ETV Bharat / city

CBI-ED : বিধানসভার অধ্যক্ষের সমন অগ্রাহ্য সিবিআই-ইডি’র - বিমান বন্দ্যোপাধ্যায়

বিধানসভার অধ্যক্ষের তলবে হাজির হল না সিবিআই এবং ইডি ৷ তার বদলে অধ্যক্ষের দফতরে চিঠি দিয়ে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়ে দিল দুই কেন্দ্রীয় সংস্থা ৷ পাশাপাশি, সিবিআই বা ইডি-কে তলবের অধ্যক্ষের এমন কোনও এক্তিয়ার আছে কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছে দুই কেন্দ্রীয় সংস্থা ৷

cbi-and-ed-refuse-to-come-at-assembly-on-speakers-summons
রাজ্য বিধানসভার অধ্যক্ষের সমন অগ্রাহ্য সিবিআই-ইডি’র
author img

By

Published : Sep 22, 2021, 8:17 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : সিবিআই এবং ইডি’র আধিকারিকরা অধ্যক্ষের ডাকে বিধানসভায় হাজিরা দেবেন না ৷ আজ দুই কেন্দ্রীয় সংস্থার তরফে এমনই জানিয়ে দেওয়া হল বিধানসভার অধ্যক্ষকে ৷ সিবিআই’র তরফে অধ্যক্ষের দফতরে একটি মেল করে একথা জানিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি, ইডি’র তরফে এক প্রতিনিধি বিধানসভায় গিয়ে একটি চিঠি অধ্যক্ষের দফতরে জমা দিয়ে আসে ৷ বিধানসভা সূত্রে খবর, দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বিধানসভার অধ্যক্ষের ডাকে তারা কোনও প্রতিনিধি পাঠাবে না ৷ এমনকি অধ্যক্ষের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলে সিবিআই এবং ইডি ৷

প্রসঙ্গত, নারদকাণ্ডে রাজ্যের তিন মন্ত্রী এবং বিধায়ককে তলব করেছিল ইডি এবং সিবিআই ৷ এমনকি তাঁদের গ্রেফতারও করে সিবিআই ৷ যা নিয়ে ইডি এবং সিবিআই’র কাছে জবাব চেয়ে প্রতিনিধিদের বিধানসভায় তলব করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে তিনি প্রশ্ন করেন, বিধানসভার অনুমতি না নিয়ে কোন অধিকারে কেন্দ্রীয় সংস্থা রাজ্যের 3 মন্ত্রী ও বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ৷ সূত্রের খবর যার জবাবে, গতকাল ইডি-র তরফে একটি চিঠি অধ্যক্ষকে পাঠানো হয় ৷ যেখানে ইডি জানিয়ে দেয়, রাজ্যপালের অনুমতি নিয়ে তাঁরা নিজেদের কাজ করেছে ৷ সেখানে নিয়মভঙ্গ কেন্দ্রীয় সংস্থা করেনি বলে জানানো হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

আর আজ বিধানসভায় সরাসরি একটি চিঠি পাঠিয়ে, কোনও প্রতিনিধি সেখানে যাবে না বলে জানিয়ে দিল ইডি ৷ আর সিবিআই’র তরফে বিধানসভার দফতরে ইমেল করে, প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ৷ এ নিয়ে কেন্দ্রীয় দুই সংস্থা আইনি পরামর্শও নিচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষও যে চুপ করে থাকবেন তা নয় ৷ তিনিও যে এর শেষ দেখে ছাড়বেন ৷ সেই বার্তাই দিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, ‘‘বিষয়টি এখানেই শেষ হয়ে গেল এটা ভাবার কোনও কারণ নেই ৷ কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷’’ বিধানসভা সূত্রে খবর, ইডি এবং সিবিআই আধিকারিকদের আবারও নোটিস পাঠিয়ে ডাকা হতে পারে ৷ আর এই ঘটনা প্রবাহ থেকে ওয়াকিবহাল মহলের ধারণা, বিধানসভার অধ্যক্ষ এবং কেন্দ্রীয় দুই সংস্থার মধ্যেকার এই দ্বৈরথ বহু দূর পর্যন্ত গড়াবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা, 22 সেপ্টেম্বর : সিবিআই এবং ইডি’র আধিকারিকরা অধ্যক্ষের ডাকে বিধানসভায় হাজিরা দেবেন না ৷ আজ দুই কেন্দ্রীয় সংস্থার তরফে এমনই জানিয়ে দেওয়া হল বিধানসভার অধ্যক্ষকে ৷ সিবিআই’র তরফে অধ্যক্ষের দফতরে একটি মেল করে একথা জানিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি, ইডি’র তরফে এক প্রতিনিধি বিধানসভায় গিয়ে একটি চিঠি অধ্যক্ষের দফতরে জমা দিয়ে আসে ৷ বিধানসভা সূত্রে খবর, দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বিধানসভার অধ্যক্ষের ডাকে তারা কোনও প্রতিনিধি পাঠাবে না ৷ এমনকি অধ্যক্ষের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলে সিবিআই এবং ইডি ৷

প্রসঙ্গত, নারদকাণ্ডে রাজ্যের তিন মন্ত্রী এবং বিধায়ককে তলব করেছিল ইডি এবং সিবিআই ৷ এমনকি তাঁদের গ্রেফতারও করে সিবিআই ৷ যা নিয়ে ইডি এবং সিবিআই’র কাছে জবাব চেয়ে প্রতিনিধিদের বিধানসভায় তলব করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে তিনি প্রশ্ন করেন, বিধানসভার অনুমতি না নিয়ে কোন অধিকারে কেন্দ্রীয় সংস্থা রাজ্যের 3 মন্ত্রী ও বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ৷ সূত্রের খবর যার জবাবে, গতকাল ইডি-র তরফে একটি চিঠি অধ্যক্ষকে পাঠানো হয় ৷ যেখানে ইডি জানিয়ে দেয়, রাজ্যপালের অনুমতি নিয়ে তাঁরা নিজেদের কাজ করেছে ৷ সেখানে নিয়মভঙ্গ কেন্দ্রীয় সংস্থা করেনি বলে জানানো হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

আর আজ বিধানসভায় সরাসরি একটি চিঠি পাঠিয়ে, কোনও প্রতিনিধি সেখানে যাবে না বলে জানিয়ে দিল ইডি ৷ আর সিবিআই’র তরফে বিধানসভার দফতরে ইমেল করে, প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ৷ এ নিয়ে কেন্দ্রীয় দুই সংস্থা আইনি পরামর্শও নিচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষও যে চুপ করে থাকবেন তা নয় ৷ তিনিও যে এর শেষ দেখে ছাড়বেন ৷ সেই বার্তাই দিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, ‘‘বিষয়টি এখানেই শেষ হয়ে গেল এটা ভাবার কোনও কারণ নেই ৷ কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷’’ বিধানসভা সূত্রে খবর, ইডি এবং সিবিআই আধিকারিকদের আবারও নোটিস পাঠিয়ে ডাকা হতে পারে ৷ আর এই ঘটনা প্রবাহ থেকে ওয়াকিবহাল মহলের ধারণা, বিধানসভার অধ্যক্ষ এবং কেন্দ্রীয় দুই সংস্থার মধ্যেকার এই দ্বৈরথ বহু দূর পর্যন্ত গড়াবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.