কলকাতা, 4 অগাস্ট : কোরোনার ভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে তাতে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা বড় প্রশ্নের মুখে । অন্যান্য সব খেলার মত টেবিল টেনিসে বল গড়াচ্ছে না । এই অবস্থায় রাজ্যের কয়েক হাজার খেলোয়াড়ের ভবিষ্যৎ কোন পথে তা কেউ বর্তমান অবস্থায় দাঁড়িয়ে বলতেই পারছে না। কারন স্বাভাবিক সময়ে টেবিল টেনিসের মরশুম শুরু হয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে । অগাস্ট মাসের মধ্যে বেশিরভাগ টুর্নামেন্ট শেষ হয়ে যায় । খেলোয়াড়রা রাজ্যস্তরের টুর্নামেন্টের পাশাপাশি জোনাল টুর্নামেন্ট খেলতে ব্যস্ত থাকেন ।
এবছর অবস্থা এতটাই সংকটজনক যে কবে থেকে বল গড়াবে তার কোনও হদিশ বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত নিশ্চিত করে বলতে পারছেন না।"আমরা টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার নির্দেশের দিকে তাকিয়ে রয়েছি । তাঁরা যেভাবে এগোতে বলবে আমরা তা মেনে চলব । এই অবস্থাটা এতটাই সংকটময় যে কোনও ঝুঁকি নেওয়া চলে না । জীবন সবার আগে,তারপর সবকিছু,"বলছেন রাজ্য টেবিল টেনিসের সচিব । তাহলে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এ বছর কি হবে না? "বর্তমান অবস্থায় দাঁড়িয়ে সেটাও বলতে পারা কঠিন । TTFI এখনও ন্যাশানাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনও তারিখ বা সময় বলতে পারেনি । তাঁরা যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে না পারে তাহলে আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ করা হবে না । তাই পেরেন্ট বডির দিকে তাকিয়ে আছি,"জানাচ্ছেন শর্মি সেনগুপ্ত ।
কঠিন সময়ে প্রশাসন চালাতে হচ্ছে। খেলোয়াড়, কোচ-সহ সবার খবর নিয়ম করে রাখছেন । কোরোনার থাবা টেবিল টেনিসে বসেছে । খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার পরে এবার শোনা যাচ্ছে এক বিখ্যাত কোচকে ঘিরে কোরোনার সন্দেহ । রাজ্যে পুরো অগাস্ট মাসজুড়ে লকডাউন । বল গড়ানোর অনুমতি মেলেনি । পরবর্তী সময়ে অবস্থার উন্নতি হলে এবং সরকারের সবুজ সংকেত মিললে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিকল্প ভাবনা ভেবে রাখা হচ্ছে । "TTFI যদি জাতীয় চ্যাম্পিয়নশিপ করে তাহলে আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ করতে হবে । সেই সময় হয়তো কলেবরে ছোট করে করতে হতে পারে । সবাইকে হয়তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া যাবে না । ক্রমপর্যায়ের প্রথম 32 বা 40 জনকে নিয়ে করতে হবে । তবে পুরোটাই এখন বিকল্প ভাবনার স্তরে । কারণ ক্রমপর্যায়ের ভিত্তিতে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে হলে কোচ, টুর্নামেন্ট কমিটি , নির্বাচক এবং অন্যান্য পদাধিকারীদের মত নেওয়া জরুরি । তবে সবাই খেলায় অংশ নেবে, আমি চাইব," ইঙ্গিত রাজ্য টেবিল টেনিস নিয়ামক সংস্থার সচিবের ।
কোরোনার কারণে রাজ্য সংস্থার বার্ষিক সভা করা যায়নি । তার কাগজপত্র তৈরি করে রাখছেন তিনি । যাতে প্রয়োজনে দ্রুত বার্ষিক সভা আয়োজনে অসুবিধা না হয় । তবে সবার আগে রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিবের আর্জি,"সবাই সুস্থ থাকুন,সাবধানে থাকুন । সম্মেলিতভাবে কোরোনার বিরুদ্ধে যুদ্ধ জয় জরুরি ।"