ETV Bharat / city

Partha-Arpita: 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা - শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

গত শনিবার সকালে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Bengal Minister Partha Chattrerjee) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ওইদিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তাঁকে দু’দিনের ইডি হেফাজত দেয় আদালত ৷ সোমবার আবার এই নিয়ে শুনানি হয় ব্যাঙ্কশাল কোর্ট ৷ আদালত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যাকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় ৷

ED Appeals For Partha Chatterjee Remand In Court SSC TET Recruitment Scam
Partha Chatterjee: মিথ্যা অসুস্থতা দেখিয়েছেন পার্থ, তাঁকে ফের হেফাজতে চাইল ইডি
author img

By

Published : Jul 25, 2022, 5:25 PM IST

Updated : Jul 25, 2022, 11:05 PM IST

কলকাতা, 25 জুলাই : বাংলার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chattrerjee) ভবিষ্যৎ কী হবে ? তাঁকে আবার হেফাজতে পাবে ইডি (ED) ? দিনভর শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যাকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ তবে প্রতি 48 ঘণ্টা অন্তর মেডিক্যাল টেস্ট করাতে পারবেন ৷

আদালত সূত্রে খবর, সোমবার ইডি-র তরফে আদালতে জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি 120 কোটি টাকার ৷ উদ্ধার হয়েছে মাত্র 20 কোটি টাকা ৷ সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা জরুরি বলে ইডি-র আইনজীবী আদালতে জানিয়েছেন ৷ পার্থ চট্টোপাধ্যায়কে 14 দিনের জন্য হেফাজতে দেওয়া হোক ৷ 14 দিন না-হলেও অন্তত 12 দিনের জন্য পার্থকে হেফাজতে চেয়েছে ইডি ৷

ইডির দাবি, পার্থ তদন্তে সাহায্য করছেন না ৷ অথচ কোথা থেকে টাকা এল, কে কে জড়িত, সেটা জানা প্রয়োজন ৷ সেই কারণেই পার্থকে হেফাজতে নেওয়ার আবেদন করে ইডি ৷

আরও পড়ুন : পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

এখানে উল্লেখ করা প্রয়োজন, পার্থ চট্টোপাধ্য়ায়কে গত শনিবার গ্রেফতার করে ইডি ৷ ওই দিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তাঁকে দু’দিনের ইডি হেফাজত দিয়েছিল আদালত ৷ সেই মতো তাঁকে আজ, সোমবার আদালতে পেশ করার কথা ছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য তাঁকে ইডি ওড়িশার ভুবনেশ্বরের এইমসে নিয়ে যায় ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷

পার্থর শারীরিক অবস্থা নিয়ে ইডি-র আইনজীবী জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী সুস্থ ৷ রক্তচাপ নিয়ন্ত্রণে ৷ চিকিৎসা সংক্রান্ত একাধিক নথিও পেশ করা হয় ৷ অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যা বলছে বলেও দাবি করে ইডি ৷ প্রশ্ন তোলা হয়, কেন এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করে কেন সরকার অর্থ খরচ করলেন তিনি ?

অন্যদিকে ব্যাঙ্কশাল কোর্টে শুনানিতে ইডি-র আইনজীবী তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে তা জানিয়েছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, অ্যারেস্ট মেমোতে পার্থ সই করতে চাননি ৷ পার্থর সঙ্গে অর্পিতার নিয়মিত যোগাযোগ ছিল ৷ তাই এটা সিরিয়াস স্ক্য়াম ৷ সেই কারণে পার্থকে আবার হেফাজতে নেওয়া জরুরি ৷

আরও পড়ুন : Partha Chatterjee: নির্দেশের অংশ সংশোধনের আর্জি, পার্থর আবেদনে সাড়াই দিলেন না বিচারপতি

ইডি-র হয়ে এদিন সওয়াল করেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এম রাজু ৷ তিনি জানিয়েছেন, পার্থ ও অর্পিতার নামে যৌথ সম্পত্তি রয়েছে ৷ তাহলে তাঁদের মধ্যে কী এমন সম্পর্ক রয়েছে, তা জানতে চায় ইডি ৷

অন্যদিকে পার্থর আইনজীবী প্রশ্ন তোলেন, হাইকোর্টের নির্দেশ ছিল না ৷ তার পরও গ্রেফতার করা হল কেন ?

আরও পড়ুন : দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

কলকাতা, 25 জুলাই : বাংলার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chattrerjee) ভবিষ্যৎ কী হবে ? তাঁকে আবার হেফাজতে পাবে ইডি (ED) ? দিনভর শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যাকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ তবে প্রতি 48 ঘণ্টা অন্তর মেডিক্যাল টেস্ট করাতে পারবেন ৷

আদালত সূত্রে খবর, সোমবার ইডি-র তরফে আদালতে জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি 120 কোটি টাকার ৷ উদ্ধার হয়েছে মাত্র 20 কোটি টাকা ৷ সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা জরুরি বলে ইডি-র আইনজীবী আদালতে জানিয়েছেন ৷ পার্থ চট্টোপাধ্যায়কে 14 দিনের জন্য হেফাজতে দেওয়া হোক ৷ 14 দিন না-হলেও অন্তত 12 দিনের জন্য পার্থকে হেফাজতে চেয়েছে ইডি ৷

ইডির দাবি, পার্থ তদন্তে সাহায্য করছেন না ৷ অথচ কোথা থেকে টাকা এল, কে কে জড়িত, সেটা জানা প্রয়োজন ৷ সেই কারণেই পার্থকে হেফাজতে নেওয়ার আবেদন করে ইডি ৷

আরও পড়ুন : পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

এখানে উল্লেখ করা প্রয়োজন, পার্থ চট্টোপাধ্য়ায়কে গত শনিবার গ্রেফতার করে ইডি ৷ ওই দিনই তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তাঁকে দু’দিনের ইডি হেফাজত দিয়েছিল আদালত ৷ সেই মতো তাঁকে আজ, সোমবার আদালতে পেশ করার কথা ছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য তাঁকে ইডি ওড়িশার ভুবনেশ্বরের এইমসে নিয়ে যায় ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷

পার্থর শারীরিক অবস্থা নিয়ে ইডি-র আইনজীবী জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী সুস্থ ৷ রক্তচাপ নিয়ন্ত্রণে ৷ চিকিৎসা সংক্রান্ত একাধিক নথিও পেশ করা হয় ৷ অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যা বলছে বলেও দাবি করে ইডি ৷ প্রশ্ন তোলা হয়, কেন এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করে কেন সরকার অর্থ খরচ করলেন তিনি ?

অন্যদিকে ব্যাঙ্কশাল কোর্টে শুনানিতে ইডি-র আইনজীবী তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে তা জানিয়েছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, অ্যারেস্ট মেমোতে পার্থ সই করতে চাননি ৷ পার্থর সঙ্গে অর্পিতার নিয়মিত যোগাযোগ ছিল ৷ তাই এটা সিরিয়াস স্ক্য়াম ৷ সেই কারণে পার্থকে আবার হেফাজতে নেওয়া জরুরি ৷

আরও পড়ুন : Partha Chatterjee: নির্দেশের অংশ সংশোধনের আর্জি, পার্থর আবেদনে সাড়াই দিলেন না বিচারপতি

ইডি-র হয়ে এদিন সওয়াল করেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এম রাজু ৷ তিনি জানিয়েছেন, পার্থ ও অর্পিতার নামে যৌথ সম্পত্তি রয়েছে ৷ তাহলে তাঁদের মধ্যে কী এমন সম্পর্ক রয়েছে, তা জানতে চায় ইডি ৷

অন্যদিকে পার্থর আইনজীবী প্রশ্ন তোলেন, হাইকোর্টের নির্দেশ ছিল না ৷ তার পরও গ্রেফতার করা হল কেন ?

আরও পড়ুন : দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

Last Updated : Jul 25, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.