ETV Bharat / city

SSC Recruitment Scam Probe: এবার ইডি'র নজরে অর্পিতার গাড়ির চালক, জিজ্ঞাসাবাদের সম্ভাবনা - ED Probe in SSC Recruitment Scam

অর্পিতা মুখোপাধ্যায় কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে বৈঠক করতেন তা জানতে তাঁর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি (ED Probe in SSC Recruitment Scam) ৷

Bengal Teacher recruitment scam
অর্পিতার গাড়ির চালককে ইডির জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
author img

By

Published : Jul 30, 2022, 5:10 PM IST

কলকাতা, 30 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে এবার পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ যোগাড় করতে কোমর বাঁধছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দারা (ED investigation on Bengal SSC Recruitment Scam) । ইডি সূত্রের খবর, এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক প্রণব ভট্টাচার্যকে ডেকে কথা বলা হবে । ইডি'র তদন্তকারীদের অনুমান যেহেতু অর্পিতার গাড়ির চালক ছিলেন প্রণব, তাই তিনি একাধিক তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে পারেন ৷

অর্পিতা মুখোপাধ্যায় কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে বৈঠক করতেন, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই বা তিনি কোথায় কোথায় যেতেন, এই সকল খুঁটিনাটি তথ্য প্রণব ভট্টাচার্যের থেকে জানতে চাইতে পারেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার আবাসন থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে চারটি বিলাসবহুল গাড়ি । সেই গাড়িগুলি আদতে কোথায় গেল এবং সেই গাড়িগুলি কোন কোন কাজে ব্যবহার করা হত, সবই জানতে চাইছেন ইডি'র আধিকারিকরা ৷

আরও পড়ুন: অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র

তদন্তকারীদের অনুমান, গত কয়েকদিনে দু'দফায় অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার আবাসন থেকে মোট প্রায় 50 কোটি টাকা উদ্ধার হওয়ার আগে আরও কয়েক কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে । সেই রহস্যে অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িচালক প্রণব ভট্টাচার্য কোনও আলোকপাত করতে পারেন কি না, সেটাই দেখতে চাইছেন ইডি তদন্তকারীরা ৷

কলকাতা, 30 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে এবার পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ যোগাড় করতে কোমর বাঁধছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দারা (ED investigation on Bengal SSC Recruitment Scam) । ইডি সূত্রের খবর, এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক প্রণব ভট্টাচার্যকে ডেকে কথা বলা হবে । ইডি'র তদন্তকারীদের অনুমান যেহেতু অর্পিতার গাড়ির চালক ছিলেন প্রণব, তাই তিনি একাধিক তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে পারেন ৷

অর্পিতা মুখোপাধ্যায় কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে বৈঠক করতেন, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই বা তিনি কোথায় কোথায় যেতেন, এই সকল খুঁটিনাটি তথ্য প্রণব ভট্টাচার্যের থেকে জানতে চাইতে পারেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার আবাসন থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে চারটি বিলাসবহুল গাড়ি । সেই গাড়িগুলি আদতে কোথায় গেল এবং সেই গাড়িগুলি কোন কোন কাজে ব্যবহার করা হত, সবই জানতে চাইছেন ইডি'র আধিকারিকরা ৷

আরও পড়ুন: অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র

তদন্তকারীদের অনুমান, গত কয়েকদিনে দু'দফায় অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার আবাসন থেকে মোট প্রায় 50 কোটি টাকা উদ্ধার হওয়ার আগে আরও কয়েক কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে । সেই রহস্যে অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িচালক প্রণব ভট্টাচার্য কোনও আলোকপাত করতে পারেন কি না, সেটাই দেখতে চাইছেন ইডি তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.