ETV Bharat / city

দোলে কলকাতায় গ্রেপ্তার 773 - হোলিতে টেক্কা দিল উত্তর কলকাতা

সব মিলিয়ে দোলে গোটা কলকাতায় মোট 656 জন এবং 340 লিটার মদ উদ্ধার করেছে পুলিশ । আর আজ হোলির দিন বিকেল 5টা পর্যন্ত শহরে মোট 117 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে 22 লিটার মদ ।

dol
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 10, 2020, 11:26 PM IST

কলকাতা, 10 মার্চ : আগেই সতর্কবার্তা দিয়েছিল কলকাতা পুলিশ । বলে দেওয়া হয়েছিল দোল এবং হোলিতে অশালীন আচরণ বরদাস্ত করা হবে না । দোলের নামে কেউ অশালীন আচরণ করলে তাকে গ্রেপ্তার করা হবে । গতকাল থেকে আজ বিকেল 5টা পর্যন্ত এই কারণে গ্রেপ্তার করা হলো মোট 773 জনকে ।

দোল এবং হোলি উপলক্ষে দু'দিনই 4000 অতিরিক্ত পুলিশ কর্মী নেমেছিল কলকাতা শহরে । দোলের দিন গোটা শহরে ছিল 700 পুলিশ পিকেটিং । আজ পিকেটিংয়ের সংখ্যা ছিল 500 । শহরের অলিগলিতে আরও বেশি করে নজর রাখতে অতিরিক্ত 48টি মোটরসাইকেল পেট্রলিং-এর ব্যবস্থা করেছিল লালবাজার । 15 টি অতিরিক্ত HRFS টিম কাজ করেছে এই দু'দিন । RCP টিম ছিল 40 টি । সক্রিয় ছিল 27 টি PCR ভ্যান ৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অনিচ্ছুক ব্যক্তিকে কোনওভাবেই রং দেওয়া যাবে না । কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল এটি আইনত দণ্ডনীয় অপরাধ । তেমন ঘটনার ক্ষেত্রে মামলা দায়ের করবে পুলিশ । কোনও প্রকার আপত্তিকর রং এবং ক্ষতিকর দ্রব্য লাগাতে নিষেধ করে দিয়েছিল লালবাজার । বড় রাস্তায় রং খেলা অথবা বাড়ির ছাদ, বারান্দা থেকে পথচারীদের উপর রং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়ে দেওয়া হয়েছিল । প্রকাশ্যে মাদক দ্রব্য সেবন করলে পুলিশ দেখামাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করবে বলে জানিয়ে দিয়েছিল লালবাজার । এ প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার সতর্ক বার্তায় বলেছিলেন, " জোর করে রং দিলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ । পরীক্ষার জন্য কোনওভাবেই মাইক বাজানো চলবে না । নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন । মত্ত অবস্থায় রাস্তায় অশালীন আচরণ করলে কিংবা প্রকাশ্যে মদ্যপান করলে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ । "

গতকাল সকাল থেকেই গোটা শহরে সক্রিয় ছিল পুলিশ । দিনের শেষে দেখা যায় অশালীন আচরণ এবং অন্য কারণে সব থেকে বেশি গ্রেপ্তার করা হয়েছে সাউথ সাব-আর্বান ডিভিশনে । মোট 129 জনকে গ্রেপ্তার করা হয় ওই এলাকা থেকে । উদ্ধার করা হয় 99 লিটার মদ । খুব বেশি পিছিয়ে ছিল না ESDও । ট্র্যাডিশন বজায় রেখেই বেলেঘাটা, ফুলবাগান, উলটোডাঙা এলাকায় চলেছে ছোটোখাটো ঝামেলা এবং অশালীন আচরণ । ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 108 জনকে । উদ্ধার করা হয়েছে 131 লিটার মদ । উত্তর কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে 99 জনকে । উদ্ধার করা হয়েছে 5 লিটার মদ । সবথেকে কম গ্রেপ্তারের সংখ্যা ইস্ট ডিভিশনে । সেখানে মাত্র 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে উদ্ধার করা হয়েছে 38 লিটারেরও বেশি মদ । সব মিলিয়ে দোলে গোটা কলকাতায় মোট 656 জন এবং 340 লিটার মদ উদ্ধার করেছে পুলিশ । তবে হোলিতে অন্যসব ডিভিশনকে টেক্কা দিল নর্থ ডিভিশন । আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই ডিভিশনে গ্রেপ্তার করা হয়েছে 52 জনকে । উদ্ধার করা হয়েছে 16 লিটার মদ । এরপরেই রয়েছে সেন্ট্রাল ডিভিশন । সেখানে গ্রেপ্তারির সংখ্যা 21 জন । সাউথ ওয়েস্ট ডিভিশন থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি । আজ বিকেল 5টা পর্যন্ত শহরে মোট 117 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে 22 লিটার মদ ।

কলকাতা, 10 মার্চ : আগেই সতর্কবার্তা দিয়েছিল কলকাতা পুলিশ । বলে দেওয়া হয়েছিল দোল এবং হোলিতে অশালীন আচরণ বরদাস্ত করা হবে না । দোলের নামে কেউ অশালীন আচরণ করলে তাকে গ্রেপ্তার করা হবে । গতকাল থেকে আজ বিকেল 5টা পর্যন্ত এই কারণে গ্রেপ্তার করা হলো মোট 773 জনকে ।

দোল এবং হোলি উপলক্ষে দু'দিনই 4000 অতিরিক্ত পুলিশ কর্মী নেমেছিল কলকাতা শহরে । দোলের দিন গোটা শহরে ছিল 700 পুলিশ পিকেটিং । আজ পিকেটিংয়ের সংখ্যা ছিল 500 । শহরের অলিগলিতে আরও বেশি করে নজর রাখতে অতিরিক্ত 48টি মোটরসাইকেল পেট্রলিং-এর ব্যবস্থা করেছিল লালবাজার । 15 টি অতিরিক্ত HRFS টিম কাজ করেছে এই দু'দিন । RCP টিম ছিল 40 টি । সক্রিয় ছিল 27 টি PCR ভ্যান ৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অনিচ্ছুক ব্যক্তিকে কোনওভাবেই রং দেওয়া যাবে না । কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল এটি আইনত দণ্ডনীয় অপরাধ । তেমন ঘটনার ক্ষেত্রে মামলা দায়ের করবে পুলিশ । কোনও প্রকার আপত্তিকর রং এবং ক্ষতিকর দ্রব্য লাগাতে নিষেধ করে দিয়েছিল লালবাজার । বড় রাস্তায় রং খেলা অথবা বাড়ির ছাদ, বারান্দা থেকে পথচারীদের উপর রং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়ে দেওয়া হয়েছিল । প্রকাশ্যে মাদক দ্রব্য সেবন করলে পুলিশ দেখামাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করবে বলে জানিয়ে দিয়েছিল লালবাজার । এ প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার সতর্ক বার্তায় বলেছিলেন, " জোর করে রং দিলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ । পরীক্ষার জন্য কোনওভাবেই মাইক বাজানো চলবে না । নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন । মত্ত অবস্থায় রাস্তায় অশালীন আচরণ করলে কিংবা প্রকাশ্যে মদ্যপান করলে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ । "

গতকাল সকাল থেকেই গোটা শহরে সক্রিয় ছিল পুলিশ । দিনের শেষে দেখা যায় অশালীন আচরণ এবং অন্য কারণে সব থেকে বেশি গ্রেপ্তার করা হয়েছে সাউথ সাব-আর্বান ডিভিশনে । মোট 129 জনকে গ্রেপ্তার করা হয় ওই এলাকা থেকে । উদ্ধার করা হয় 99 লিটার মদ । খুব বেশি পিছিয়ে ছিল না ESDও । ট্র্যাডিশন বজায় রেখেই বেলেঘাটা, ফুলবাগান, উলটোডাঙা এলাকায় চলেছে ছোটোখাটো ঝামেলা এবং অশালীন আচরণ । ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 108 জনকে । উদ্ধার করা হয়েছে 131 লিটার মদ । উত্তর কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে 99 জনকে । উদ্ধার করা হয়েছে 5 লিটার মদ । সবথেকে কম গ্রেপ্তারের সংখ্যা ইস্ট ডিভিশনে । সেখানে মাত্র 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে উদ্ধার করা হয়েছে 38 লিটারেরও বেশি মদ । সব মিলিয়ে দোলে গোটা কলকাতায় মোট 656 জন এবং 340 লিটার মদ উদ্ধার করেছে পুলিশ । তবে হোলিতে অন্যসব ডিভিশনকে টেক্কা দিল নর্থ ডিভিশন । আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই ডিভিশনে গ্রেপ্তার করা হয়েছে 52 জনকে । উদ্ধার করা হয়েছে 16 লিটার মদ । এরপরেই রয়েছে সেন্ট্রাল ডিভিশন । সেখানে গ্রেপ্তারির সংখ্যা 21 জন । সাউথ ওয়েস্ট ডিভিশন থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি । আজ বিকেল 5টা পর্যন্ত শহরে মোট 117 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে 22 লিটার মদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.