ETV Bharat / city

ফণীর জেরে বিশেষ ব্যবস্থা, জানাল জেলার নির্বাচনী আধিকারিকরা - loksabha election

ফণীর দাপট থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন । এবিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্স করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

ফাইল ফোটো
author img

By

Published : May 3, 2019, 6:15 PM IST

কলকাতা, 3 মে : 6 মে পঞ্চম দফায় ভোট রাজ্যের 7 টি কেন্দ্রে । ফণীর তাণ্ডবে বড় কোনও ক্ষতি হলে কী হবে সে বিষয়ে চিন্তিত নির্বাচন কমিশন । ঝড়ের ফলে ভোট কর্মীদের কীভাবে বুথে বা DCRC-তে পৌঁছানো হবে সেই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্স করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । সূত্রের খবর, স্ট্রং রুমগুলিতে যাতে জল না ঢোকে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার জেলা প্রশাসনের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্সটি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্য আধিকারিকরাও । এই জেলাগুলি গাঙ্গেয় উপকূলে অবস্থিত হওয়ায় ফণীর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে । এইসব জেলাগুলিতেই আবার আগামী দফায় ভোট হওয়ায় বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন । ঝড়ের ফলে রাস্তাঘাটের ক্ষতি হলে যাতে দ্রুত মেরামত করা যায় তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে । সঙ্গেই ভোটকর্মীদের অস্থায়ীভাবে যেখানে রাখা হবে সেই জায়গা থেকে বুথে বুথে নিরাপদে পৌঁছানোর বিষয়টিতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

জেলায় জেলায় এই কাজগুলি তৎপরতার সঙ্গে করার জন্য জেলা প্রশাসনকে মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । যদিও, ভোটের দিনের কোনও পরিবর্তন হয়েছে কি না সেবিষয়ে আজ জানা যায়নি । সূত্রের খবর, আজ বৈঠকে সে বিষয়ে আলোচনাও হয়নি । আজ রাতে রাজ্যে ঢুকবে ফণী । তার গতিবিধিই ঠিক করবে কমিশনের অবিষয়ে আগামী পদক্ষেপ ।

কলকাতা, 3 মে : 6 মে পঞ্চম দফায় ভোট রাজ্যের 7 টি কেন্দ্রে । ফণীর তাণ্ডবে বড় কোনও ক্ষতি হলে কী হবে সে বিষয়ে চিন্তিত নির্বাচন কমিশন । ঝড়ের ফলে ভোট কর্মীদের কীভাবে বুথে বা DCRC-তে পৌঁছানো হবে সেই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্স করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । সূত্রের খবর, স্ট্রং রুমগুলিতে যাতে জল না ঢোকে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার জেলা প্রশাসনের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্সটি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্য আধিকারিকরাও । এই জেলাগুলি গাঙ্গেয় উপকূলে অবস্থিত হওয়ায় ফণীর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে । এইসব জেলাগুলিতেই আবার আগামী দফায় ভোট হওয়ায় বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন । ঝড়ের ফলে রাস্তাঘাটের ক্ষতি হলে যাতে দ্রুত মেরামত করা যায় তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে । সঙ্গেই ভোটকর্মীদের অস্থায়ীভাবে যেখানে রাখা হবে সেই জায়গা থেকে বুথে বুথে নিরাপদে পৌঁছানোর বিষয়টিতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

জেলায় জেলায় এই কাজগুলি তৎপরতার সঙ্গে করার জন্য জেলা প্রশাসনকে মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । যদিও, ভোটের দিনের কোনও পরিবর্তন হয়েছে কি না সেবিষয়ে আজ জানা যায়নি । সূত্রের খবর, আজ বৈঠকে সে বিষয়ে আলোচনাও হয়নি । আজ রাতে রাজ্যে ঢুকবে ফণী । তার গতিবিধিই ঠিক করবে কমিশনের অবিষয়ে আগামী পদক্ষেপ ।

Intro:কলকাতা, ৩ মে: ফেণী নিয়ে উদ্বেগ আছে ষোলোআনা। বেশ কিছু বিষয়ে চিন্তিত নির্বাচন কমিশন। ঝড়ের তাণ্ডবে বড় ক্ষতি হলে ভোট কর্মীদের কিভাবে পৌঁছনো হবে, DCRC সেন্টারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই সব বিষয়ে যাতে সে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স করলো মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। পাশাপাশি, স্ট্রংরুম গুলোয় জল যাতে না ঢোকে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর।Body:আজ উত্তর 24 পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য আধিকারিকরা। এই জেলাগুলো গাঙ্গেয় উপকূলে অবস্থিত হওয়ায় ফণীর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। আর ওই জেলা গুলো আগামী আগামী দফার ভোটে প্রভাব ফেলতে পারে। সেই কারণে প্রাকৃতিক বিপর্যয় রাস্তাঘাট যাতে খারাপ হলে দ্রুত মেরামত করা হয় কোথাও জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা বা বিকল্প ব্যবস্থা করা রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে ভোট কর্মীদের অস্থায়ীভাবে যেখানে জমায়েত হওয়া এবং সেই জমায়াতের স্থান থেকে বুথে বুথে পৌঁছনোর আস্থা না আরো নিরাপদ এবং ঠিকঠাক রাখার জন্য জেলাগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।Conclusion:আপৎকালীন এই কাজ যুদ্ধকালীন তৎপরতা সঙ্গে করার জন্য নির্বাচন কমিশন জেলা প্রশাসন গুলিকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বলেছে। ভোটের দিন পরিবর্তন নিয়ে এ বৈঠকে আলোচনা হয়নি ফোনির গতিবিধি রাতে কি প্রভাব ফেলে তার উপর বিবেচনা করে সেইমতো সিদ্ধান্ত নেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.