ETV Bharat / city

Gangasagar Fair : গঙ্গাসাগর মেলায় যেতে করোনা টিকার দুই ডোজের শংসাপত্র বাধ্যতামূলক - টিকার দুই ডোজ

এবছর গঙ্গাসাগর মেলায় যেতে হলে থাকতেই হবে করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র (Double Dose Vaccination Certificate Mandatory) ৷ না হলে জমা দিতে হবে 48 ঘণ্টা আগের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট ৷ করোনা ঠেকাতে সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের ৷

double dose vaccination certificate mandatory for gangasagar fair
Gangasagar Fair : গঙ্গাসাগর মেলায় গেলে থাকতেই হবে করোনা টিকার দুই ডোজের শংসাপত্র
author img

By

Published : Dec 26, 2021, 9:20 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : অতিমারির জেরে গত দু’বছরই কোনও মতে সারতে হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) ৷ কিন্তু, এই বছর পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এই অবস্থায় গঙ্গাসাগর মেলায় জনসমাগম বাড়ার সম্ভবনা দেখছে রাজ্য ৷ একইসঙ্গে বাড়ছে গণসংক্রমণের আশঙ্কাও ৷ যেভাবে গোটা দেশে ওমিক্রন (Omicron Variant) ছড়িয়ে পড়ছে, তাতে গঙ্গাসাগর মেলার আয়োজনে ঝুঁকি বেড়েছে ৷ আর তাই মেলায় যোগ দিতে আসা প্রত্যেকের জন্য করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র থাকা বাধ্যতামূলক (Double Dose Vaccination Certificate Mandatory) করা হয়েছে ৷

আরও পড়ুন : Kumbh Covid-19 : ভুয়ো কোভিড রিপোর্ট, কুম্ভ মেলায় বিভ্রান্ত করেছিল 5টি ল্যাব, জানাল ইডি

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হয় তীর্থযাত্রীদের সঙ্গে করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র থাকতে হবে, অথবা রাজ্যে ঢোকার 48 ঘণ্টা আগের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দিতে হবে ৷ একইসঙ্গে মেলাপ্রাঙ্গণে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে ৷ বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতা বজায় রাখার উপরও ৷

আরও পড়ুন : কোভিড নিয়ম না-মেনেই কুম্ভে মানুষের ঢল, চলছে শাহী স্নান

গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় ৷ পুণ্যস্নান সারতে গোটা দেশ থেকে সাগরে পৌঁছন তীর্থযাত্রীরা ৷ এর আগে একাধিক ধর্মীয় সমাগম থেকে করোনার ব্য়াপক সংক্রমণের সাক্ষী থেকেছে দেশ ৷ এরপর যদিও গঙ্গাসাগরেও একই ঘটনা ঘটে, তাহলে বিরোধীদের তোপের মুখে পড়তে হবে রাজ্য সরকারকে ৷ আবার মেলা বন্ধ করলে তা নিয়েও ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়ে যেতে পারে ৷ তাই সবদিক রক্ষা করেই এগোতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার ৷

কলকাতা, 26 ডিসেম্বর : অতিমারির জেরে গত দু’বছরই কোনও মতে সারতে হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair) ৷ কিন্তু, এই বছর পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এই অবস্থায় গঙ্গাসাগর মেলায় জনসমাগম বাড়ার সম্ভবনা দেখছে রাজ্য ৷ একইসঙ্গে বাড়ছে গণসংক্রমণের আশঙ্কাও ৷ যেভাবে গোটা দেশে ওমিক্রন (Omicron Variant) ছড়িয়ে পড়ছে, তাতে গঙ্গাসাগর মেলার আয়োজনে ঝুঁকি বেড়েছে ৷ আর তাই মেলায় যোগ দিতে আসা প্রত্যেকের জন্য করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র থাকা বাধ্যতামূলক (Double Dose Vaccination Certificate Mandatory) করা হয়েছে ৷

আরও পড়ুন : Kumbh Covid-19 : ভুয়ো কোভিড রিপোর্ট, কুম্ভ মেলায় বিভ্রান্ত করেছিল 5টি ল্যাব, জানাল ইডি

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হয় তীর্থযাত্রীদের সঙ্গে করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র থাকতে হবে, অথবা রাজ্যে ঢোকার 48 ঘণ্টা আগের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দিতে হবে ৷ একইসঙ্গে মেলাপ্রাঙ্গণে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে ৷ বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতা বজায় রাখার উপরও ৷

আরও পড়ুন : কোভিড নিয়ম না-মেনেই কুম্ভে মানুষের ঢল, চলছে শাহী স্নান

গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় ৷ পুণ্যস্নান সারতে গোটা দেশ থেকে সাগরে পৌঁছন তীর্থযাত্রীরা ৷ এর আগে একাধিক ধর্মীয় সমাগম থেকে করোনার ব্য়াপক সংক্রমণের সাক্ষী থেকেছে দেশ ৷ এরপর যদিও গঙ্গাসাগরেও একই ঘটনা ঘটে, তাহলে বিরোধীদের তোপের মুখে পড়তে হবে রাজ্য সরকারকে ৷ আবার মেলা বন্ধ করলে তা নিয়েও ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়ে যেতে পারে ৷ তাই সবদিক রক্ষা করেই এগোতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.