কলকাতা, 20 এপ্রিল : করোনা আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও ৷ তবে, করোনা আক্রান্ত হলেও বড়সড় অসুস্থতা নেই মুখ্য নির্বাচন কমিশনারের ৷ জানা গিয়েছে, আপাতত বাড়ি থেকেই কাজ সামলাবেন তিনি ।
লাগাম ছাড়া করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের সময় কমিয়েছে নির্বাচন কমিশন । যদিও দফা কমানো হয়নি । করোনা প্রতিরোধ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরেই প্রচারের সময়ে কাটছাঁট করা হয়েছিল । কিন্তু এখন দেখা গেল, নয়া মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং নির্বাচন কমিশনার রাজীব কুমার করোনা পজিটিভ । প্রশ্ন উঠছে, তাঁরা আক্রান্ত হলেন কী করে ? তাহলে কী তাঁদের সঙ্গে যাঁরা বৈঠক করেছিলেন সেখানে কেউ সংক্রমিত ছিলেন ?
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ
এদিকে, দেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত ৷ গতকালকের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা কিছুটা কমলেও দৈনিক সংক্রমণ আড়াই লাখের উপরে ৷ মৃত্যু সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 2.59 লাখের বেশি মানুষ ৷ প্রাণ গিয়েছে 1 হাজার 761 জনের ৷