ETV Bharat / city

Partha Chatterjee: কোন জাদুতে পার্থর মেয়ের নামে থাকা সংস্থার মালকিন হলেন অর্পিতা ? জানতে চায় ইডি - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে থাকা সংস্থার মালিকানা বদলে অর্পিতার নামে করা হয়েছিল ৷ 6 বছর আগে সংস্থার সেই মালিকানা বদলের রহস্য উন্মোচনে নামল ইডি (ED Eye on Arpita Mukherjee Company Which Previous Owner was Sohini Bhattacharya) ৷ মনে করা হচ্ছে, কালো টাকা সাদা করতে ব্যবহার করা হত ওই সংস্থাটি ৷

ed-eye-on-arpita-mukherjee-company-which-previous-owner-was-sohini-bhattacharya
ed-eye-on-arpita-mukherjee-company-which-previous-owner-was-sohini-bhattacharya
author img

By

Published : Aug 6, 2022, 12:32 PM IST

Updated : Aug 6, 2022, 1:04 PM IST

কলকাতা, 6 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এ বার নতুন তথ্য় সামনে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের ৷ একটি নতুন সংস্থার নাম তদন্তকারীদের হাতে এসেছে ৷ আর সেই সংস্থার মালিকানা বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৷ কিন্তু, 6 বছর আগে সেই সংস্থার মালিকানা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্যের নামে ৷ আর এখানেই একাধিক প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে তদন্তকারীদের মধ্যে, খবর সিজিও কমপ্লেক্স সূত্রে (ED Eye on Arpita Mukherjee Company Which Previous Owner was Sohini Bhattacharya) ৷

ইডির প্রশ্ন, 6 বছর আগে যে সংস্থার মালিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মেয়ে ছিলেন তা হঠাৎ করে বদলে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেন হয়ে গেল ৷ তদন্তকারী সংস্থার অনুমান, পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে তা করিয়েছেন ৷ আর ইডির অনুমান সঠিক হলে, পার্থ চট্টোপাধ্যায় কেন সংস্থার মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে করালেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

ইডি আধিকারিকদের সন্দেহ, পার্থ চট্টোপাধ্যায় এই সংস্থার মাধ্যমে মূলত কালো টাকা সাদাতে পরিণত করতেন ৷ তাই 6 বছর আগে মেয়ের নাম সরিয়ে অর্পিতাকে সংস্থার মালিক করেন পার্থ ৷ প্রসঙ্গত, আমেরিকাবাসী পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে গতকালই ইমেল করেছে ইডি ৷ যার জবাব তাঁরা এখনও পাননি বলেই জানা যাচ্ছে ৷ সেখানে তাঁদের তদন্ত সহযোগিতা করতে বলে কলকাতায় ফেরার অনুরোধ করা হয়েছে ৷ সেই মতো সোহিনী এবং কল্যাণময় কলকাতায় এলে, এ নিয়ে তাঁদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ৷ পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের নামেও বেশ কিছু সম্পত্তি কিনে রেখেছেন ৷ সেগুলি নিয়ে কল্যাণময় কিছু জানেন কিনা, সেই প্রশ্নের জবাবও তাঁদের কাছে চাওয়া হবে ৷

আরও পড়ুন: পার্থর এখন 108 !

প্রসঙ্গত, গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিথআ মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ সেখানে তাঁদের দু’জনকে 18 অগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ তবে, পার্থকে প্রেসিডেন্সি জেল এবং অর্পিতাকে আলিপুর সংশোধনাগারে রাখা হয়েছে ৷ তবে, ইডি আধিকারিকরা জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন ৷ এক্ষেত্রে জেল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে, পার্থকে বেশকিছু প্রশ্ন করা হয়েছে ইডির তরফে ৷ অভিযোগ তিনি সেইসব প্রশ্নের জবাব দেননি ৷ কার্যত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর থেকে 'অসহযোগিতাই' পেয়েছে কেন্দ্রীয় সংস্থা ৷ ফলে বিচারবিভাগীয় হেফাজতে পার্থকে জেরা করবেন তদন্তকারীরা ৷ প্রয়োজনে অর্পিতা মুখোপাধ্যায়কেও আলিপুর সংশোধনাগারে গিয়ে প্রশ্ন করা হবে ৷

আরও পড়ুন: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা

কলকাতা, 6 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এ বার নতুন তথ্য় সামনে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের ৷ একটি নতুন সংস্থার নাম তদন্তকারীদের হাতে এসেছে ৷ আর সেই সংস্থার মালিকানা বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৷ কিন্তু, 6 বছর আগে সেই সংস্থার মালিকানা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্যের নামে ৷ আর এখানেই একাধিক প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে তদন্তকারীদের মধ্যে, খবর সিজিও কমপ্লেক্স সূত্রে (ED Eye on Arpita Mukherjee Company Which Previous Owner was Sohini Bhattacharya) ৷

ইডির প্রশ্ন, 6 বছর আগে যে সংস্থার মালিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মেয়ে ছিলেন তা হঠাৎ করে বদলে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেন হয়ে গেল ৷ তদন্তকারী সংস্থার অনুমান, পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে তা করিয়েছেন ৷ আর ইডির অনুমান সঠিক হলে, পার্থ চট্টোপাধ্যায় কেন সংস্থার মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে করালেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

ইডি আধিকারিকদের সন্দেহ, পার্থ চট্টোপাধ্যায় এই সংস্থার মাধ্যমে মূলত কালো টাকা সাদাতে পরিণত করতেন ৷ তাই 6 বছর আগে মেয়ের নাম সরিয়ে অর্পিতাকে সংস্থার মালিক করেন পার্থ ৷ প্রসঙ্গত, আমেরিকাবাসী পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে গতকালই ইমেল করেছে ইডি ৷ যার জবাব তাঁরা এখনও পাননি বলেই জানা যাচ্ছে ৷ সেখানে তাঁদের তদন্ত সহযোগিতা করতে বলে কলকাতায় ফেরার অনুরোধ করা হয়েছে ৷ সেই মতো সোহিনী এবং কল্যাণময় কলকাতায় এলে, এ নিয়ে তাঁদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ৷ পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের নামেও বেশ কিছু সম্পত্তি কিনে রেখেছেন ৷ সেগুলি নিয়ে কল্যাণময় কিছু জানেন কিনা, সেই প্রশ্নের জবাবও তাঁদের কাছে চাওয়া হবে ৷

আরও পড়ুন: পার্থর এখন 108 !

প্রসঙ্গত, গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিথআ মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ সেখানে তাঁদের দু’জনকে 18 অগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ তবে, পার্থকে প্রেসিডেন্সি জেল এবং অর্পিতাকে আলিপুর সংশোধনাগারে রাখা হয়েছে ৷ তবে, ইডি আধিকারিকরা জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন ৷ এক্ষেত্রে জেল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে, পার্থকে বেশকিছু প্রশ্ন করা হয়েছে ইডির তরফে ৷ অভিযোগ তিনি সেইসব প্রশ্নের জবাব দেননি ৷ কার্যত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর থেকে 'অসহযোগিতাই' পেয়েছে কেন্দ্রীয় সংস্থা ৷ ফলে বিচারবিভাগীয় হেফাজতে পার্থকে জেরা করবেন তদন্তকারীরা ৷ প্রয়োজনে অর্পিতা মুখোপাধ্যায়কেও আলিপুর সংশোধনাগারে গিয়ে প্রশ্ন করা হবে ৷

আরও পড়ুন: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা

Last Updated : Aug 6, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.