহকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ বর্তমানে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ধৃত ব্যবসায়ী আমির খান ৷ এই নিয়ে মোট 36 কোটি 96 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ৷

এর আগে কলকাতার গার্ডেনরিচ এলাকায় আমির খানের বাড়িতে হানা দিয়ে খাটের নিচ থেকে 17.32 কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Garden Reach Fraud Case) ৷ কিন্তু, ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের ৷ পরে তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গাজিয়াবাদ থেকে অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে ৷

পরে গোয়েন্দারা আমির খানকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে আরও বিপুল অংকের টাকার হদিশ পেয়েছে ৷ ইতিমধ্যেই, আমির খানের এই বেআইনি অনলাইন গেমের প্রতারণা কাণ্ডে ক্রিপ্টো কারেন্সির যোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা ৷

  • ED has carried out search operation & freezed account balance of ₹5.59 Cr of Aamir Khan & his accomplices under PMLA, in respect to an investigation being conducted relating to the Mobile Gaming App, namely E-nuggets. So far, an amount of ₹36.96 Cr has been freezed in this case

    — ED (@dir_ed) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

2021 সালে প্রথম এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় ৷ তবে, তদন্তে তেমন একটা অগ্রগতি না-হওয়ায়, টাকার উৎস সন্ধানে নেমে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ পরে ফের এই ঘটনায় তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার তদন্তকারী আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার ৷

কলকাতা, 4 অক্টোবর: বেআইনি অনলাইন গেমের (Mobile Gaming App Fraud) তদন্তে নেমে ফের অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের 5 কোটি 59 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল (ED Seized 5 Crore 59 Lakhs Rupees) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ধৃত আমির খান (Amir Khan) এবং তাঁর সহকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ বর্তমানে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ধৃত ব্যবসায়ী আমির খান ৷ এই নিয়ে মোট 36 কোটি 96 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ৷

এর আগে কলকাতার গার্ডেনরিচ এলাকায় আমির খানের বাড়িতে হানা দিয়ে খাটের নিচ থেকে 17.32 কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Garden Reach Fraud Case) ৷ কিন্তু, ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের ৷ পরে তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গাজিয়াবাদ থেকে অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে ৷

পরে গোয়েন্দারা আমির খানকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে আরও বিপুল অংকের টাকার হদিশ পেয়েছে ৷ ইতিমধ্যেই, আমির খানের এই বেআইনি অনলাইন গেমের প্রতারণা কাণ্ডে ক্রিপ্টো কারেন্সির যোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা ৷

  • ED has carried out search operation & freezed account balance of ₹5.59 Cr of Aamir Khan & his accomplices under PMLA, in respect to an investigation being conducted relating to the Mobile Gaming App, namely E-nuggets. So far, an amount of ₹36.96 Cr has been freezed in this case

    — ED (@dir_ed) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

2021 সালে প্রথম এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় ৷ তবে, তদন্তে তেমন একটা অগ্রগতি না-হওয়ায়, টাকার উৎস সন্ধানে নেমে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ পরে ফের এই ঘটনায় তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার তদন্তকারী আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.