ETV Bharat / city

বাড়ল পার্সেল স্পেশাল এক্সপ্রেস ট্রেন পরিষেবার মেয়াদ

author img

By

Published : Jun 4, 2020, 12:10 PM IST

এখনও বন্ধ রয়েছে অধিকাংশ ট্রেন। ফলে অত্যাবশ্যক জিনিসপত্রের যোগান বজায় রাখতে 15 জুন পর্যন্ত পার্সেল স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বাড়ানো হল পূর্ব রেলের তরফে।

বাড়ল পার্সেল ট্রেনের পরিষেবা
15 জুন পর্যন্ত বাড়ল পার্সেল ট্রেন পরিষেবা

কলকাতা, 4 জুন : কোরোনা মোকাবেলায় দেশজুড়ে চলছিল লকডাউন। চলছি মাস থেকে আনলক ঘোষণা করা হলেও এখনও বন্ধ রয়েছে অধিকাংশ ট্রেন পরিষেবা। যদিও চলছে বেশ কিছু শ্রমিক স্পেশাল ও প্যাসেঞ্জার স্পেশাল। লকডাউনে বেশকিছু নিয়ম শিথিল হলেও 15 জুন পর্যন্ত বাড়ানো হল পূর্ব রেলের পার্সেল স্পেশাল ট্রেনের পরিষেবা।

এই পরিস্থিতিতে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে কোনও ঘাটতি না হয়, তাই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন। শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দিতে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল চালাচ্ছে মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস।

ইতিমধ্যেই, যেসব রুটে পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে সেগুলি হল শিয়ালদা-গৌহাটি-শিয়ালদা, হাওড়া- গৌহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা, হাওড়া-মুম্বাই- CSMT-হাওড়া সহ অন্যান্য।

লকডাউনের পর 10 এপ্রিল থেকে পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করে।

যেসব পার্সেল স্পেশাল ট্রেনের 15 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সেগুলিির তালিকা এক নজরে:

00303/00304 হাওড়া গৌহাটি হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 5, 7, 10, 12 ও 14 জুন ছাড়বে। ট্রেনটি গৌহাটি থেকে 7, 9,12, 14ও 16 জুন ছাড়বে।

00305/00306 হাওড়া জামালপুর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 4, 5, 6, 8, 9, 11, 12, 13 ও 15 জুন ছাড়বে। ট্রেনটি আবার জামালপুর থেকে 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14 ও 16 জুন ছাড়বে।

00307/00308 হাওড়া মুম্বাই CSMT হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 4, 9 ও 11 জুন ছাড়বে। ট্রেনটি আবার মুম্বাই CSMT থেকে 8, 13 ও 15 জুন ছাড়বে।

00309/00310 হাওড়া নিউ দিল্লি হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 4, 6, 8, 9, 11, 13 ও15 জুন ছাড়বে। ট্রেনটি আবার নিউ দিল্লি থেকে 6, 8, 10, 11, 13, 15 ও 17 জুন ছাড়বে।

00311/00312 শিয়ালদা নিউ দিল্লি শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে 5, 7, 10, 12 ও 14 জুন ছাড়বে। অন্যদিকে ট্রেনটি আবার নিউ দিল্লি থেকে 7, 9, 12, 14 ও 16 জুন ছাড়বে।

*00313/00314 শিয়ালদা গুহাটি শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে 4, 6, 8, 9, 11, 13 ও 15 জুন ছাড়বে। আবার গোহাটি থেকে ট্রেনটি 6, 8, 10, 11, 13, 15 ও 17 জুন ছাড়বে।

00317/00318 হাওড়া ভোপাল হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 8 ও 15 জন ছাড়বে। ট্রেনটি আবার ভোপাল থেকে 10 ও 17 জুন ছাড়বে।

00321/00322 হাওড়া মোজাফরপুর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 7, 10 ও 14 জুন ছাড়বে। ট্রেনটি আবার মোজাফরপুর থেকে 8, 11 ও 15 জুন ছাড়বে।

00464/00463 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি অমৃতসর থেকে 2 জুন থেকে 15 জুন প্রতিদিন ছাড়বে। ট্রেন হাওড়া থেকে 4 জুন থেকে 17 জুন প্রতিদিন ছাড়বে।

কলকাতা, 4 জুন : কোরোনা মোকাবেলায় দেশজুড়ে চলছিল লকডাউন। চলছি মাস থেকে আনলক ঘোষণা করা হলেও এখনও বন্ধ রয়েছে অধিকাংশ ট্রেন পরিষেবা। যদিও চলছে বেশ কিছু শ্রমিক স্পেশাল ও প্যাসেঞ্জার স্পেশাল। লকডাউনে বেশকিছু নিয়ম শিথিল হলেও 15 জুন পর্যন্ত বাড়ানো হল পূর্ব রেলের পার্সেল স্পেশাল ট্রেনের পরিষেবা।

এই পরিস্থিতিতে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে কোনও ঘাটতি না হয়, তাই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন। শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দিতে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল চালাচ্ছে মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস।

ইতিমধ্যেই, যেসব রুটে পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে সেগুলি হল শিয়ালদা-গৌহাটি-শিয়ালদা, হাওড়া- গৌহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা, হাওড়া-মুম্বাই- CSMT-হাওড়া সহ অন্যান্য।

লকডাউনের পর 10 এপ্রিল থেকে পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করে।

যেসব পার্সেল স্পেশাল ট্রেনের 15 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সেগুলিির তালিকা এক নজরে:

00303/00304 হাওড়া গৌহাটি হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 5, 7, 10, 12 ও 14 জুন ছাড়বে। ট্রেনটি গৌহাটি থেকে 7, 9,12, 14ও 16 জুন ছাড়বে।

00305/00306 হাওড়া জামালপুর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 4, 5, 6, 8, 9, 11, 12, 13 ও 15 জুন ছাড়বে। ট্রেনটি আবার জামালপুর থেকে 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14 ও 16 জুন ছাড়বে।

00307/00308 হাওড়া মুম্বাই CSMT হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 4, 9 ও 11 জুন ছাড়বে। ট্রেনটি আবার মুম্বাই CSMT থেকে 8, 13 ও 15 জুন ছাড়বে।

00309/00310 হাওড়া নিউ দিল্লি হাওড়া পার্সেল এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে 4, 6, 8, 9, 11, 13 ও15 জুন ছাড়বে। ট্রেনটি আবার নিউ দিল্লি থেকে 6, 8, 10, 11, 13, 15 ও 17 জুন ছাড়বে।

00311/00312 শিয়ালদা নিউ দিল্লি শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে 5, 7, 10, 12 ও 14 জুন ছাড়বে। অন্যদিকে ট্রেনটি আবার নিউ দিল্লি থেকে 7, 9, 12, 14 ও 16 জুন ছাড়বে।

*00313/00314 শিয়ালদা গুহাটি শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে 4, 6, 8, 9, 11, 13 ও 15 জুন ছাড়বে। আবার গোহাটি থেকে ট্রেনটি 6, 8, 10, 11, 13, 15 ও 17 জুন ছাড়বে।

00317/00318 হাওড়া ভোপাল হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 8 ও 15 জন ছাড়বে। ট্রেনটি আবার ভোপাল থেকে 10 ও 17 জুন ছাড়বে।

00321/00322 হাওড়া মোজাফরপুর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে 7, 10 ও 14 জুন ছাড়বে। ট্রেনটি আবার মোজাফরপুর থেকে 8, 11 ও 15 জুন ছাড়বে।

00464/00463 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি অমৃতসর থেকে 2 জুন থেকে 15 জুন প্রতিদিন ছাড়বে। ট্রেন হাওড়া থেকে 4 জুন থেকে 17 জুন প্রতিদিন ছাড়বে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.