ETV Bharat / city

Mamata Banerjee: 'প্রতিশোধের রাজনীতি করলে সিপিএমের অনেকই জেলে থাকত', তোপ মমতার, পালটা দিলেন সুজন

আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী করি না । তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয় ৷ মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

Mamata Banerjee
'জাগো বাংলা'-র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 26, 2022, 7:35 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: আমি যদি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতাম, তাহলে রাজ্যে ক্ষমতায় আসার পরে কিছু সিপিএম নেতাদের জেলে পাঠাতাম ৷ রবিবার মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন: দলের মুখপত্রের উৎসব সংখ্যায় কলম ধরে অভিষেকের ঘোষণা - 'লড়াই চলবে'

এদিন মুখ্যমন্ত্রী বলেন," আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না । তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয় ৷ সিপিআইএম নেতাদের জেলে পাঠানোর মতো যথেষ্ট কারণ ছিল । তারপরও, তাঁরা যদি আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলে তাহলে আমি বলব, দয়া করে চালিয়ে যান । আমরা গুরুত্ব দেব না ৷"

জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার কটাক্ষ, তৃণমূলের সবাই খারাপ আর আপনার দলের যারা ভালো ! সিপিএমের মুখপত্র গণশক্তি কর্পোরেটের কাছ থেকে বিজ্ঞাপন নিয়েছিল এবং বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সরকারি বিজ্ঞাপনও পেয়েছিল । এমনকী সেখানে চিটফান্ডের বিজ্ঞাপনও ছিল । আমরা বামদের মতো কাগজ চালানোর জন্য কর্পোরেটদের কাছ থেকে বিজ্ঞাপন নিই না । তাদের কথা বলার কোনও নৈতিক অধিকার নেই । কাগজ কোনও বিজ্ঞাপন ছাড়াই টিকিয়ে রাখা হবে ৷

আরও পড়ুন: কলম ধরলেন মমতা, নারীশক্তিকে দেবী রূপে পুজোর বার্তা তৃণমূল নেত্রীর

এ বিষয়ে সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় 'হতাশ' ৷ সবাই জানে কীভাবে তাঁর দলের একের পর এক নেতা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ৷ তাই তিনি এসব অভিযোগ করছেন ৷ বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) বলেছেন যে, দলের 'অপকর্ম' প্রকাশ পাচ্ছে বলে মমতা নার্ভাস হয়ে পড়ছেন ।

অন্য একটি প্রসঙ্গে মমতা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য বহিরাগতদের নিয়োগ করা হয়েছে । তিনি বলেন, "মাঝে মাঝে আমি লজ্জিত এবং বিব্রত বোধ করি । দিল্লিতে গেলেই দেখতে পাই কিছু লোক আমায় অপমান করার জন্য রাজ্যের বদনাম করছে ।"

তিনি আরও জানান, কিছু এমন মানুষ আছেন যাঁরা অন্যদের ভালো দেখতে পারে না । একটি নির্দিষ্ট মন্তব্য তুলে নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার করে ৷ কিছু বহিরাগতকে ভুল তথ্য ছড়ানোর জন্য নিয়োগ করা হয়েছে । এটি বাংলার সংস্কৃতি নয় ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: আমি যদি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতাম, তাহলে রাজ্যে ক্ষমতায় আসার পরে কিছু সিপিএম নেতাদের জেলে পাঠাতাম ৷ রবিবার মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন: দলের মুখপত্রের উৎসব সংখ্যায় কলম ধরে অভিষেকের ঘোষণা - 'লড়াই চলবে'

এদিন মুখ্যমন্ত্রী বলেন," আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না । তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয় ৷ সিপিআইএম নেতাদের জেলে পাঠানোর মতো যথেষ্ট কারণ ছিল । তারপরও, তাঁরা যদি আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলে তাহলে আমি বলব, দয়া করে চালিয়ে যান । আমরা গুরুত্ব দেব না ৷"

জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার কটাক্ষ, তৃণমূলের সবাই খারাপ আর আপনার দলের যারা ভালো ! সিপিএমের মুখপত্র গণশক্তি কর্পোরেটের কাছ থেকে বিজ্ঞাপন নিয়েছিল এবং বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সরকারি বিজ্ঞাপনও পেয়েছিল । এমনকী সেখানে চিটফান্ডের বিজ্ঞাপনও ছিল । আমরা বামদের মতো কাগজ চালানোর জন্য কর্পোরেটদের কাছ থেকে বিজ্ঞাপন নিই না । তাদের কথা বলার কোনও নৈতিক অধিকার নেই । কাগজ কোনও বিজ্ঞাপন ছাড়াই টিকিয়ে রাখা হবে ৷

আরও পড়ুন: কলম ধরলেন মমতা, নারীশক্তিকে দেবী রূপে পুজোর বার্তা তৃণমূল নেত্রীর

এ বিষয়ে সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় 'হতাশ' ৷ সবাই জানে কীভাবে তাঁর দলের একের পর এক নেতা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ৷ তাই তিনি এসব অভিযোগ করছেন ৷ বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) বলেছেন যে, দলের 'অপকর্ম' প্রকাশ পাচ্ছে বলে মমতা নার্ভাস হয়ে পড়ছেন ।

অন্য একটি প্রসঙ্গে মমতা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য বহিরাগতদের নিয়োগ করা হয়েছে । তিনি বলেন, "মাঝে মাঝে আমি লজ্জিত এবং বিব্রত বোধ করি । দিল্লিতে গেলেই দেখতে পাই কিছু লোক আমায় অপমান করার জন্য রাজ্যের বদনাম করছে ।"

তিনি আরও জানান, কিছু এমন মানুষ আছেন যাঁরা অন্যদের ভালো দেখতে পারে না । একটি নির্দিষ্ট মন্তব্য তুলে নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার করে ৷ কিছু বহিরাগতকে ভুল তথ্য ছড়ানোর জন্য নিয়োগ করা হয়েছে । এটি বাংলার সংস্কৃতি নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.