কলকাতা, 31 অগাস্ট : রাজ্যে যাদের রেশন কার্ড নেই তাদের একদিনের রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিল DYFI নেতৃত্ব । খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণে আগামীকাল রাজ্যজুড়ে DYFI-এর তরফে এই রেশন সামগ্রী দেওয়া হবে ।
রেশন এবং গণবণ্টন ব্যবস্থা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি রাজ্যজুড়ে পালিত হবে বলে জানিয়েছে DYFI নেতৃত্ব । সংগঠনের সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, “রাজ্য সরকার রেশন কার্ড নিয়ে কার্যত মানুষকে মিথ্যে কথা বলছে ।” তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যের যত নাগরিক আছে, তাদের সবাইকে নাকি ইতিমধ্যেই রাজ্য সরকার রেশন কার্ড দিয়েছে । অথচ লকডাউন পর্বে তথ্য সংগ্রহ করে দেখা গিয়েছে এই রাজ্যের কয়েক লাখ মানুষ রেশন কার্ড থেকে বঞ্চিত হয়েছে । নতুন ডিজিটাল কার্ড ইশু হয়নি । অথচ পুরোনো কার্ডে রেশন দেওয়া হচ্ছে না ।"
সায়নদীপ মিত্র বলেন, "রাজ্য সরকারের এই তুঘলকি আচরণে গণবণ্টন ব্যবস্থার থেকে বঞ্চিত হয়েছে কয়েক লাখ মানুষ । অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কুপন দেওয়ার কথা ঘোষণা হলেও সেই কুপন বহু মানুষ পাননি । এমনকী কুপন নিজেদের কব্জায় রেখে শাসকদলের নেতারা রেশন সামগ্রী চুরি করতে পিছপা হননি । রেশনের চাল চুরির অভিযোগ শাসকদলের নেতাদের বিরুদ্ধে একাধিকবার উঠেছে । রেশন দোকানে যা প্রাপ্য তার থেকেও রাজ্যের নাগরিকরা বঞ্চিত হচ্ছেন । রেশন সামগ্রীর মান নিয়ে বহু ক্ষেত্রে প্রশ্ন উঠছে । অথচ রাজ্য সরকার প্রচার করছে তারা নাকি মানুষকে সারাজীবন রেশন ফ্রি-তে দেবে । লকডাউন পর্বে মানুষের জীবন-জীবিকা যখন বিপর্যস্ত সেই সময় রেশনের মাধ্যমে মানুষকে সুরাহা দেওয়ার ব্যবস্থা করার পরিবর্তে রাজ্য সরকার কার্যত গণবণ্টন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে ।"
DYFI-এর সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক । সরকারি মজুত ভাণ্ডারে খাদ্যশস্য পচে যাচ্ছে । অথচ গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সেই খাদ্যশস্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে দেওয়া হচ্ছে না । রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের মতো কেন্দ্রীয় সরকারও প্রতারণা করছে । এর প্রতিবাদে 1 সেপ্টেম্বর রাজ্যজুড়ে রেশন কার্ডবিহীন মানুষকে একদিনের রেশন সামগ্রী দেওয়া হবে ।”