ETV Bharat / city

Duare Sarkar-Paray Samadhan : 5 মে থেকে রাজ্যে ফের পাড়ায় সমাধান, দুয়ারে সরকার শিবির 21-31 মে - Duare Sarkar and Paray Samadhan on May

আগামী 21 মে থেকে রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি । কর্মসূচি চলবে 31 মে পর্যন্ত । পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চলবে 5 মে থেকে 20 মে পর্যন্ত (Duare Sarkar and Paray Samadhan on May)।

Duare Sarkar from 21st May and Paray Samadhan from 5thMay
5 মে থেকে ফের পাড়ায় সমাধান, দুয়ারে সরকার ক্যাম্প 21-31মে
author img

By

Published : Apr 27, 2022, 9:12 PM IST

কলকাতা, 27 এপ্রিল : আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বছরে দু’বার করে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হবে বাংলায় । সেই মতো বুধবার রাজ্যের পর্যালোচনা বৈঠক থেকে আরও একবার দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Duare Sarkar from 21st May and Paray Samadhan from 5thMay) ।

আগে ঠিক ছিল আগামী 5 মে থেকেই রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি । তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তাপপ্রবাহের জন্য 5 মে'র বদলে 21 মে থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে বাংলায় এবং এই কর্মসূচি চলবে 31 মে পর্যন্ত । একইভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাড়ায় পাড়ায় কর্মসূচি চলবে 5 মে থেকে 20 মে পর্যন্ত । একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রবিবার দিন সাপ্তাহিক ছুটি পেলেও আলাদা করে কোনও ছুটি এই কর্মসূচি চলাকালীন সরকারি আধিকারিকরা নিতে পারবেন না ।

প্রসঙ্গত, গতবছর 5 মে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন । এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য প্রথমে ওই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হল । রাজ্যবাসীর সার্বিক কল্যাণের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন দুয়ারে সরকার প্রকল্প । রাজ্যে মোট 1.37 লক্ষ দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে । এই কর্মসূচিতে ক্যাম্পে এসে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, জাতি এবং উপজাতি শংসাপত্র, বার্থ সার্টিফিকেট-সহ একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায় ।

একইভাবে পাড়ায়-পাড়ায় সমাধানের ক্যাম্পে স্থানীয় সমস্যা যেমন রাস্তা, জল, ট্যাক্স ইত্যাদি সুবিধা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় । এদিন পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 5 মে থেকে 20 মে পর্যন্ত ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চলবে । একদিন বাদ দিয়ে 21 মে থেকে 31 মে পর্যন্ত ‘দুয়ারে সরকার’ চলবে । ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের আবেদনপত্র 1 জুন থেকে খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন : Mamata on Communal Harmony : সাম্প্রদায়িক ভাষণ দিলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিন, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 27 এপ্রিল : আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বছরে দু’বার করে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হবে বাংলায় । সেই মতো বুধবার রাজ্যের পর্যালোচনা বৈঠক থেকে আরও একবার দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Duare Sarkar from 21st May and Paray Samadhan from 5thMay) ।

আগে ঠিক ছিল আগামী 5 মে থেকেই রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি । তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তাপপ্রবাহের জন্য 5 মে'র বদলে 21 মে থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে বাংলায় এবং এই কর্মসূচি চলবে 31 মে পর্যন্ত । একইভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাড়ায় পাড়ায় কর্মসূচি চলবে 5 মে থেকে 20 মে পর্যন্ত । একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রবিবার দিন সাপ্তাহিক ছুটি পেলেও আলাদা করে কোনও ছুটি এই কর্মসূচি চলাকালীন সরকারি আধিকারিকরা নিতে পারবেন না ।

প্রসঙ্গত, গতবছর 5 মে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন । এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য প্রথমে ওই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হল । রাজ্যবাসীর সার্বিক কল্যাণের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন দুয়ারে সরকার প্রকল্প । রাজ্যে মোট 1.37 লক্ষ দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে । এই কর্মসূচিতে ক্যাম্পে এসে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, জাতি এবং উপজাতি শংসাপত্র, বার্থ সার্টিফিকেট-সহ একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায় ।

একইভাবে পাড়ায়-পাড়ায় সমাধানের ক্যাম্পে স্থানীয় সমস্যা যেমন রাস্তা, জল, ট্যাক্স ইত্যাদি সুবিধা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় । এদিন পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 5 মে থেকে 20 মে পর্যন্ত ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চলবে । একদিন বাদ দিয়ে 21 মে থেকে 31 মে পর্যন্ত ‘দুয়ারে সরকার’ চলবে । ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের আবেদনপত্র 1 জুন থেকে খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন : Mamata on Communal Harmony : সাম্প্রদায়িক ভাষণ দিলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিন, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.