কলকাতা, 8 জানুয়ারি : রাজ্যজুড়ে আজ কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে । প্রতিটি জেলার তিনটি করে সেন্টারে 2 জানুয়ারির মতোই চলছে এই মহড়া । কোরোনা ভ্যাকসিনেশনের মহড়া চলছে কলকাতার প্রতিটি সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারেও। এদিকে, আজ এ রাজ্যে ভ্যাকসিন এসে পৌঁছানোর কথা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্য স্বাস্থ্য দপ্তর জানে না, কবে থেকে দেওয়া হবে কোরোনার ভ্যাকসিন।
আগামী 13 জানুয়ারি থেকে দেশে জরুরি ভিত্তিতে কোরোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে যাতে কোনও ফাঁক থেকে না যায়, সেই উদ্দেশ্যে 2 জানুয়ারি দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোরোনার ভ্যাকসিনের মহড়া অর্থাৎ, ড্রাই রান দেওয়া হয়। একই ভাবে এই মহড়া আজ আবার দেওয়া হচ্ছে। আজ, রাজ্যের প্রতিটি জেলার তিনটি করে সেন্টারে চলছে এই মহড়া। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রথমে জানানো হয়েছিল, কলকাতার 3টি সেন্টারের মধ্যে রয়েছে এসএসকেএম হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অবস্থিত একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার (ইউপিএইচসি)। পরে জানানো হয়েছে, আজ কলকাতার প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ওই আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ভ্যাকসিনের মহড়া চলবে। ভ্যাকসিন দেওয়ার জন্য যাতে প্রস্তুতিতে কোনও খামতি থেকে না যায়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এসএসকেএম হাসপাতাল এবং এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ চলছে ভ্যাকসিনের মহড়া। আজকের মহড়াতেও প্রতিটি সেন্টারে 2 জানুয়ারির মতো 25 জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হচ্ছে ডামি ভ্যাকসিন ।
এদিকে, আজ শুক্রবার এ রাজ্যে ভ্যাকসিন এসে পৌঁছানোর কথা। তবে কত পরিমাণে ভ্যাকসিন আসবে, কোন ভ্যাকসিন আসবে, শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে তার কোনও তথ্য নেই বলে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এদিন ভ্যাকসিন আসার পরে তা রাখা হবে উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্টোরে। কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, এই দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, মনে করা হচ্ছে আজই রাজ্যে কোভিশিল্ড এসে পৌঁছাবে। যদিও কবে থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে, সেই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে কোনও তথ্য নেই বলে জানা গিয়েছে। এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, "আমাদের এখনও জানানো হয়নি কবে থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হবে।"