কলকাতা, 19 সেপ্টম্বর: হাওড়া আমতার ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর (Anish Khan Death Case) ঘটনায় সঠিক তদন্তের দাবিতে মঙ্গলবার ধর্মতলায় 'ইনসাফ সভা'র ডাক দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন । এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার আনিশের গ্রাম সারদা থেকে শুরু হল 'আনিশ ব্রিগেড' । এই কর্মসূচির সূচনা করেছেন আনিশের বাবা সালেম খান (father of Anish Khan, Salem Khan) । 20 সেপ্টেম্বর ধর্মলতার ইনসাফ সভায় যোগ দেবে এই 'আনিশ ব্রিগেড' (Anish Brigade) ৷
মঙ্গলবারের 'ইনসাফ সভা'য় সমাজের সমস্ত স্তরের মানুষকে সামিল হওয়ার আহাবন জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (DYFI Insaf Sabha) । এমনকী, তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদেরও সামিল হতে আহ্বান জানিয়েছে সিপিএম নেতৃত্ব ৷ মহম্মদ সেলিমের কথায়, "ন্যায় ও সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আরাজকতার বিরুদ্ধে ইনসাফের দাবিতে সমস্ত মানুষ, সরকার পক্ষকেও এই সমাবেশে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ।"
আরও পড়ুন: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি
ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রবিবার বলেন, "20 সেপ্টেম্বর আনিশ খানের মৃত্যুর 218 দিন পূর্ণ হবে । অথচ যারা খুন করল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ, প্রশাসন, সরকার কেউ কিছু বলছে না । কারণ, খুনিরা নিজেরাই বলছে চোরেদের সরকার চলছে । তাদের কিছু হবে না । তারই প্রতিবাদে ও ধারাবাহিক চুরি-দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় সভা-সমাবেশ-মিটিং-মিছিল শেষে কেন্দ্রীয়ভাবে কলকাতার ধর্মতলায় আমাদের সভা ।"
তবে সিপিএম যুব সংগঠনের এই সমাবেশের জন্য কলকাতা পুলিশের তরফে কোনও অনুমতি পাওয়া যায়নি । তবে অনুমতি না মিললেও সভা হবে বলে জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, "মানুষ তাঁর অভাব, অভিযোগ জানাবেন । দুঃখ, কষ্টের কথা বলবেন । তাঁর জন্যও পুলিশের অনুমতি লাগবে কেন ? অপরাধীরা শাস্তি পেল না । কিন্তু আনিশের পরিবার এখনও পর্যন্ত তাঁদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবিতে অনড় রয়েছে । যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী মুখ, লড়াই করেন তাঁরাও সামিল হবেন এই সমাবেশে ।" ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদেরও এই সমাবেশে আসার আহ্বান জানানো হয়েছে ৷