ETV Bharat / city

Durga Puja 2022: মোক্ষলাভের পথ দেখাবে উলটোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ - উলটোডাঙা বিধান সংঘ

উলটোডাঙা বিধান সংঘের (Ulta danga Bidhan sangha theme) পুজো মণ্ডপের এ বারের থিম মোক্ষ (Mokkho)৷ প্রতিমাতে বিশেষ চমক থাকছে ৷ থিমের ভাবনা ও রূপায়ণে রয়েছেন শিল্পী প্রশান্ত পাল (Durga Puja 2022)।

durga-puja-2022-ulta-danga-bidhan-sangha-theme-is-mokkho
মোক্ষলাভের পথ দেখাবে উলটোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ
author img

By

Published : Sep 15, 2022, 10:27 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: প্রত্যেকটা মানুষই একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলে জীবনের পথে ৷ আর সেই লক্ষ্য প্রাপ্তিতেই হয় মোক্ষলাভ (Mokkho)৷ যদিও সেই পথটা বেশিরভাগ মানুষের জন্যই খুব সুগম হয় না ৷ তার জন্য চালিয়ে যেতে হয় কঠিন সংগ্রাম ৷ এই ভাবনাই এ বার উঠে আসবে উলটোডাঙা বিধান সংঘের দুর্গাপুজো মণ্ডপে (Durga Puja 2022)৷

উলটোডাঙা বিধান সংঘের (Ulta danga Bidhan sangha theme) দুর্গাপুজো মণ্ডপের ভিতরে একদিকে দেখা যাবে, কাঁটাতার ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টায় মানুষ । আর অন্যদিকে তাঁদের চেষ্টা খাঁচাবদ্ধ জীবন থেকে মুক্তিলাভের । মোক্ষ লাভের লক্ষ্যে প্রতিমার নিচের অংশে ধ্যান করছেন সাধুরা । ভিতরে মণ্ডপের উপরের অংশে থাকছে গাছের ডালপালা ৷ সেটাই মোক্ষলাভের স্থান । প্রতিমাতেও থাকছে চমক । চারিদিক দশ মহাবিদ্যার দশ অবতার । মুকুটে রয়েছেন নানা দেবতা । দেখলে মনে হবে পাথর কেটে তৈরি করা ।

durga-puja-2022-ulta-danga-bidhan-sangha-theme-is-mokkho
পুজোর থিম মোক্ষ

54তম বর্ষে পড়ছে এ বারের উলটোডাঙা বিধান সংঘের দুর্গাপুজো ৷ তাদের থিম মোক্ষ । সমগ্র বিষয়ভাবনা ও রূপায়ণের দায়িত্ব সামলাচ্ছেন শিল্পী প্রশান্ত পাল । তাঁর কথায়, "আমরা যে যার ক্ষেত্রে লড়ে চলছি প্রাপ্তির জন্য । সাফল্য লাভ করার উদ্দেশ্যে । খুব কম মানুষ সেই সাফল্য পান । মণ্ডপের সামনে লাগানো থাকছে বাঁশের সিঁড়ি । সেটাই মোক্ষ লাভের পথ ।"

উলটোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ

এই পুজোর এক উদ্যোক্তাও জানালেন, এ বার তাঁর মণ্ডপে এলে নতুনত্বের স্বাদ পাবেন দর্শনার্থীরা ৷ জীবনে সাফল্যের চাবিকাঠিই হল মোক্ষ ৷ আর সেই মোক্ষলাভের পথ দেখাবে এই পুজো ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর: প্রত্যেকটা মানুষই একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলে জীবনের পথে ৷ আর সেই লক্ষ্য প্রাপ্তিতেই হয় মোক্ষলাভ (Mokkho)৷ যদিও সেই পথটা বেশিরভাগ মানুষের জন্যই খুব সুগম হয় না ৷ তার জন্য চালিয়ে যেতে হয় কঠিন সংগ্রাম ৷ এই ভাবনাই এ বার উঠে আসবে উলটোডাঙা বিধান সংঘের দুর্গাপুজো মণ্ডপে (Durga Puja 2022)৷

উলটোডাঙা বিধান সংঘের (Ulta danga Bidhan sangha theme) দুর্গাপুজো মণ্ডপের ভিতরে একদিকে দেখা যাবে, কাঁটাতার ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টায় মানুষ । আর অন্যদিকে তাঁদের চেষ্টা খাঁচাবদ্ধ জীবন থেকে মুক্তিলাভের । মোক্ষ লাভের লক্ষ্যে প্রতিমার নিচের অংশে ধ্যান করছেন সাধুরা । ভিতরে মণ্ডপের উপরের অংশে থাকছে গাছের ডালপালা ৷ সেটাই মোক্ষলাভের স্থান । প্রতিমাতেও থাকছে চমক । চারিদিক দশ মহাবিদ্যার দশ অবতার । মুকুটে রয়েছেন নানা দেবতা । দেখলে মনে হবে পাথর কেটে তৈরি করা ।

durga-puja-2022-ulta-danga-bidhan-sangha-theme-is-mokkho
পুজোর থিম মোক্ষ

54তম বর্ষে পড়ছে এ বারের উলটোডাঙা বিধান সংঘের দুর্গাপুজো ৷ তাদের থিম মোক্ষ । সমগ্র বিষয়ভাবনা ও রূপায়ণের দায়িত্ব সামলাচ্ছেন শিল্পী প্রশান্ত পাল । তাঁর কথায়, "আমরা যে যার ক্ষেত্রে লড়ে চলছি প্রাপ্তির জন্য । সাফল্য লাভ করার উদ্দেশ্যে । খুব কম মানুষ সেই সাফল্য পান । মণ্ডপের সামনে লাগানো থাকছে বাঁশের সিঁড়ি । সেটাই মোক্ষ লাভের পথ ।"

উলটোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ

এই পুজোর এক উদ্যোক্তাও জানালেন, এ বার তাঁর মণ্ডপে এলে নতুনত্বের স্বাদ পাবেন দর্শনার্থীরা ৷ জীবনে সাফল্যের চাবিকাঠিই হল মোক্ষ ৷ আর সেই মোক্ষলাভের পথ দেখাবে এই পুজো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.