ETV Bharat / city

ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি - অভিজিৎ বিনায়ক ব্যানার্জি

অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি । অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি ৷

অর্থনীতি
author img

By

Published : Oct 14, 2019, 3:36 PM IST

Updated : Oct 14, 2019, 8:32 PM IST

দিল্লি, 14 অক্টোবর : অর্মত্য সেনের পর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ ফের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ অভিজিৎ ছাড়াও তাঁর স্ত্রী এস্থার ডুফলো এই পুরস্কার পেয়েছেন ৷ পাশাপাশি মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন অর্থনীতিতে ৷

1961 সালের 21 ফেব্রুয়ারি জন্ম অভিজিতের ৷ সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভরতি হন ৷ 1983 সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি ৷ স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৷ 1988 সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D শেষ করেন ৷ তাঁর গবেষণার বিষয় ছিল - "এসেস ইন ইনফরমেশন ইকোনমিকস" ৷

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে থাকেন তিনি ৷ 2003 সালে ডুফলো ও সেনঢিল মুলাইনাথনের সঙ্গে যৌথভাবে আবদুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাবের প্রতিষ্ঠা করেন ৷ বছরদুয়েক পর যৌথভাবে প্রকাশিত হয় তাঁর প্রথম বই - ভোলাটিলিটি অ্যান্ড গ্রোথ ৷ 2007 সালে তাঁর আরও একটি বই (মেকিং এড ওয়ার্ক) প্রকাশিত হয় ৷ 2011 সালে ডুফলোর সঙ্গে "পুয়োর ইকোনমিকস" বইটি লেখেন তিনি ৷ 2017 সালে সঙ্গে তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ চলতি বছরই তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ সহ-লেখক ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে রাষ্ট্রসংঘেও কাজ করেছেন অভিজিৎ ৷ 2015 সালের পরবর্তী ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা কর্মসূচিতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনেরালের উচ্চপর্যায়ের বিভাগেও কর্মরত ছিলেন তিনি ৷ 2017 সালে তিনি অ্যামেরিকার নাগরিকত্ব পান ৷ এবার নোবেল সম্মান পেলেন তিনি ৷

  • BREAKING NEWS:
    The 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer “for their experimental approach to alleviating global poverty.”#NobelPrize pic.twitter.com/SuJfPoRe2N

    — The Nobel Prize (@NobelPrize) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী

নোবেল কমিটির তরফে বলা হয়, "তাঁদের গবেষণা ভিত্তিক উদ্যোগ উন্নয়নমূলক অর্থনীতির রূপরেখা বদলে দিয়েছে । গবেষণার ক্ষেত্রে যার গুরুত্ব এখন বাড়ছে ৷" অ্যামেরিকায় যখন ভোররাত, তখন সেই খবর পান অভিজিৎ ৷ পরে নোবেল কমিটিকে তিনি বলেন, "খবর পাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম ৷ আমি সকালে তাড়াতাড়ি উঠি না ৷ আমি ঘুমের নিয়মে ব্যাঘাত ঘটাতে চাইনি ৷ যদিও বেশিক্ষণ ঘুমাতে পারিনি ৷ একের পর এক ফোন আসতে থাকে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : নোবেলজয়ী অভিজিৎকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে নোবেল পেয়েছেন স্ত্রী এস্থার ডুফলো ৷ দ্বিতীয় মহিলা হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি ৷ এক সময় তিনি অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন ৷ তাঁর আগে 2009 সালে এলিনর অসট্রোম নোবেল পেয়েছিলেন ৷ বর্তমানে অভিজিৎ ও ডুফলো দুজনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (MIT) কর্মরত ৷ নোবেল জয়ের খবর পাওয়ার পর এস্থা বলেন, "যুব প্রজন্মকে আমাদের দেখাতে হবে, তাঁরা যে সমস্যাগুলি নিয়ে চিন্তিত সেগুলির ক্ষেত্রে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷" স্বামী-স্ত্রী একসঙ্গে নোবেল পাওয়া নিয়ে অভিজিতের প্রতিক্রিয়া, "কাজের বিভিন্ন দিক রয়েছে ৷ আপনি যখন নিজের সঙ্গীর সঙ্গে সেটা করেন তা আরও মনোরম হয়ে ওঠে ৷" এদিকে, অপর নোবেল জয়ী মাইকেল ক্রেমার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৷

Esther Duflo
নোবেল জয়ের সেলফি এস্থার ডুফলোর

এই সংক্রান্ত আরও খবর : অভিজিতের নোবেলে উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল

দিল্লি, 14 অক্টোবর : অর্মত্য সেনের পর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ ফের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ অভিজিৎ ছাড়াও তাঁর স্ত্রী এস্থার ডুফলো এই পুরস্কার পেয়েছেন ৷ পাশাপাশি মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন অর্থনীতিতে ৷

1961 সালের 21 ফেব্রুয়ারি জন্ম অভিজিতের ৷ সাউথ পয়েন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনার পর প্রেসিডেন্সি কলেজে ভরতি হন ৷ 1983 সালে সেখানে অর্থনীতিতে স্নাতক হন তিনি ৷ স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৷ 1988 সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D শেষ করেন ৷ তাঁর গবেষণার বিষয় ছিল - "এসেস ইন ইনফরমেশন ইকোনমিকস" ৷

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে থাকেন তিনি ৷ 2003 সালে ডুফলো ও সেনঢিল মুলাইনাথনের সঙ্গে যৌথভাবে আবদুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাবের প্রতিষ্ঠা করেন ৷ বছরদুয়েক পর যৌথভাবে প্রকাশিত হয় তাঁর প্রথম বই - ভোলাটিলিটি অ্যান্ড গ্রোথ ৷ 2007 সালে তাঁর আরও একটি বই (মেকিং এড ওয়ার্ক) প্রকাশিত হয় ৷ 2011 সালে ডুফলোর সঙ্গে "পুয়োর ইকোনমিকস" বইটি লেখেন তিনি ৷ 2017 সালে সঙ্গে তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ চলতি বছরই তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ সহ-লেখক ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে রাষ্ট্রসংঘেও কাজ করেছেন অভিজিৎ ৷ 2015 সালের পরবর্তী ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা কর্মসূচিতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনেরালের উচ্চপর্যায়ের বিভাগেও কর্মরত ছিলেন তিনি ৷ 2017 সালে তিনি অ্যামেরিকার নাগরিকত্ব পান ৷ এবার নোবেল সম্মান পেলেন তিনি ৷

  • BREAKING NEWS:
    The 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer “for their experimental approach to alleviating global poverty.”#NobelPrize pic.twitter.com/SuJfPoRe2N

    — The Nobel Prize (@NobelPrize) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী

নোবেল কমিটির তরফে বলা হয়, "তাঁদের গবেষণা ভিত্তিক উদ্যোগ উন্নয়নমূলক অর্থনীতির রূপরেখা বদলে দিয়েছে । গবেষণার ক্ষেত্রে যার গুরুত্ব এখন বাড়ছে ৷" অ্যামেরিকায় যখন ভোররাত, তখন সেই খবর পান অভিজিৎ ৷ পরে নোবেল কমিটিকে তিনি বলেন, "খবর পাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম ৷ আমি সকালে তাড়াতাড়ি উঠি না ৷ আমি ঘুমের নিয়মে ব্যাঘাত ঘটাতে চাইনি ৷ যদিও বেশিক্ষণ ঘুমাতে পারিনি ৷ একের পর এক ফোন আসতে থাকে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : নোবেলজয়ী অভিজিৎকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে নোবেল পেয়েছেন স্ত্রী এস্থার ডুফলো ৷ দ্বিতীয় মহিলা হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি ৷ এক সময় তিনি অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন ৷ তাঁর আগে 2009 সালে এলিনর অসট্রোম নোবেল পেয়েছিলেন ৷ বর্তমানে অভিজিৎ ও ডুফলো দুজনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (MIT) কর্মরত ৷ নোবেল জয়ের খবর পাওয়ার পর এস্থা বলেন, "যুব প্রজন্মকে আমাদের দেখাতে হবে, তাঁরা যে সমস্যাগুলি নিয়ে চিন্তিত সেগুলির ক্ষেত্রে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷" স্বামী-স্ত্রী একসঙ্গে নোবেল পাওয়া নিয়ে অভিজিতের প্রতিক্রিয়া, "কাজের বিভিন্ন দিক রয়েছে ৷ আপনি যখন নিজের সঙ্গীর সঙ্গে সেটা করেন তা আরও মনোরম হয়ে ওঠে ৷" এদিকে, অপর নোবেল জয়ী মাইকেল ক্রেমার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৷

Esther Duflo
নোবেল জয়ের সেলফি এস্থার ডুফলোর

এই সংক্রান্ত আরও খবর : অভিজিতের নোবেলে উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল

New Delhi, Oct 14 (ANI): King of Netherlands Willem-Alexander met Prime Minister Narendra Modi on October 14 in the national capital. The King of Netherlands is on five-day visit to India and had arrived in New Delhi on late night of October 13. He also received a ceremonial reception at the Rashtrapati Bhavan in presence of President Ram Nath Kovind. Willem-Alexander is also accompanied by Queen Maxima.

Last Updated : Oct 14, 2019, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.