ETV Bharat / city

Abhishek Banerjee's comment to stop election: করোনাকালে অভিষেকের ভোট বন্ধের সওয়ালকে স্বাগত চিকিৎসকদের, কটাক্ষ বিরোধীদের - কোভিড বৃদ্ধি

করোনাকালে (covid surge) ভোট ও অন্যান্য কর্মসূচি বন্ধের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee's comment to stop political rallies) সওয়ালকে স্বাগত জানাল চিকিৎসক মহল ৷ কটাক্ষ বিরোধীদের ৷

doctors and political leaders welcome Abhishek Banerjee's comment to stop election amid covid surge
করোনাকালে ভোট বন্ধে সওয়াল অভিষেকের, স্বাগত চিকিৎসক-রাজনীতিকদের
author img

By

Published : Jan 9, 2022, 8:12 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: করোনাকালে ভোট ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচি বন্ধের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's comment to stop election) ৷ তাঁর ব্যতিক্রমী ও দায়িত্বশীল মন্তব্যকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা (doctors welcome Abhishek Banerjee's comment) ৷ ভিন্ন সুর বিরোধীদের ৷

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই অবস্থায় সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ বন্ধের পক্ষে সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের শীর্ষ নেতার বক্তব্যের সঙ্গে একমত চিকিৎসক মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা । বর্তমান পরিস্থিতিতে ভোটের মতো ঝুঁকির কর্মযজ্ঞ না হওয়াই ভাল বলে মনে করছেন তাঁরা । ভোট ও অন্যান্য কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করে অভিষেক উচিত কাজ করেছেন বলে দাবি চিকিৎসকদের ।

বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ মনে করছেন, যথার্থই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কথাই তাঁরা আগে থেকে বলে আসছিলেন । বারবার চিকিৎসক সংগঠনগুলির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে । কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও জবাব আসেনি । ডা. গুণের দাবি, রাজ্যে করোনার বর্তমান বাড়বাড়ন্তের জন্য দায়ী সদ্যসমাপ্ত পৌরভোট আর 25 ডিসেম্বর বা বর্ষশেষে ঠিকমতো করোনা বিধি না মানা । তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের কেউ নন । তবে শাসকদলের শীর্ষ নেতা হিসাবে তাঁর বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে । এক্ষেত্রে তাঁর এই ভাবনা সরকারি ভাবনার ক্ষেত্রেও বদল আনে কি না সেটাই এখন দেখার ।’’

আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura : কংগ্রেসের ঘর ভাঙা লক্ষ্য নয়, ত্রিপুরায় সুর নরম অভিষেকের

তবে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ববিরোধিতা করছেন । শাসকদল সত্যিই যদি করোনাকালে ভোট না চায়, তাহলে নির্বাচন কমিশন করোনাকালে ভোট করবে এমন ক্ষমতা নেই । আসলে এটা ভাবের ঘরে চুরি । একদিকে এই কথা বলে তিনি মানুষজনের কাছে নিজের একটা ভালো ভাবমূর্তি তৈরি করতে চাইছেন । অন্যদিকে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন উতরে নিচ্ছেন । কিন্তু মানুষ সব বোঝে ৷ সঠিক সময়ে এর জবাব তিনি পাবেন ।

পাশাপাশি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই করোনাকালে ভোট না চাইলে কেন সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারছেন না । আসলে যে সরকার করোনা রুখতে পাঠশালা বন্ধ করে পানশালা খুলে দেয়, তাদের কাছে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে ।’’

আরও পড়ুন : Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ রাজাগোপাল ধরচক্রবর্তীও । তিনি বলেন, ‘‘যে ভাবে প্রতিদিন করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানাতে হবে । কিন্তু এখন দেখার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একান্ত নিজস্ব মতামতকে আদৌও রাজ্যের শাসকদল গুরুত্ব দেয় কি না ।’’

কলকাতা, 9 জানুয়ারি: করোনাকালে ভোট ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচি বন্ধের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's comment to stop election) ৷ তাঁর ব্যতিক্রমী ও দায়িত্বশীল মন্তব্যকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা (doctors welcome Abhishek Banerjee's comment) ৷ ভিন্ন সুর বিরোধীদের ৷

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই অবস্থায় সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ বন্ধের পক্ষে সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের শীর্ষ নেতার বক্তব্যের সঙ্গে একমত চিকিৎসক মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা । বর্তমান পরিস্থিতিতে ভোটের মতো ঝুঁকির কর্মযজ্ঞ না হওয়াই ভাল বলে মনে করছেন তাঁরা । ভোট ও অন্যান্য কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করে অভিষেক উচিত কাজ করেছেন বলে দাবি চিকিৎসকদের ।

বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ মনে করছেন, যথার্থই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কথাই তাঁরা আগে থেকে বলে আসছিলেন । বারবার চিকিৎসক সংগঠনগুলির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে । কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও জবাব আসেনি । ডা. গুণের দাবি, রাজ্যে করোনার বর্তমান বাড়বাড়ন্তের জন্য দায়ী সদ্যসমাপ্ত পৌরভোট আর 25 ডিসেম্বর বা বর্ষশেষে ঠিকমতো করোনা বিধি না মানা । তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের কেউ নন । তবে শাসকদলের শীর্ষ নেতা হিসাবে তাঁর বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে । এক্ষেত্রে তাঁর এই ভাবনা সরকারি ভাবনার ক্ষেত্রেও বদল আনে কি না সেটাই এখন দেখার ।’’

আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura : কংগ্রেসের ঘর ভাঙা লক্ষ্য নয়, ত্রিপুরায় সুর নরম অভিষেকের

তবে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ববিরোধিতা করছেন । শাসকদল সত্যিই যদি করোনাকালে ভোট না চায়, তাহলে নির্বাচন কমিশন করোনাকালে ভোট করবে এমন ক্ষমতা নেই । আসলে এটা ভাবের ঘরে চুরি । একদিকে এই কথা বলে তিনি মানুষজনের কাছে নিজের একটা ভালো ভাবমূর্তি তৈরি করতে চাইছেন । অন্যদিকে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন উতরে নিচ্ছেন । কিন্তু মানুষ সব বোঝে ৷ সঠিক সময়ে এর জবাব তিনি পাবেন ।

পাশাপাশি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই করোনাকালে ভোট না চাইলে কেন সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারছেন না । আসলে যে সরকার করোনা রুখতে পাঠশালা বন্ধ করে পানশালা খুলে দেয়, তাদের কাছে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে ।’’

আরও পড়ুন : Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ রাজাগোপাল ধরচক্রবর্তীও । তিনি বলেন, ‘‘যে ভাবে প্রতিদিন করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানাতে হবে । কিন্তু এখন দেখার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একান্ত নিজস্ব মতামতকে আদৌও রাজ্যের শাসকদল গুরুত্ব দেয় কি না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.