ETV Bharat / city

অবিলম্বে নিয়োগের দাবি, শংসাপত্র পুড়িয়ে বিক্ষোভ ডিএলএড প্রার্থীদের - বিধাননগর

বঞ্চনার অভিযোগে বিক্ষোভ ডিএলএড প্রার্থীদের ৷ সোমবার বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা ৷ প্রতিশ্রুতি মাফিক নিয়োগপত্র না পেয়ে শংসাপত্র পুড়িয়ে প্রতিবাদ ডিএলএড প্রার্থীদের ৷

wb_kol_02_dled_protest_saltlake_10004
অবিলম্বে নিয়োগের দাবি, শংসাপত্র পুড়িয়ে বিক্ষোভ ডিএলএড প্রার্থীদের
author img

By

Published : Feb 22, 2021, 6:09 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ ৷ সোমবার বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের অভিযোগ, নির্দিষ্ট পদে ডিএলএড প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ অথচ নিয়োগ করা হয় বিএড প্রার্থীদের ৷ এই ঘটনায় অস্বচ্ছতার অভিযোগ তোলেন ডিএলএড প্রার্থীরা ৷ প্রতিবাদে এদিন নিজেদের ডিএলএড শংসাপত্রও পুড়িয়ে দেন তাঁরা ৷

সোমবার সকাল থেকে প্রায় শতাধিক ডিএলএড প্রার্থী সল্টলেক এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, সমস্ত বঞ্চিত, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের অবিলম্বে সরাসরি নিয়োগ করতে হবে। না হলে তাঁদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পেরিয়ে যাবে ৷ তারপর আর তাঁদের পক্ষে চাকরিতে ঢোকার কোনও অবকাশই থাকবে না ৷

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

আন্দোলনকারীদের অভিযোগ, 2014 সালে টেট পাস করার পর প্রাথমিকে চাকরি পেতেই তাঁরা ডিএলএড কোর্স করেছিলেন ৷ কিন্তু তারপরও চাকরি জোটেনি ৷ এরপর মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কিংবা রাজ্য়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য় হয়েই আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন তাঁরা ৷

চাকরির দাবিতে আন্দোলন ডিএলএড প্রার্থীদের ৷

আন্দোলনকারীদের বক্তব্য, জেলায় জেলায় ডিএম অফিসের সামনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখানোর পর শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, 16 হাজার 500 জনকে নিয়োগ করা হবে ৷ এবং সেই 16 হাজার 500 জনই হবেন ডিএলএড প্রার্থী ৷ কিন্তু নিয়োগপ্রক্রিয়া শুরু হলেও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো কোনও কাজ হয়নি।

কলকাতা, 22 ফেব্রুয়ারি: ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ ৷ সোমবার বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের অভিযোগ, নির্দিষ্ট পদে ডিএলএড প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ অথচ নিয়োগ করা হয় বিএড প্রার্থীদের ৷ এই ঘটনায় অস্বচ্ছতার অভিযোগ তোলেন ডিএলএড প্রার্থীরা ৷ প্রতিবাদে এদিন নিজেদের ডিএলএড শংসাপত্রও পুড়িয়ে দেন তাঁরা ৷

সোমবার সকাল থেকে প্রায় শতাধিক ডিএলএড প্রার্থী সল্টলেক এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, সমস্ত বঞ্চিত, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের অবিলম্বে সরাসরি নিয়োগ করতে হবে। না হলে তাঁদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পেরিয়ে যাবে ৷ তারপর আর তাঁদের পক্ষে চাকরিতে ঢোকার কোনও অবকাশই থাকবে না ৷

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

আন্দোলনকারীদের অভিযোগ, 2014 সালে টেট পাস করার পর প্রাথমিকে চাকরি পেতেই তাঁরা ডিএলএড কোর্স করেছিলেন ৷ কিন্তু তারপরও চাকরি জোটেনি ৷ এরপর মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কিংবা রাজ্য়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য় হয়েই আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন তাঁরা ৷

চাকরির দাবিতে আন্দোলন ডিএলএড প্রার্থীদের ৷

আন্দোলনকারীদের বক্তব্য, জেলায় জেলায় ডিএম অফিসের সামনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখানোর পর শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, 16 হাজার 500 জনকে নিয়োগ করা হবে ৷ এবং সেই 16 হাজার 500 জনই হবেন ডিএলএড প্রার্থী ৷ কিন্তু নিয়োগপ্রক্রিয়া শুরু হলেও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো কোনও কাজ হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.