কলকাতা, 18 অগস্ট: এবার বিজেপি-সহ অন্যান্য দলের 17 জন বিধায়ক-সাংসদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (case filed against 17 opposition leaders in Calcutta HC)। 17 জনের এই তালিকায় নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খান, আবদুল মান্নান, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, অনুপম হাজরা, মহম্মদ সেলিম ও জিতেন্দ্র তিওয়ারির নাম ।
জানা গিয়েছে, আইনজীবী সুজিত গুপ্ত কলকাতা হাইকোর্টে এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করেছেন হাইকোর্টে (Calcutta High Court) । সেখানে তথ্য প্রমাণ দিয়ে দেখানো হয়েছে বিজেপি'র একাধিক মন্ত্রী ও সাংসদদের সম্পত্তি কীভাবে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ।
আরও পড়ুন: দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের
উল্লেখ্য, বিপ্লবকুমার চৌধুরী ও অনিন্দ্যসুন্দর দাস নামে দু'জন ব্যক্তির দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তৃণমূলের 19 জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় কিছুদিন আগেই ইডি'কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (disproportionate assets case against TMC Leaders in Calcutta HC) । ইতিমধ্যেই সেই মামলায় ইডি'কে যুক্ত করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায় ।