ETV Bharat / city

Tollywood: 'কু-প্রস্তাব পেয়েও কাজ চেয়েছিলেন কেন ?' সুকন্যার অভিযোগের পালটা বাপ্পার - টলিউড

উঠতি পরিচালক বাপ্পা'র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত । এবার তার পালটা দিলেন শহরের উপকথা'র পরিচালকও ৷ বেশ কিছু ক্রিনশট পোস্ট করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাপ্পা (Director Bappa Slams Sukanya Dutta) ৷

Tollywood
সুকন্যার অভিযোগের পালটা দিলেন বাপ্পা
author img

By

Published : Oct 16, 2022, 11:49 AM IST

Updated : Oct 16, 2022, 12:12 PM IST

কলকাতা, 16 অক্টোবর: ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই পরিচালক সাজিদ খানকে নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে টিনসেল টাউনে । একাধিক মিটু কাণ্ডে অভিযুক্ত পরিচালককে কেন ওই শোয়ে জায়গা দেওয়া হল, তা নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রী-মডেল । তারমধ্যেই একই বিতর্ক শুরু হয়েছে টলিউডেও ৷ উঠতি পরিচালক বাপ্পা'র (শুভ্রজ্যোতি বসাক) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত । এবার তার পালটা দিলেন শহরের উপকথা'র পরিচালকও (Director Bappa stated his words on Sukanya Dutta Case) ৷

ঘটনার সূত্রপাত শুক্রবার ৷ সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন সুকন্যা দত্ত ৷ 'বিজয়িনী', 'দীপ জ্বেলে যাই' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । পরিচালকের সঙ্গে নিজের ভার্চুয়াল কথোপকথনের কিছু স্ক্রিনশট পোস্ট করে যৌন হেনস্তা এবং কুপ্রস্তাবের অভিযোগ করেন সুকন্যা । ফেসবুকে করা ওই পোস্টে পরিচালকের থেকে সাবধানী দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি ৷ পালটা বেশ কিছু স্ক্রিনশট পোস্ট করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাপ্পা ৷

পরিচালকের কথায়, "ভেবেছিলাম সাইলেন্স ইস দ্য বেস্ট পলিসি ৷ কিন্তু অল বেঙ্গল মেল ফোরাম (ABFM) এর সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নিলাম । শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য আমাকে এই পদক্ষেপ নিতে বললেন । ঘটনা হল, উনি 12 তারিখ আমাকে অনেকবার কল করেন ৷ আমি স্পষ্টই জানাই, আগামী ছবিতে তাঁকে নিয়ে কাজ করা সম্ভব নয় । অভিনয়টা শিখে নিলে তারপর অবশ্যই কাজ হবে । উনি লিড রোল করতে চান ৷ তার বিনিময়ে ইনভেস্ট করবেন বলেন ৷ কিন্তু আমি সেই প্রস্তাবেও রাজি হইনি ।"

আরও পড়ুন: তেলাঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত উজ্জ্বল-বাপ্পার

বাপ্পার পালটা অভিযোগ, "আমি যদি ওঁকে 8 অক্টোবর কু-প্রস্তাব দিই তাহলে উনি মানসিকভাবে ডিপ্রেসড থাকবেন । সেটাই স্বাভাবিক । তারপরও 12 অক্টোবর উনি আমার সঙ্গে কথা বলেছেন, ছবি পাঠিয়েছেন, কাজও করতে চেয়েছেন । বহুবার ফোন করেছেন, কল লিস্ট চেক করলেই পাওয়া যাবে । আমি ওঁকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল করিনি ৷ যদি করে থাকি, উনি তার স্ক্রিনশট দিতেই পারেন ।"

কলকাতা, 16 অক্টোবর: ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই পরিচালক সাজিদ খানকে নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে টিনসেল টাউনে । একাধিক মিটু কাণ্ডে অভিযুক্ত পরিচালককে কেন ওই শোয়ে জায়গা দেওয়া হল, তা নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রী-মডেল । তারমধ্যেই একই বিতর্ক শুরু হয়েছে টলিউডেও ৷ উঠতি পরিচালক বাপ্পা'র (শুভ্রজ্যোতি বসাক) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত । এবার তার পালটা দিলেন শহরের উপকথা'র পরিচালকও (Director Bappa stated his words on Sukanya Dutta Case) ৷

ঘটনার সূত্রপাত শুক্রবার ৷ সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন সুকন্যা দত্ত ৷ 'বিজয়িনী', 'দীপ জ্বেলে যাই' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । পরিচালকের সঙ্গে নিজের ভার্চুয়াল কথোপকথনের কিছু স্ক্রিনশট পোস্ট করে যৌন হেনস্তা এবং কুপ্রস্তাবের অভিযোগ করেন সুকন্যা । ফেসবুকে করা ওই পোস্টে পরিচালকের থেকে সাবধানী দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি ৷ পালটা বেশ কিছু স্ক্রিনশট পোস্ট করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাপ্পা ৷

পরিচালকের কথায়, "ভেবেছিলাম সাইলেন্স ইস দ্য বেস্ট পলিসি ৷ কিন্তু অল বেঙ্গল মেল ফোরাম (ABFM) এর সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নিলাম । শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য আমাকে এই পদক্ষেপ নিতে বললেন । ঘটনা হল, উনি 12 তারিখ আমাকে অনেকবার কল করেন ৷ আমি স্পষ্টই জানাই, আগামী ছবিতে তাঁকে নিয়ে কাজ করা সম্ভব নয় । অভিনয়টা শিখে নিলে তারপর অবশ্যই কাজ হবে । উনি লিড রোল করতে চান ৷ তার বিনিময়ে ইনভেস্ট করবেন বলেন ৷ কিন্তু আমি সেই প্রস্তাবেও রাজি হইনি ।"

আরও পড়ুন: তেলাঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত উজ্জ্বল-বাপ্পার

বাপ্পার পালটা অভিযোগ, "আমি যদি ওঁকে 8 অক্টোবর কু-প্রস্তাব দিই তাহলে উনি মানসিকভাবে ডিপ্রেসড থাকবেন । সেটাই স্বাভাবিক । তারপরও 12 অক্টোবর উনি আমার সঙ্গে কথা বলেছেন, ছবি পাঠিয়েছেন, কাজও করতে চেয়েছেন । বহুবার ফোন করেছেন, কল লিস্ট চেক করলেই পাওয়া যাবে । আমি ওঁকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল করিনি ৷ যদি করে থাকি, উনি তার স্ক্রিনশট দিতেই পারেন ।"

Last Updated : Oct 16, 2022, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.