কলকাতা, 3 মে : 6 মে পঞ্চম দফায় ভোট রাজ্যের 7 টি কেন্দ্রে । ফণীর তাণ্ডবে বড় কোনও ক্ষতি হলে কী হবে সে বিষয়ে চিন্তিত নির্বাচন কমিশন । ঝড়ের ফলে ভোট কর্মীদের কীভাবে বুথে বা DCRC-তে পৌঁছানো হবে সেই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্স করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । সূত্রের খবর, স্ট্রং রুমগুলিতে যাতে জল না ঢোকে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার জেলা প্রশাসনের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্সটি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের অন্য আধিকারিকরাও । এই জেলাগুলি গাঙ্গেয় উপকূলে অবস্থিত হওয়ায় ফণীর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে । এইসব জেলাগুলিতেই আবার আগামী দফায় ভোট হওয়ায় বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন । ঝড়ের ফলে রাস্তাঘাটের ক্ষতি হলে যাতে দ্রুত মেরামত করা যায় তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে । সঙ্গেই ভোটকর্মীদের অস্থায়ীভাবে যেখানে রাখা হবে সেই জায়গা থেকে বুথে বুথে নিরাপদে পৌঁছানোর বিষয়টিতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
জেলায় জেলায় এই কাজগুলি তৎপরতার সঙ্গে করার জন্য জেলা প্রশাসনকে মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । যদিও, ভোটের দিনের কোনও পরিবর্তন হয়েছে কি না সেবিষয়ে আজ জানা যায়নি । সূত্রের খবর, আজ বৈঠকে সে বিষয়ে আলোচনাও হয়নি । আজ রাতে রাজ্যে ঢুকবে ফণী । তার গতিবিধিই ঠিক করবে কমিশনের অবিষয়ে আগামী পদক্ষেপ ।