কলকাতা, 28 ডিসেম্বর : মায়ানমার থেকে উত্তর-পূর্বের সীমান্ত দিয়ে ঢুকেছিল সোনা । তারপর তা এসে পৌঁছায় শিলিগুড়িতে । সেই সোনা ক্যারিয়াররা শিলিগুড়ি থেকে নিয়ে আসছিল কলকাতায় । পৌঁছে দেওয়া হত বড়বাজারে । গোপন সূত্রে এই খবর ছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের (DRI) কাছে । তার ভিত্তিতে শতাব্দী এক্সপ্রেসে চালানো হয় অভিযান । গ্রেপ্তার করা হয় দু'জনকে । উদ্ধার হয়েছে 2 কোটি 84 লাখ টাকার সোনা ।
গোপন সূত্রে DRI খবর পেয়েছিল, প্রচুর পরিমাণে বিদেশের সোনা ঢুকতে চলেছে কলকাতায় । সেই সূত্রে গতকাল শিলিগুড়ি থেকেই শতাব্দী এক্সপ্রেসে উঠে পড়েন গোয়েন্দারা । চ্যালেঞ্জ ছিল পাচারকারীদের চিহ্নিত করা । নিউ ফরাক্কা জংশনের কাছে এসে চলন্ত গাড়িতে চিহ্নিত করা হয় দু'জনকে । তাদের নাম কুন্দনকুমার সাউ এবং সলুকুমার শর্মা । তারা দু'জনেই কলকাতার কার্ল মার্কস সরণির বাসিন্দা । তাদের চিহ্নিত করার পর চালানো হয় তল্লাশি । আর তাতে পাওয়া যায় 44 টি সোনার বিস্কুট । প্রত্যেকটির ওজন 166 গ্রাম । ওই 44টি বিস্কুট তারা প্যান্টের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল । কিন্তু ফাঁকি দেওয়া যায়নি গোয়েন্দাদের চোখকে । দু'জনের কাছে উদ্ধার হয় মোট 7 কেজি 304 গ্রাম সোনা । যার বাজারমূল্য 2 কোটি 84 লাখ টাকা ।
ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে স্মাগলিং চক্রের পরদা ফাঁস করতে চাইছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। ধৃতদের জেরা চলছে । জানা গেছে, DRI এ বছর এখনও পর্যন্ত উদ্ধার করেছে 244 কেজি সোনা ।