ETV Bharat / city

Partha Chatterjee Interrogation: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা - পার্থ চট্টোপাধ্যায়

কী জানতে চাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে (Partha Chatterjee Interrogation)? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালা নিয়ে জেরা করবে ইডি (ED gets questionnaire from Delhi)৷

ED gets questionnaire from Delhi for Partha Chatterjee interrogation
কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা
author img

By

Published : Jul 26, 2022, 3:49 PM IST

কলকাতা, 26 জুলাই: দিল্লির সদর দফতরের তরফ থেকে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আজ জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (Partha Chatterjee Interrogation)। পার্থকে একাধিক প্রশ্নমালা সাজিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বয়ান নথিভুক্ত এবং রেকর্ড করে সেই প্রশ্নমালা নিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা করা হবে । পাশাপাশি রেকর্ড করা হবে তাঁর বয়ান এবং ভিডিয়োগ্রাফি করা হবে গোটা জেরা পর্ব (ED gets questionnaire from Delhi)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এরপর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের দেওয়া বয়ানের ভিত্তিতে দ্বিতীয় দফায় তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ।

গত 22 জুলাই ভোরবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা । চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি । জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি করে পাওয়া একাধিক নথিপত্র এবং তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছিলেন ইডির গোয়েন্দারা, সেই তথ্য মেইল মারফত পাঠানো হয়েছিল সদর দফতর দিল্লিতে । সেখান থেকে সবুজ সংকেত আসার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় । আর এ ক্ষেত্রেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতর থেকে পাঠানো প্রশ্নমালা দিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে জেরা শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

এই প্রশ্নমালার মধ্যে অন্যতম প্রশ্নগুলি হল...

1. পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি কাণ্ডে সঠিক কত টাকা আত্মসাৎ করেছিলেন এবং আত্মসাতের সেই টাকার অংশ কোন কোন প্রভাবশালীদের পাঠিয়েছিলেন ?

2. অর্পিতা মুখোপাধ্যায়কে তাঁরা জিজ্ঞাসা করতে পারেন যে, তিনি কতবার বিদেশ গিয়েছিলেন ?

3. একজন উঠতি মডেল থেকে তিনি কীভাবে টলিউডে পা রাখলেন ?

4. কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার পুজোর ব্যানারের প্রথম সারির মুখ হয়ে উঠলেন অর্পিতা মুখোপাধ্যায় ?

5. অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন যে, তিনি কোনও দলীয় কর্মী নন । আর এখানেই তদন্তকারীদের প্রশ্ন, যদি তিনি দলীয় কর্মী না হয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে গলায় উত্তরীয় ঝুলিয়ে কীভাবে দেখা গেল অর্পিতা মুখোপাধ্যায়কে ?

6. পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চান যে কোন কোন বেসরকারি সংস্থা বাইরে এই দুর্নীতির টাকা পাচার করতে তাঁকে সাহায্য করেছিল ৷

কলকাতা, 26 জুলাই: দিল্লির সদর দফতরের তরফ থেকে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আজ জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (Partha Chatterjee Interrogation)। পার্থকে একাধিক প্রশ্নমালা সাজিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বয়ান নথিভুক্ত এবং রেকর্ড করে সেই প্রশ্নমালা নিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা করা হবে । পাশাপাশি রেকর্ড করা হবে তাঁর বয়ান এবং ভিডিয়োগ্রাফি করা হবে গোটা জেরা পর্ব (ED gets questionnaire from Delhi)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এরপর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের দেওয়া বয়ানের ভিত্তিতে দ্বিতীয় দফায় তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ।

গত 22 জুলাই ভোরবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা । চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি । জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি করে পাওয়া একাধিক নথিপত্র এবং তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছিলেন ইডির গোয়েন্দারা, সেই তথ্য মেইল মারফত পাঠানো হয়েছিল সদর দফতর দিল্লিতে । সেখান থেকে সবুজ সংকেত আসার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় । আর এ ক্ষেত্রেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতর থেকে পাঠানো প্রশ্নমালা দিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে জেরা শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

এই প্রশ্নমালার মধ্যে অন্যতম প্রশ্নগুলি হল...

1. পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি কাণ্ডে সঠিক কত টাকা আত্মসাৎ করেছিলেন এবং আত্মসাতের সেই টাকার অংশ কোন কোন প্রভাবশালীদের পাঠিয়েছিলেন ?

2. অর্পিতা মুখোপাধ্যায়কে তাঁরা জিজ্ঞাসা করতে পারেন যে, তিনি কতবার বিদেশ গিয়েছিলেন ?

3. একজন উঠতি মডেল থেকে তিনি কীভাবে টলিউডে পা রাখলেন ?

4. কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার পুজোর ব্যানারের প্রথম সারির মুখ হয়ে উঠলেন অর্পিতা মুখোপাধ্যায় ?

5. অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন যে, তিনি কোনও দলীয় কর্মী নন । আর এখানেই তদন্তকারীদের প্রশ্ন, যদি তিনি দলীয় কর্মী না হয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে গলায় উত্তরীয় ঝুলিয়ে কীভাবে দেখা গেল অর্পিতা মুখোপাধ্যায়কে ?

6. পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চান যে কোন কোন বেসরকারি সংস্থা বাইরে এই দুর্নীতির টাকা পাচার করতে তাঁকে সাহায্য করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.