ETV Bharat / city

মিলল সেনার অনুমতি, বাজি বাজার এবার ময়দানে - দীপাবলি

আলোর উৎসবের আগেই এল সুসংবাদ ৷ বাজি বাজার বসতে চলেছে ময়দানে ৷ 22 থেকে 27 অক্টোবর বসবে এই বাজার ৷

মিলল সেনার অনুমতি, বাজি বাজার এবার ময়দানে
author img

By

Published : Oct 19, 2019, 1:54 AM IST

Updated : Oct 19, 2019, 2:10 AM IST

কলকাতা, 19 অক্টোবর: আবারও ময়দানেই বসতে চলেছে বাজি বাজার । 22 থেকে 27 শে অক্টোবর পর্যন্ত ময়দানে বসবে বাজি বাজার ।শুক্রবার বিকালে সেনাবাহিনীর তরফের প্রয়োজনীয় অনুমতি মিলেছে । তারপর জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সারা বাংলা আকাশ বাজি ব্যবসায়ী সমিতি ।

মাত্র কয়েকটা দিন৷ আলোর উৎসবের প্রস্তুতি চলছে সারা দেশজুড়ে ৷ বাঙালিও প্রস্তুত দীপাবলীর আলোয় নিজেকে আলোকিত করতে ৷ দীপাবলি, কালীপুজো মানেই তো বাজি ৷ আর সেই বাজি হতে হবে মনপসন্দ ৷ বাজি নিয়েই অনিশ্চয়তা দূর হল শুক্রবার ।

সমিতির সভাপতি বাবলা রায় বলেন, ''22 তারিখ থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে বাজিবাজার ।'' গত বছরে সেনাবাহিনীর অনুমতি আসতে দেরি হয়েছিল ৷ কালীপুজোর মাত্র দুদিন আগে সেই অনুমতি মেলে । সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের দীর্ঘ টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে বসেছিল বাজি বাজার । এ বছর সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধরে নিয়েছিলেন ব্যবসায়ীরা । কিন্তু সুখবর এল আগেই ৷

গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর বহু আগে থেকেই শুরু হয়েছিল কাজ । কলকাতা পুলিশের পক্ষ থেকে যাবতীয় কাজকর্ম সেরে রাখা হয়েছিল আগেই । ফলে প্রস্তুতি সেরেছিল আতশবাজি ব্যবসায়ী সমিতিও । সমিতির সভাপতি মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলেন ময়দানেই বসতে চলেছে এবারের বাজি বাজার । কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর তরফে প্রয়োজনীয় অনুমতি না আসায় হতাশ হয়ে যান বাজি ব্যবসায়ীরা । তাঁরা ধরেই নেন, এবারও ময়দানে হবে না বাজি বাজার । কিন্তু সন্ধ্যায় মেলে সুসংবাদ । দিল্লি থেকে চলে আসে সেনার প্রয়োজনীয় অনুমতি ।

বৃহস্পতিবার আতশবাজি পরীক্ষা হয় । পুলিশ সূত্রে খবর, 34 টি নতুন বাজির পরীক্ষা হয়েছে । মাত্র পাঁচটি বাজি পাশ করেছে । এ প্রসঙ্গে বাবলা রায়ের দাবি, ''সারাদেশে যেভাবে 135 ডেসিবেল শব্দসীমা বেঁধে দেওয়া আছে, আমাদের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হোক ।"

কলকাতা, 19 অক্টোবর: আবারও ময়দানেই বসতে চলেছে বাজি বাজার । 22 থেকে 27 শে অক্টোবর পর্যন্ত ময়দানে বসবে বাজি বাজার ।শুক্রবার বিকালে সেনাবাহিনীর তরফের প্রয়োজনীয় অনুমতি মিলেছে । তারপর জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সারা বাংলা আকাশ বাজি ব্যবসায়ী সমিতি ।

মাত্র কয়েকটা দিন৷ আলোর উৎসবের প্রস্তুতি চলছে সারা দেশজুড়ে ৷ বাঙালিও প্রস্তুত দীপাবলীর আলোয় নিজেকে আলোকিত করতে ৷ দীপাবলি, কালীপুজো মানেই তো বাজি ৷ আর সেই বাজি হতে হবে মনপসন্দ ৷ বাজি নিয়েই অনিশ্চয়তা দূর হল শুক্রবার ।

সমিতির সভাপতি বাবলা রায় বলেন, ''22 তারিখ থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে বাজিবাজার ।'' গত বছরে সেনাবাহিনীর অনুমতি আসতে দেরি হয়েছিল ৷ কালীপুজোর মাত্র দুদিন আগে সেই অনুমতি মেলে । সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের দীর্ঘ টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে বসেছিল বাজি বাজার । এ বছর সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধরে নিয়েছিলেন ব্যবসায়ীরা । কিন্তু সুখবর এল আগেই ৷

গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর বহু আগে থেকেই শুরু হয়েছিল কাজ । কলকাতা পুলিশের পক্ষ থেকে যাবতীয় কাজকর্ম সেরে রাখা হয়েছিল আগেই । ফলে প্রস্তুতি সেরেছিল আতশবাজি ব্যবসায়ী সমিতিও । সমিতির সভাপতি মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলেন ময়দানেই বসতে চলেছে এবারের বাজি বাজার । কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর তরফে প্রয়োজনীয় অনুমতি না আসায় হতাশ হয়ে যান বাজি ব্যবসায়ীরা । তাঁরা ধরেই নেন, এবারও ময়দানে হবে না বাজি বাজার । কিন্তু সন্ধ্যায় মেলে সুসংবাদ । দিল্লি থেকে চলে আসে সেনার প্রয়োজনীয় অনুমতি ।

বৃহস্পতিবার আতশবাজি পরীক্ষা হয় । পুলিশ সূত্রে খবর, 34 টি নতুন বাজির পরীক্ষা হয়েছে । মাত্র পাঁচটি বাজি পাশ করেছে । এ প্রসঙ্গে বাবলা রায়ের দাবি, ''সারাদেশে যেভাবে 135 ডেসিবেল শব্দসীমা বেঁধে দেওয়া আছে, আমাদের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হোক ।"

Intro:কলকাতা, 18 অক্টোবর: অনিশ্চয়তা দূর হল। আবার ময়দানেই বসতে চলেছে বাজি বাজার। আজ বিকালে সেনাবাহিনী তরফের প্রয়োজনীয় অনুমতি এসেছে। তারপরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সারা বাংলা আকাশ বাজি ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি বাবলা রায় জানিয়েছেন, ২২ তারিখ থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে বাজিবাজার।Body:গত বছরে সেনাবাহিনীর অনুমতি আসতে বিলম্ব হয়েছিল বিস্তর। কালীপুজোর মাত্র দুদিন আগে সেই অনুমতি আসে। তা নিয়ে সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের দীর্ঘ টানাপড়েন চলে। শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে বসে বাজি বাজার। এ বছর সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধরে নিয়েছিল বাজি ব্যবসায়ীরা।

গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর বহু আগে থেকেই শুরু হয়েছিল কাজ। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের তরফে যাবতীয় কাজকর্ম সেরে রাখা হয়েছিল আগেই। সেই সূত্রে তৈরি ছিল আতশবাজি ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলেন ময়দানেই বসতে চলেছে এবারের বাজি বাজার। কিন্তু আজ দুপুর পর্যন্ত সেনাবাহিনীর তরফে প্রয়োজনীয় অনুমতি না আসায় হতাশ হয়ে যান বাজি ব্যবসায়ীরা। তারা ধরেই নেন, এবারও ময়দানে হবে না বাজি বাজার। কিন্তু সন্ধ্যের মধ্যেই বদলে যায় চিত্রনাট্য। দিল্লি থেকে চলে আসে সেনার প্রয়োজনীয় অনুমতি। অর্থাৎ 22 থেকে 27 শে অক্টোবর পর্যন্ত ময়দানে বসবে বাজির বাজার।
Conclusion:গতকাল আতশবাজির পরীক্ষা হয়। পুলিশ সূত্রে খবর 34 টি নতুন বাজির পরীক্ষা হয়েছে গতকাল। তার মধ্যে মাত্র পাঁচটি বাজি পাস করেছে। এ প্রসঙ্গে বাবলা রায়ের দাবি,“ সারাদেশে যেভাবে 135 ডেসিবেল বেঁধে দেওয়া আছে, আমাদের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হোক।"

Last Updated : Oct 19, 2019, 2:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.