ETV Bharat / city

Droupadi Murmu vs Yashwant Sinha: অঙ্কের হিসেবে রাইসিনার লড়াইয়ের প্রথম ল্যাপেই কি পিছিয়ে যশোবন্ত ! - যশোবন্ত সিনহা

অঙ্কের হিসাবে রাইসিনার লড়াইয়ের (President Election 2022) প্রথম ল্যাপেই কি পিছিয়ে রয়েছেন যশোবন্ত সিনহা (Droupadi Murmu vs Yashwant Sinha)৷ ভোটমূল্যের হিসেবে এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু (Indian President)৷

Droupadi Murmu vs Yashwant Sinha: Who will be next Indian President
অঙ্কের হিসাবে রাইসিনার লড়াইয়ের প্রথম ল্যাপেই কি পিছিয়ে যশোবন্ত!
author img

By

Published : Jun 23, 2022, 11:49 AM IST

কলকাতা, 23 জুন: অঙ্কের সূক্ষ্ম কারিগরি, একইসঙ্গে রাজনীতিতে দাবার চাল । রাইসিনার লড়াইয়ে মাস্টারস্ট্রোক বিজেপির । প্রার্থী ঘোষণার দিনেই ভোট অঙ্কে অনেকটা স্বস্তিতে বিজেপি (Droupadi Murmu vs Yashwant Sinha)। অন্যদিকে, বহুকষ্টে বিরোধীদের সঙ্ঘবদ্ধ মুখ হিসাবে বাজপেয়ী আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করলেও রাইসিনার লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন তিনি । হঠাৎ করে কেন এমন কথা বলা হচ্ছে ? ব্যাখ্যার পেছনে রয়েছে অঙ্কের জটিল হিসেব । কী সেই অঙ্ক (Indian President)!

যে অঙ্কের কারণে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে এগিয়ে রাখা হচ্ছে সেই হিসাবটা একবার দেখা যাক (President Election 2022)। রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ভোটমূল্য 10,97,903 । এর মধ্যে সব রাজ্যের বিধায়কদের মিলিত ভোটের মান 5,49,495 ৷ একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভা মিলে সমস্ত সাংসদদের মিলিত ভোটের মান 5,49,408 । তবে জম্বু-কাশ্মীরে এই মুহূর্তে কোনও বিধানসভা নেই আর সে কারণেই সেই রাজ্যের রাজ্যসভার নির্বাচন হয়নি । সুতরাং মোট ভোটমূল্যের থেকে জম্মু এবং কাশ্মীরকে বাদ দিলে মোট ভোটমূল্য দাঁড়াবে 10,89,807। কারণ ওই রাজ্যের 67 জন বিধায়ক এবং 4 জন রাজ্যসভা সদস্যের ভোটমূল্য (6,268 + 2832 = 9,096)৷ মোট ভোট থেকে বাদ যাবে (10,98,903 - 9,096 = 10,89,807)। ফলে যিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হোন তাঁকে (10,89,807 ÷ 2) 5,44,904-এর থেকে বেশি ভোট পেতে হবে ।

এ বার দেখা যাক বিজেপির হাতে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কত ভোট রয়েছে । তথ্য বলছে, এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে তাদের বিভিন্ন রাজ্যের মোট 1,379 জন বিধায়ক এবং রাজ্যসভা ও লোকসভা মিলে তাদের হাতে রয়েছে 389 জন বিজেপি সাংসদের ভোট । এ ক্ষেত্রে বিধানসভার 1,379 জন বিধায়কের ভোটমূল্য 1,84,573। লোকসভার 289 জন সদস্যের ভোটমূল্য 2,04,612। রাজ্যসভার 100 জন সদস্যের ভোটমূল্য 70,800। সব মিলিয়ে বিজেপির নিজস্ব ভোট 4,59,985। এ দিকে বিজেপি শরিক দলের হাতে সাংসদ রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা মিলে 28 জন এবং বিধায়ক রয়েছেন 307 জন । এ ক্ষেত্রে সমস্ত বিধানসভা ধরলে 307 জন শরিক দলের বিধায়কের ভোটমূল্য 26,055। লোকসভার 16 জন সদস্যের ভোটমূল্য 11,328। রাজ্যসভার 12 জন সদস্যের ভোটমূল্য 8,496। অতএব এই মুহূর্তে শরিক দলের যে ভোট বিজেপির সঙ্গে রয়েছে তা হল 45,879। অতএব এই মুহূর্তে বিজেপি ও শরিকদের মোট ভোট মিলে বিজেপির হাতে রয়েছে (4,59,985 + 45,879) 5,05,864 ভোট ।

আরও পড়ুন: Maharashtra Political Crisis : শিন্ডে নন, মহা-সঙ্কটে লাভবান গেরুয়া শিবিরই

এ বার দ্রৌপদী মুর্মু প্রার্থী হলে যাদের ভোট বিজেপির পক্ষে যেতে পারে তারা হল ওড়িশার শাসক বিজু জনতা দল । একই ভাবে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড সমর্থন করতে পারে দ্রৌপদী মুর্মুকে । সে ক্ষেত্রে বলাই যায়, বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা । কেন এমন কথা বলা হচ্ছে ? কারণ ইতিমধ্যে বিজু জনতা দল দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে । এ ক্ষেত্রে তাদের 114 জন বিধায়ক এবং লোকসভা ও রাজ্যসভা মিলে 21 জন সাংসদ রয়েছেন । বিধানসভার 114 জন বিধায়কের ভোটমূল্য 16,986। লোকসভার 12 জন সদস্যের ভোটমূল্য 8,496। রাজ্যসভার 9 সদস্যের ভোটমূল্য
6,372। এ ক্ষেত্রে বিজেপির পক্ষে যেতে পারে 31,854 ভোট । এর সঙ্গে নীতীশ কুমারের দলের সমর্থন পেলে বিজেপির পক্ষে ভোট খুব সহজেই 5,60,371-তে পৌঁছে যেতে পারে । কারণ বিহারে নীতীশ কুমারের দলের হাতে রয়েছে 45 জন বিধায়ক এবং লোকসভা রাজ্যসভা মিলে 21 জন সাংসদের ভোট । সেক্ষেত্রে বিহার বিধানসভার 45 জন জেডিইউ বিধায়কের ভোটমূল্য 7,785। লোকসভার 16 জন সদস্যের ভোটমূল্য 11,328। রাজ্যসভার 5 জন সদস্যের ভোটমূল্য 3,540। জেডিইউর মোট ভোট 22,653। সেক্ষেত্রে এই দুই দলের সমর্থন পেলে বিজেপির পক্ষে থাকবে (4,59,985 + 45,879 + 31,854 + 22,653) 5,60,371 ভোট। এ ক্ষেত্রে বিজেপির পক্ষে এখনই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনীয় ভোটের তুলনায় অতিরিক্ত 15 হাজার 467 ভোট। আর এর উপর ভিত্তি করেই বিজেপি বলছে দ্রৌপদী মুর্মু জেতা শুধু সময়ের অপেক্ষা ।

এখানেই ভয়ঙ্কর শেষ ভাবলে ভুল হবে । গতকাল সারাদিন সংবাদ শিরোনামে থাকা মহারাষ্ট্রের বিধায়কদের শিবসেনা প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের পিছনেও বিজেপির রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অঙ্কে রয়েছে । এক্ষেত্রে শিবসেনার 45 বিধায়কের ভোটমূল্য 7,875। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডির সমর্থনও দ্রৌপদী মুর্মুর পক্ষে যেতে পারে । এক্ষেত্রে সঙ্গে যুক্ত হতে পারে এই দলের হাতে থাকা 45,798 হাজার ভোট । অতএব এই অবস্থায় এ কথা বলা নিশ্চয়ই অত্যুক্তি হবে না, রাইসিনার দৌড়ে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা । এক্ষেত্রে তাঁকে রাষ্টপতির আসনে বসতে গেলে বড় অঘটনের প্রয়োজন ।

কলকাতা, 23 জুন: অঙ্কের সূক্ষ্ম কারিগরি, একইসঙ্গে রাজনীতিতে দাবার চাল । রাইসিনার লড়াইয়ে মাস্টারস্ট্রোক বিজেপির । প্রার্থী ঘোষণার দিনেই ভোট অঙ্কে অনেকটা স্বস্তিতে বিজেপি (Droupadi Murmu vs Yashwant Sinha)। অন্যদিকে, বহুকষ্টে বিরোধীদের সঙ্ঘবদ্ধ মুখ হিসাবে বাজপেয়ী আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করলেও রাইসিনার লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন তিনি । হঠাৎ করে কেন এমন কথা বলা হচ্ছে ? ব্যাখ্যার পেছনে রয়েছে অঙ্কের জটিল হিসেব । কী সেই অঙ্ক (Indian President)!

যে অঙ্কের কারণে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে এগিয়ে রাখা হচ্ছে সেই হিসাবটা একবার দেখা যাক (President Election 2022)। রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ভোটমূল্য 10,97,903 । এর মধ্যে সব রাজ্যের বিধায়কদের মিলিত ভোটের মান 5,49,495 ৷ একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভা মিলে সমস্ত সাংসদদের মিলিত ভোটের মান 5,49,408 । তবে জম্বু-কাশ্মীরে এই মুহূর্তে কোনও বিধানসভা নেই আর সে কারণেই সেই রাজ্যের রাজ্যসভার নির্বাচন হয়নি । সুতরাং মোট ভোটমূল্যের থেকে জম্মু এবং কাশ্মীরকে বাদ দিলে মোট ভোটমূল্য দাঁড়াবে 10,89,807। কারণ ওই রাজ্যের 67 জন বিধায়ক এবং 4 জন রাজ্যসভা সদস্যের ভোটমূল্য (6,268 + 2832 = 9,096)৷ মোট ভোট থেকে বাদ যাবে (10,98,903 - 9,096 = 10,89,807)। ফলে যিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হোন তাঁকে (10,89,807 ÷ 2) 5,44,904-এর থেকে বেশি ভোট পেতে হবে ।

এ বার দেখা যাক বিজেপির হাতে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কত ভোট রয়েছে । তথ্য বলছে, এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে তাদের বিভিন্ন রাজ্যের মোট 1,379 জন বিধায়ক এবং রাজ্যসভা ও লোকসভা মিলে তাদের হাতে রয়েছে 389 জন বিজেপি সাংসদের ভোট । এ ক্ষেত্রে বিধানসভার 1,379 জন বিধায়কের ভোটমূল্য 1,84,573। লোকসভার 289 জন সদস্যের ভোটমূল্য 2,04,612। রাজ্যসভার 100 জন সদস্যের ভোটমূল্য 70,800। সব মিলিয়ে বিজেপির নিজস্ব ভোট 4,59,985। এ দিকে বিজেপি শরিক দলের হাতে সাংসদ রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা মিলে 28 জন এবং বিধায়ক রয়েছেন 307 জন । এ ক্ষেত্রে সমস্ত বিধানসভা ধরলে 307 জন শরিক দলের বিধায়কের ভোটমূল্য 26,055। লোকসভার 16 জন সদস্যের ভোটমূল্য 11,328। রাজ্যসভার 12 জন সদস্যের ভোটমূল্য 8,496। অতএব এই মুহূর্তে শরিক দলের যে ভোট বিজেপির সঙ্গে রয়েছে তা হল 45,879। অতএব এই মুহূর্তে বিজেপি ও শরিকদের মোট ভোট মিলে বিজেপির হাতে রয়েছে (4,59,985 + 45,879) 5,05,864 ভোট ।

আরও পড়ুন: Maharashtra Political Crisis : শিন্ডে নন, মহা-সঙ্কটে লাভবান গেরুয়া শিবিরই

এ বার দ্রৌপদী মুর্মু প্রার্থী হলে যাদের ভোট বিজেপির পক্ষে যেতে পারে তারা হল ওড়িশার শাসক বিজু জনতা দল । একই ভাবে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড সমর্থন করতে পারে দ্রৌপদী মুর্মুকে । সে ক্ষেত্রে বলাই যায়, বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা । কেন এমন কথা বলা হচ্ছে ? কারণ ইতিমধ্যে বিজু জনতা দল দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে । এ ক্ষেত্রে তাদের 114 জন বিধায়ক এবং লোকসভা ও রাজ্যসভা মিলে 21 জন সাংসদ রয়েছেন । বিধানসভার 114 জন বিধায়কের ভোটমূল্য 16,986। লোকসভার 12 জন সদস্যের ভোটমূল্য 8,496। রাজ্যসভার 9 সদস্যের ভোটমূল্য
6,372। এ ক্ষেত্রে বিজেপির পক্ষে যেতে পারে 31,854 ভোট । এর সঙ্গে নীতীশ কুমারের দলের সমর্থন পেলে বিজেপির পক্ষে ভোট খুব সহজেই 5,60,371-তে পৌঁছে যেতে পারে । কারণ বিহারে নীতীশ কুমারের দলের হাতে রয়েছে 45 জন বিধায়ক এবং লোকসভা রাজ্যসভা মিলে 21 জন সাংসদের ভোট । সেক্ষেত্রে বিহার বিধানসভার 45 জন জেডিইউ বিধায়কের ভোটমূল্য 7,785। লোকসভার 16 জন সদস্যের ভোটমূল্য 11,328। রাজ্যসভার 5 জন সদস্যের ভোটমূল্য 3,540। জেডিইউর মোট ভোট 22,653। সেক্ষেত্রে এই দুই দলের সমর্থন পেলে বিজেপির পক্ষে থাকবে (4,59,985 + 45,879 + 31,854 + 22,653) 5,60,371 ভোট। এ ক্ষেত্রে বিজেপির পক্ষে এখনই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনীয় ভোটের তুলনায় অতিরিক্ত 15 হাজার 467 ভোট। আর এর উপর ভিত্তি করেই বিজেপি বলছে দ্রৌপদী মুর্মু জেতা শুধু সময়ের অপেক্ষা ।

এখানেই ভয়ঙ্কর শেষ ভাবলে ভুল হবে । গতকাল সারাদিন সংবাদ শিরোনামে থাকা মহারাষ্ট্রের বিধায়কদের শিবসেনা প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের পিছনেও বিজেপির রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অঙ্কে রয়েছে । এক্ষেত্রে শিবসেনার 45 বিধায়কের ভোটমূল্য 7,875। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডির সমর্থনও দ্রৌপদী মুর্মুর পক্ষে যেতে পারে । এক্ষেত্রে সঙ্গে যুক্ত হতে পারে এই দলের হাতে থাকা 45,798 হাজার ভোট । অতএব এই অবস্থায় এ কথা বলা নিশ্চয়ই অত্যুক্তি হবে না, রাইসিনার দৌড়ে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা । এক্ষেত্রে তাঁকে রাষ্টপতির আসনে বসতে গেলে বড় অঘটনের প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.