ETV Bharat / city

কুয়াশার জেরে ট্রেন তালিকায় রদবদল পূর্ব রেলের

author img

By

Published : Nov 6, 2019, 8:24 AM IST

ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালানো বিপজ্জনক হয়ে পড়তে পারে মনে করেই কয়েকটি ট্রেন আংশিকভাবে ও কয়েকটি সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কুয়াশার জেরে ডিসেম্বর মাসের ট্রেন তালিকায় রদবদল পূর্ব রেলের

কলকাতা, 6 নভেম্বর : কুয়াশার জেরে ডিসেম্বর মাসের ট্রেনের তালিকায় রদবদল আনল পূর্ব রেল । ঘন কুয়াশার আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল । 4টি ট্রেন সম্পূর্ণভাবে ও 2 টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে । এছাড়া আরও 9টি ট্রেনের সংখ্যা কমাল পূর্ব রেল । 16 ডিসেম্বর থেকে 2020 সালের 31 জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ ৷

রাজধানী-সহ উত্তর ভারতে কুয়াশা ও দূষণে জেরবার হচ্ছে সাধারণ মানুষ । পরিবর্তিত হয়েছে ট্রেন, বিমান ও বাসের সময়সূচি । বাতিল হয়েছে একাধিক ট্রেন ও বিমানের সময়ও । রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনগুলি গুরুত্বপূর্ণ হলেও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালানো বিপজ্জনক হয়ে পড়তে পারে মনে করেই আংশিকভাবে ও সম্পূর্ণভাবে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সম্পূর্ণভাবে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা এক নজরে:

  • 14003 মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস- ট্রেনটি মালদা টাউন থেকে মঙ্গলবার ও শনিবার ছাড়ে । ট্রেনটি 21 ডিসেম্বর ও 2020 সালের 1 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 14004 নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস- ট্রেনটি নিউ দিল্লি থেকে প্রতি বৃহস্পতিবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 11105 কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রবিবার ছাড়ে । ট্রেনটি 22 ডিসেম্বর ও 2020 সালে 2 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 11106 ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেন ঝাঁসি থেকে শুক্রবার ছাড়ে । ট্রেনটি 20 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।

আংশিকভাবে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:

  • 12177 হাওড়া-মথুরা চম্বল এক্সপ্রেস-ট্রেনটি হাওড়া থেকে প্রতি শুক্রবার ছাড়ে । ট্রেনটি 20 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারি ছাড়বে । এটি আগ্রা-ক্যান্টনমেন্ট থেকে মথুরা জংশন পর্যন্ত বাতিল করা হয়েছে ।
  • 12178 মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস- ট্রেনটি মথুরা থেকে প্রতি সোমবার ছাড়ে । ট্রেনটি 16 ডিসেম্বর ও 2020 সালের 27 জানুয়ারিতে ছাড়বে । এটি মথুরা জংশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত বাতিল করা হয়েছে ৷

যেসব ট্রেনের সংখ্যা কম করা হল, এক নজরে সেই তালিকা

  • 12023/12024 হাওড়া-পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 22405 ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস ৷ এটি ভাগলপুর থেকে বৃহস্পতিবার ছাড়ে ৷ ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 22406 আনন্দবিহার-ভাগলপুর এক্সপ্রেস ৷ এটি আনন্দবিহার থেকে প্রতি বুধবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 29 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 13005 হাওড়া-অমৃতসর মেল- ট্রেনটি হাওড়া থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে । ট্রেনটি 17 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারি বাতিল করা হল ।
  • অমৃতসর-হাওড়া মেল অমৃতসর থেকে বৃহস্পতিবার শনিবার ও সোমবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 1 জানুয়ারির জন্য বাতিল করা হল।
  • 12987 শিয়ালদা আজমেড় এক্সপ্রেস ৷ ট্রেনটি শিয়ালদা থেকে প্রতি বুধবার শুক্রবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য বাতিল করা হল।
  • 12988 আজমেড়-শিয়ালদা এক্সপ্রেস ৷ ট্রেনটি আজমেড় থেকে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে ৷ আগামী 17 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারি জন্য বাতিল করা হল ।
  • 13007 হাওড়া-শ্রী গঙ্গানগর উদ্যান আভা তুফান এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার ছাড়ে । 16 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য ট্রেনটি বাতিল করা হল ।
  • 13008 শ্রী গঙ্গানগর হাওড়া উদ্যান আভা তুফান এক্সপ্রেস ৷ এটি শ্রী গঙ্গানগর থেকে বুধবার, শুক্রবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 2 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ৷

কলকাতা, 6 নভেম্বর : কুয়াশার জেরে ডিসেম্বর মাসের ট্রেনের তালিকায় রদবদল আনল পূর্ব রেল । ঘন কুয়াশার আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল । 4টি ট্রেন সম্পূর্ণভাবে ও 2 টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে । এছাড়া আরও 9টি ট্রেনের সংখ্যা কমাল পূর্ব রেল । 16 ডিসেম্বর থেকে 2020 সালের 31 জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ ৷

রাজধানী-সহ উত্তর ভারতে কুয়াশা ও দূষণে জেরবার হচ্ছে সাধারণ মানুষ । পরিবর্তিত হয়েছে ট্রেন, বিমান ও বাসের সময়সূচি । বাতিল হয়েছে একাধিক ট্রেন ও বিমানের সময়ও । রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনগুলি গুরুত্বপূর্ণ হলেও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালানো বিপজ্জনক হয়ে পড়তে পারে মনে করেই আংশিকভাবে ও সম্পূর্ণভাবে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সম্পূর্ণভাবে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা এক নজরে:

  • 14003 মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস- ট্রেনটি মালদা টাউন থেকে মঙ্গলবার ও শনিবার ছাড়ে । ট্রেনটি 21 ডিসেম্বর ও 2020 সালের 1 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 14004 নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস- ট্রেনটি নিউ দিল্লি থেকে প্রতি বৃহস্পতিবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 11105 কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রবিবার ছাড়ে । ট্রেনটি 22 ডিসেম্বর ও 2020 সালে 2 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।
  • 11106 ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেন ঝাঁসি থেকে শুক্রবার ছাড়ে । ট্রেনটি 20 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য বাতিল করা হয়েছে ।

আংশিকভাবে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:

  • 12177 হাওড়া-মথুরা চম্বল এক্সপ্রেস-ট্রেনটি হাওড়া থেকে প্রতি শুক্রবার ছাড়ে । ট্রেনটি 20 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারি ছাড়বে । এটি আগ্রা-ক্যান্টনমেন্ট থেকে মথুরা জংশন পর্যন্ত বাতিল করা হয়েছে ।
  • 12178 মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস- ট্রেনটি মথুরা থেকে প্রতি সোমবার ছাড়ে । ট্রেনটি 16 ডিসেম্বর ও 2020 সালের 27 জানুয়ারিতে ছাড়বে । এটি মথুরা জংশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত বাতিল করা হয়েছে ৷

যেসব ট্রেনের সংখ্যা কম করা হল, এক নজরে সেই তালিকা

  • 12023/12024 হাওড়া-পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 22405 ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস ৷ এটি ভাগলপুর থেকে বৃহস্পতিবার ছাড়ে ৷ ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 22406 আনন্দবিহার-ভাগলপুর এক্সপ্রেস ৷ এটি আনন্দবিহার থেকে প্রতি বুধবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 29 জানুয়ারির জন্য বাতিল করা হল ।
  • 13005 হাওড়া-অমৃতসর মেল- ট্রেনটি হাওড়া থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে । ট্রেনটি 17 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারি বাতিল করা হল ।
  • অমৃতসর-হাওড়া মেল অমৃতসর থেকে বৃহস্পতিবার শনিবার ও সোমবার ছাড়ে । ট্রেনটি 19 ডিসেম্বর ও 2020 সালের 1 জানুয়ারির জন্য বাতিল করা হল।
  • 12987 শিয়ালদা আজমেড় এক্সপ্রেস ৷ ট্রেনটি শিয়ালদা থেকে প্রতি বুধবার শুক্রবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য বাতিল করা হল।
  • 12988 আজমেড়-শিয়ালদা এক্সপ্রেস ৷ ট্রেনটি আজমেড় থেকে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে ৷ আগামী 17 ডিসেম্বর ও 2020 সালের 30 জানুয়ারি জন্য বাতিল করা হল ।
  • 13007 হাওড়া-শ্রী গঙ্গানগর উদ্যান আভা তুফান এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার ছাড়ে । 16 ডিসেম্বর ও 2020 সালের 31 জানুয়ারির জন্য ট্রেনটি বাতিল করা হল ।
  • 13008 শ্রী গঙ্গানগর হাওড়া উদ্যান আভা তুফান এক্সপ্রেস ৷ এটি শ্রী গঙ্গানগর থেকে বুধবার, শুক্রবার ও রবিবার ছাড়ে । ট্রেনটি 18 ডিসেম্বর ও 2020 সালের 2 ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে ৷
Intro:কুয়াশার জেরে ডিসেম্বর মাসের ট্রেনের তালিকায় রদবদল আনলো পূর্ব রেল । ঘন কুয়াশার আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। 4 টি ট্রেন সম্পূর্ণভাবে ও 2 টি ট্রেন অংশিক ভাবে বাতিল করা হল। এছাড়া আরও 9টি ট্রেনের সংখ্যা কম করল পূর্ব রেল। Body:16 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2020 পর্যন্ত বেশ অনেকগুলি মেল ও এক্সপ্রেস ট্রেন আংশিকভাবে ও কয়েকটি সম্পূর্ণ বাতিল করেছে রেল কতৃপক্ষ।

রাজধানী সহ উত্তর ভারতে কুয়াশা ও দূষণে জেরবার হচ্ছে সাধারণ মানুষ। পরিবর্তিত হয়েছে ট্রেন, বিমান ও বাসের সময়সূচী। এমনকি বাতিল হয়েছে একাধিক ট্রেন ও বিমান।

রেল কতৃপক্ষর তরফে জানানো হয়েছে যে ট্রেনগুলি গুরুত্বপূর্ণ হলেও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালানো বিপদজনক হয়ে পড়তে পারে মনে করেই আংশিকভাবে ও সম্পূর্ণভাবে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পূর্ণভাবে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা এক নজরে:

•         14003 মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস- ট্রেনটি মালদা টাউন থেকে মঙ্গলবার ও শনিবার ছাড়ে। ট্রেনটি 21 ডিসেম্বর ও 1 ফেব্রুয়ারি 2020 তে বাতিল করা হল।
•         14004 নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস- ট্রেনটি নিউ দিল্লি থেকে প্রতি বৃহস্পতিবার ও রবিবার ছারে। ট্রেনটি 19 ডিসেম্বর ও 30 জানুয়ারি 2020 তে বাতিল করা হল।
•         11105 কলকাতা ঝাসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রবিবার ছাড়ে। ট্রেনটি 22 ডিসেম্বর ও 2 ফেব্রুয়ারি 2020 তে বাতিল করা হল।
•         11106 ঝাসি কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস-ট্রেন ঝাঁসি থেকে শুক্রবার ছাড়ে। ট্রেনটি 20 ডিসেম্বর ও 31 জানুয়ারি 2020তে বাতিল করা হল।

আংশিকভাবে বাতিল হওয়া ট্রেন গুলি একনজরে তালিকা:
•         12177 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে প্রতি শুক্রবার ছাড়ে। ট্রেনটি 20 ডিসেম্বর ও 31 জানুয়ারি 2020তে ছাড়বে। এটি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে মথুরা জংশন পর্যন্ত বাতিল করা হল।
•         12178 মথুরা হাওড়া চম্বল এক্সপ্রেস- ট্রেনটি মথুরা থেকে প্রতি সোমবার ছাড়ে। ট্রেনটি 16 ডিসেম্বর ও 27 জানুয়ারি 2020তে ছাড়বে। এটি মথুরা জংশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত বাতিল করা হল। Conclusion:যেসব ট্রেনগুলির সংখ্যা কম করা হলো এক নজরে সেই তালিকা:
•         12023/12024 হাওড়া পাটনা হাওড়া জনশতাবদি এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়ে। ট্রেনটি 19 ডিসেম্বর ও 30 জানুয়ারি 2020 তে বাতিল করা হল।
•         22405 ভাগলপুর আনন্দবিহার এক্সপ্রেস- যেটি ভাগলপুর থেকে বৃহস্পতিবার ছাড়ে, ট্রেনটি 19 ডিসেম্বর ও 30 জানুয়ারি 2020তে বাতিল করা হল।
•         22406 আনন্দ বিহার ভাগলপুর এক্সপ্রেস- যেটি অনন্দবিহার থেকে প্রতি বুধবার ছাড়ে। ট্রেনটি 18 ডিসেম্বর ও 29 জানুয়ারি 2020তে বাতিল করা হল।
•         13005 হাওড়া অমৃতসর মেল- ট্রেনটি হাওড়া থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে। ট্রেনটি 17 ডিসেম্বর ও 30 জানুয়ারি 2020তে বাতিল করা হল।
•         13006 অমৃতসর হাওড়া মেল অমৃতসরের অমৃতসর থেকে বৃহস্পতিবার শনিবার ও সোমবার ছাড়ে। ট্রেনটি 19 ডিসেম্বর ও 1 জানুয়ারি 2020তে বাতিল করা হল।
•         12987 শিয়ালদা আজমির এক্সপ্রেস- ট্রেনটি শিয়ালদা থেকে প্রতি বুধবার শুক্রবার ও রবিবার ছারে। ট্রেনটি 18 ডিসেম্বর ও 31 জানুয়ারি 2020 তে বাতিল করা হল।
•         12988 আজমির শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি আজমির থেকে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ছাড়ে ট্রেনটি 17 ডিসেম্বর ও 30 জানুয়ারি 2019 করা হল।
•         13007 হাওড়া শ্রী গঙ্গানগর উদ্যান আভা টুফান এক্সপ্রেস- ট্রেনটি হাওড়া থেকে সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার ছারে। ট্রেনটি 16 ডিসেম্বর ও 31 জানুয়ারী 2020তে বাতিল করা হল।
•         13008 শ্রী গঙ্গানগর হাওড়া উদ্যান আভা টুফান এক্সপ্রেস- যেটি শ্রী গঙ্গানগর থেকে বুধবার, শুক্রবার ও রবিবার ছারে। ট্রেনটি 18 ডিসেম্বর ও 2 ফেব্রুয়ারি 2020তে বাতিল করা হল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.