ETV Bharat / city

East Bengal-Emami Meeting: ইস্টবেঙ্গলের উন্নতিতে ক্লাবকে গুরুত্ব দেবে ইমামি - ইমামি ইস্টবঙ্গল বৈঠক

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল ( Emami East Bengal)। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আর তারপরেই শুরু হবে এই মরশুমের আইএসএল। তার আগে বৈঠকে ইস্টবেঙ্গল-ইমামি কর্তারা ৷

East Bengal Emami Meeting
ফুটবল দল চালাতে ক্লাবকে গুরুত্ব দেবে ইমামি
author img

By

Published : Sep 8, 2022, 7:29 AM IST

Updated : Sep 8, 2022, 5:03 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: চুক্তি সই হওয়ার পর প্রথম বোর্ড মিটিং ইমামি ও ইস্টবেঙ্গলের। বুধবার ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ইমামি গ্ৰুপের 7 জন ডিরেক্টর আদিত্য ভি আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, গৌতম জাতীয়, এসএন পাল, সৌরভ দাসগুপ্ত এবং মনোজ আগরওয়াল ৷ ইস্টবেঙ্গল ক্লাবের 3 সদস্য ডিরেক্টর দেবব্রত সরকার, রূপক সাহা এবং সদানন্দ মুখোপাধ্যায়। এছড়াও ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ড: প্রণব দাশগুপ্ত উপস্থিত ছিলেন আমন্ত্রিত সদস্য হিসেবে। বলা যায়, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে মোট 4জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন (East Bengal and Emami meeting)।

এই বৈঠকে ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল দল (Emami East Bengal Club) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, বিনিয়োগকারী সংস্থার পাশাপাশি, ক্লাবও একসঙ্গে কাজ করে টিমের উন্নতিতে সাহায্য করবে। একই সঙ্গে আসন্ন টুর্নামেন্টগুলিতে ভালো ফলাফল করাই হল ক্লাবের লক্ষ্য। শুধু সিনিয়র দল নয়, যুব ফুটবল অর্থাৎ লাল-হলুদের রিজার্ভ দলের উন্নতিতে কাজ করার কথা বলা হয়েছে এদিনের সভায় । জোর দেওয়া হবে ভালো মহিলা ফুটবল দল গড়ার দিকেও। কী ভাবে তা বাস্তবায়িত করা যায়, সে দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছ বুধবারের ইমামি- ইস্টবেঙ্গল বৈঠকে ।

আরও পড়ুন: মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। আর তারপরেই শুরু হবে এই মরশুমের আইএসএল। এবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। তাই এই টুর্নামেন্টে খেলার জন্য দল যখন বাইরে যাবে, তখন ক্লাব এবং কোম্পানির পক্ষ থেকে কারা যাবেন? কী ভাবে সুমিত পাসিদের উদ্বুদ্ধ করবেন তারা? কীভাবে কোচ স্টিফেন কনস্ট্যান্টটাইনকে সাহায্য করবেন সে বিষয়ও বিস্তারিত আলোচনা হয়েছে আজকের বৈঠকে। বিদেশে প্রস্তুতি সারতে যাওয়া থেকে আইএসএলে দলের প্রথম পর্বের পারফরম্যান্স দেখে প্রয়োজনে নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে দলবদলের দ্বিতীয় পর্বের উইনডোকে কাজে লাগানোর কথাও আলোচনা হয়েছে এদিন ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: চুক্তি সই হওয়ার পর প্রথম বোর্ড মিটিং ইমামি ও ইস্টবেঙ্গলের। বুধবার ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ইমামি গ্ৰুপের 7 জন ডিরেক্টর আদিত্য ভি আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, গৌতম জাতীয়, এসএন পাল, সৌরভ দাসগুপ্ত এবং মনোজ আগরওয়াল ৷ ইস্টবেঙ্গল ক্লাবের 3 সদস্য ডিরেক্টর দেবব্রত সরকার, রূপক সাহা এবং সদানন্দ মুখোপাধ্যায়। এছড়াও ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ড: প্রণব দাশগুপ্ত উপস্থিত ছিলেন আমন্ত্রিত সদস্য হিসেবে। বলা যায়, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে মোট 4জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন (East Bengal and Emami meeting)।

এই বৈঠকে ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল দল (Emami East Bengal Club) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, বিনিয়োগকারী সংস্থার পাশাপাশি, ক্লাবও একসঙ্গে কাজ করে টিমের উন্নতিতে সাহায্য করবে। একই সঙ্গে আসন্ন টুর্নামেন্টগুলিতে ভালো ফলাফল করাই হল ক্লাবের লক্ষ্য। শুধু সিনিয়র দল নয়, যুব ফুটবল অর্থাৎ লাল-হলুদের রিজার্ভ দলের উন্নতিতে কাজ করার কথা বলা হয়েছে এদিনের সভায় । জোর দেওয়া হবে ভালো মহিলা ফুটবল দল গড়ার দিকেও। কী ভাবে তা বাস্তবায়িত করা যায়, সে দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছ বুধবারের ইমামি- ইস্টবেঙ্গল বৈঠকে ।

আরও পড়ুন: মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। আর তারপরেই শুরু হবে এই মরশুমের আইএসএল। এবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। তাই এই টুর্নামেন্টে খেলার জন্য দল যখন বাইরে যাবে, তখন ক্লাব এবং কোম্পানির পক্ষ থেকে কারা যাবেন? কী ভাবে সুমিত পাসিদের উদ্বুদ্ধ করবেন তারা? কীভাবে কোচ স্টিফেন কনস্ট্যান্টটাইনকে সাহায্য করবেন সে বিষয়ও বিস্তারিত আলোচনা হয়েছে আজকের বৈঠকে। বিদেশে প্রস্তুতি সারতে যাওয়া থেকে আইএসএলে দলের প্রথম পর্বের পারফরম্যান্স দেখে প্রয়োজনে নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে দলবদলের দ্বিতীয় পর্বের উইনডোকে কাজে লাগানোর কথাও আলোচনা হয়েছে এদিন ৷

Last Updated : Sep 8, 2022, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.