ETV Bharat / city

গৌড় এক্সপ্রেস থেকে উদ্ধার জালনোট, গ্রেপ্তার পাচারকারী - লাখ টাকার জালনোট উদ্ধার

মালদা থেকে কলকাতায় পাচারের সময় উদ্ধার 1 লাখ টাকার জালনোট । গ্রেপ্তার 1 । অন্যদিকে, ভুটানে স্মাগলিংয়ের জন্য জড়ো করা লক্ষাধিক ডলার উদ্ধার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ।

fake notes
জালনোট উদ্ধার
author img

By

Published : Feb 24, 2020, 1:36 AM IST

Updated : Feb 24, 2020, 2:53 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : মালদা থেকে গৌড় এক্সপ্রেসে জালনোট পাচার হচ্ছে কলকাতায় । এই খবর পেয়ে ট্রেনে হানা দিয়ে পাচারকারীকে ধরলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের গোয়েন্দারা । পাচারকারীর কাছ থেকে 1 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে । অন্যদিকে, ভুটানে স্মাগলিংয়ের জন্য জড়ো করা লক্ষাধিক ডলার উদ্ধার হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ।

বাংলাদেশ থেকে আসা জালনোট নিয়ে মালদা থেকে গৌড় এক্সপ্রেসে কলকাতায় আসছিল কালিয়াচকের জাকির শেখ । এই খবর পেয়ে গৌড় এক্সপ্রেসে ওঠেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের গোয়েন্দারা । ট্রেন জুড়ে শুরু হয় তল্লাশি। গৌড় এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছাতেই গোয়েন্দারা ধরে ফেলেন জাকিরকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক লাখ টাকার জালনোট । এনিয়ে চলতি বছরে চারবার জালনোট উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স । মোট 8 লাখ 20 হাজার টাকার জালনোট এখনও পর্যন্ত উদ্ধার করেছেন গোয়েন্দারা ।

অন্যদিকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স সূত্রে খবর, ভুটান থেকে ভারতে পাচারের চক্র অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে । ভুটানের পথে বহু জিনিস স্মাগলিং করা হচ্ছে এদেশে । তার বিনিময় হচ্ছে US ডলারে । তেমনই এক চক্র এক লাখ বারো হাজার একশো US ডলার নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে ভুটান যাচ্ছিল । সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ডলার । পুরো চক্রটির সন্ধান চালাচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স-এর গোয়েন্দারা । বিষয়টি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনেও।

কলকাতা, 24 ফেব্রুয়ারি : মালদা থেকে গৌড় এক্সপ্রেসে জালনোট পাচার হচ্ছে কলকাতায় । এই খবর পেয়ে ট্রেনে হানা দিয়ে পাচারকারীকে ধরলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের গোয়েন্দারা । পাচারকারীর কাছ থেকে 1 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে । অন্যদিকে, ভুটানে স্মাগলিংয়ের জন্য জড়ো করা লক্ষাধিক ডলার উদ্ধার হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ।

বাংলাদেশ থেকে আসা জালনোট নিয়ে মালদা থেকে গৌড় এক্সপ্রেসে কলকাতায় আসছিল কালিয়াচকের জাকির শেখ । এই খবর পেয়ে গৌড় এক্সপ্রেসে ওঠেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের গোয়েন্দারা । ট্রেন জুড়ে শুরু হয় তল্লাশি। গৌড় এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছাতেই গোয়েন্দারা ধরে ফেলেন জাকিরকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক লাখ টাকার জালনোট । এনিয়ে চলতি বছরে চারবার জালনোট উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স । মোট 8 লাখ 20 হাজার টাকার জালনোট এখনও পর্যন্ত উদ্ধার করেছেন গোয়েন্দারা ।

অন্যদিকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স সূত্রে খবর, ভুটান থেকে ভারতে পাচারের চক্র অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে । ভুটানের পথে বহু জিনিস স্মাগলিং করা হচ্ছে এদেশে । তার বিনিময় হচ্ছে US ডলারে । তেমনই এক চক্র এক লাখ বারো হাজার একশো US ডলার নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে ভুটান যাচ্ছিল । সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ডলার । পুরো চক্রটির সন্ধান চালাচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স-এর গোয়েন্দারা । বিষয়টি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনেও।

Last Updated : Feb 24, 2020, 2:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.