ETV Bharat / city

Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

এসএসকেএমের চিকিৎসকদের চেষ্টায় প্রাণ বাঁচল 12 বছরের বালকের ৷ 11 মাস আগে চিপসের সঙ্গে প্লাস্টিকের একটি বাঁশি গিলে ফেলে সে ! বৃহস্পতিবার তার অস্ত্রোপচার করা হয় এসএসকেএমে (Rare Surgery in SSKM Hospital) ৷

doctors remove whistle from lungs of a 12 year old boy by a rare surgery in sskm
Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি
author img

By

Published : Nov 26, 2021, 4:08 PM IST

কলকাতা, 26 নভেম্বর : বিরল অস্ত্রোপচারে সাফল্য পেলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের (Rare Surgery in SSKM Hospital) শল্য চিকিৎসকরা ৷ 12 বছরের এক বালকের ফুসফুসে আটকে থাকা একটি প্লাস্টিকের বাঁশি বের করে আনলেন তাঁরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বালক ভুল করে বাঁশিটি গিলে ফেলেছিল (doctors remove whistle from lungs) ৷ তারপর সেটি তার ফুসফুসে আটকে যায় ৷ ঘটনাটি ঘটে প্রায় 11 মাস আগে ৷ অবশেষে ওই বালকের শরীর থেকে বাঁশিটি বের করে আনা সম্ভব হল ৷ হাঁফ ছেড়ে বাঁচলেন চিকিৎসকরাও ৷

আরও পড়ুন : সাইটাস ইনভার্সাস বা উলটো অঙ্গের রোগীর শরীরে সফল অস্ত্রোপ্রচার

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ওই বালকের নাম রেহান লস্কর ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা রেহান চিপস খাওয়ার সময় ভুল করে প্যাকেটের ভিতরে থাকা একটি প্লাস্টিকের বাঁশি গিলে ফেলে ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ‘‘জানুয়ারির ওই ঘটনার পর যখনই ছেলেটি কথা বলার জন্য মুখ খুলত, বাঁশির শব্দ বের হত ! প্রথমে তার অভিভাবকরা বুঝতেই পারেননি, তাঁদের ছেলে কত বড় বিপদের মধ্যে রয়েছে ৷ কিন্তু, ছেলেটি যখন পুকুরে নামে, তখন আর আগের মতো জলের নীচে দম বন্ধ করে থাকতে পারছিল না সে ৷ তাতেই বোঝা যায়, রেহানের ফুসফুসে বড়সড় কোনও সমস্যা হয়েছে ৷ পাশাপাশি, তার নিয়মিত বুকে ব্যথা ও শ্বাসকষ্টও শুরু হয় ৷’’

এরপরই রেহানকে নিয়ে মেডিক্যাল কলেজে যান তার অভিভাবকরা ৷ কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাঁদের কোনও সাহায্য করতে পারেননি ৷ এই বিষয়ে রেহানের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ও যে আস্ত একটা বাঁশি গিলে ফেলেছে, সেটা আমাদের বলেইনি ! তবে ওর যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা জানিয়েছিল ৷ মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলাম ওকে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ তারপর থেকে ওর অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে ৷ এরপর বারুইপুরেই এক চিকিৎসককে দেখাই ৷ তিনি ওকে পরীক্ষা করে জানান, ওর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ ওই চিকিৎসকই দ্রুত রেহানকে এসএসকেএমে নিয়ে যেতে বলেন ৷’’

আরও পড়ুন : বল খুঁজতে গিয়ে গ্রিলের ফলায় হাত এফোঁড়-ওফোঁড়, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন যুবক

এরপরই বৃহস্পতিবার অধ্যাপক অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে রেহানের অস্ত্রোপচার করা হয় ৷ তাতেই মেলে সাফল্য ৷ হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘‘আমরা প্রথমেই ছেলেটির এক্স-রে ও সিটি স্ক্যান করাই ৷ তাতে ফুসফুসে আটকে থাকা বাঁশিটিকে চিহ্নিত করা সম্ভব হয় ৷ এরপর প্রয়োজন মাফিক ওষুধ দিয়ে তার অবস্থা স্থিতিশীল করা হয় ৷ তারপর তার অস্ত্রোপচার করা হয় ৷ ছেলেটি এখন ভাল আছে ৷’’ আর রেহানের বাবা বলছেন, ‘‘আমি খুব খুশি ৷ অবশেষে স্বস্তি পেলাম ৷ এসএসকেএমের চিকিৎসকদের কাছে আমি চিরঋণী থাকব ৷ ওঁদের জন্যই আজ আমার ছেলে বেঁচে রয়েছে ৷’’

কলকাতা, 26 নভেম্বর : বিরল অস্ত্রোপচারে সাফল্য পেলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের (Rare Surgery in SSKM Hospital) শল্য চিকিৎসকরা ৷ 12 বছরের এক বালকের ফুসফুসে আটকে থাকা একটি প্লাস্টিকের বাঁশি বের করে আনলেন তাঁরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বালক ভুল করে বাঁশিটি গিলে ফেলেছিল (doctors remove whistle from lungs) ৷ তারপর সেটি তার ফুসফুসে আটকে যায় ৷ ঘটনাটি ঘটে প্রায় 11 মাস আগে ৷ অবশেষে ওই বালকের শরীর থেকে বাঁশিটি বের করে আনা সম্ভব হল ৷ হাঁফ ছেড়ে বাঁচলেন চিকিৎসকরাও ৷

আরও পড়ুন : সাইটাস ইনভার্সাস বা উলটো অঙ্গের রোগীর শরীরে সফল অস্ত্রোপ্রচার

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ওই বালকের নাম রেহান লস্কর ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা রেহান চিপস খাওয়ার সময় ভুল করে প্যাকেটের ভিতরে থাকা একটি প্লাস্টিকের বাঁশি গিলে ফেলে ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ‘‘জানুয়ারির ওই ঘটনার পর যখনই ছেলেটি কথা বলার জন্য মুখ খুলত, বাঁশির শব্দ বের হত ! প্রথমে তার অভিভাবকরা বুঝতেই পারেননি, তাঁদের ছেলে কত বড় বিপদের মধ্যে রয়েছে ৷ কিন্তু, ছেলেটি যখন পুকুরে নামে, তখন আর আগের মতো জলের নীচে দম বন্ধ করে থাকতে পারছিল না সে ৷ তাতেই বোঝা যায়, রেহানের ফুসফুসে বড়সড় কোনও সমস্যা হয়েছে ৷ পাশাপাশি, তার নিয়মিত বুকে ব্যথা ও শ্বাসকষ্টও শুরু হয় ৷’’

এরপরই রেহানকে নিয়ে মেডিক্যাল কলেজে যান তার অভিভাবকরা ৷ কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাঁদের কোনও সাহায্য করতে পারেননি ৷ এই বিষয়ে রেহানের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ও যে আস্ত একটা বাঁশি গিলে ফেলেছে, সেটা আমাদের বলেইনি ! তবে ওর যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা জানিয়েছিল ৷ মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলাম ওকে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ তারপর থেকে ওর অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে ৷ এরপর বারুইপুরেই এক চিকিৎসককে দেখাই ৷ তিনি ওকে পরীক্ষা করে জানান, ওর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ ওই চিকিৎসকই দ্রুত রেহানকে এসএসকেএমে নিয়ে যেতে বলেন ৷’’

আরও পড়ুন : বল খুঁজতে গিয়ে গ্রিলের ফলায় হাত এফোঁড়-ওফোঁড়, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন যুবক

এরপরই বৃহস্পতিবার অধ্যাপক অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে রেহানের অস্ত্রোপচার করা হয় ৷ তাতেই মেলে সাফল্য ৷ হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘‘আমরা প্রথমেই ছেলেটির এক্স-রে ও সিটি স্ক্যান করাই ৷ তাতে ফুসফুসে আটকে থাকা বাঁশিটিকে চিহ্নিত করা সম্ভব হয় ৷ এরপর প্রয়োজন মাফিক ওষুধ দিয়ে তার অবস্থা স্থিতিশীল করা হয় ৷ তারপর তার অস্ত্রোপচার করা হয় ৷ ছেলেটি এখন ভাল আছে ৷’’ আর রেহানের বাবা বলছেন, ‘‘আমি খুব খুশি ৷ অবশেষে স্বস্তি পেলাম ৷ এসএসকেএমের চিকিৎসকদের কাছে আমি চিরঋণী থাকব ৷ ওঁদের জন্যই আজ আমার ছেলে বেঁচে রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.