কলকাতা, 12 জুলাই: কলকাতায় স্বামীজির বাড়িতে গেলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Kolkata)৷ সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী (Swami Vivekananda residence)৷
আজ সকাল 8.30 নাগাদ স্বামী বিবকানন্দের বাড়িতে যান এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ৷ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ৷ অংশ নেন ধর্মীয় আচারে ৷ স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা দেবী কালীর মূর্তিতেও শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু । সন্ন্যাসী ও মহরাজদের সঙ্গে অংশ নেন বিশেষ প্রার্থনায় ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই ও একটি শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা ।
মিনিট কুড়ি সেখানে কাটান তিনি ৷ সেখানে আবার আসবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সিমলা স্ট্রিট থেকে বাইপাসের ধারে একটি হোটেলে চলে যান দ্রৌপদী মুর্মু ৷ এ রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে সেখানে বৈঠক করবেন তিনি (Droupadi Murmu pays tribute to Swami Vivekananda)।
-
BJP-led NDA's Presidential candidate Droupadi Murmu pays tribute to Swami Vivekananda at his ancestral residence in Kolkata, West Bengal, in the presence of Union Ministers and others pic.twitter.com/cJ6esWB4aY
— ANI (@ANI) July 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP-led NDA's Presidential candidate Droupadi Murmu pays tribute to Swami Vivekananda at his ancestral residence in Kolkata, West Bengal, in the presence of Union Ministers and others pic.twitter.com/cJ6esWB4aY
— ANI (@ANI) July 12, 2022BJP-led NDA's Presidential candidate Droupadi Murmu pays tribute to Swami Vivekananda at his ancestral residence in Kolkata, West Bengal, in the presence of Union Ministers and others pic.twitter.com/cJ6esWB4aY
— ANI (@ANI) July 12, 2022
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আজ রাজ্যে আসছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের সদস্য । তাঁরা ধামসা মাদল বাজিয়ে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান ৷ আদিবাসী নৃত্যের পাশাপাশি ঢাক-ঢোল সহকারে প্রায় কয়েকশো আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান ৷