ETV Bharat / city

রাষ্ট্রপতির সফরসঙ্গী দিলীপ ঘোষ, যাচ্ছেন আফ্রিকার তিন দেশে - Africa

28 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত বেনিন, গাম্বিয়া ও গায়ানাতে রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকছেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 23, 2019, 11:49 PM IST

কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতির সঙ্গে আফ্রিকা সফরে যাচ্ছেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ আফ্রিকা মহাদেশের তিন দেশে রাষ্ট্রপতির সঙ্গে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷

28 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত বেনিন, গাম্বিয়া ও গায়ানাতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ সেখানে রাজ্যসভার আরেক সাংসদের সঙ্গে থাকবেন দিলীপবাবুও ৷ বেনিন এক্সপোর্টিং ও ইম্পোর্টিংয়ের বিষয়ে সফরে আলোচনা হতে পারে বলে জানা গেছে । এর পাশাপাশি বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত । সেই বিষয়েও আলোচনা হবে । গাম্বিয়ায় খোলা হবে মহাত্মা গান্ধি কনভেনশন সেন্টার ৷

এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে যাওয়ার বিষয়ে সরকারের তরফে আমায় বলা হয়েছে । সেখানেই বেশকিছু বিষয়ে চুক্তি হবে । রাষ্ট্রপতির সঙ্গে আমিও থাকব ৷"

কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতির সঙ্গে আফ্রিকা সফরে যাচ্ছেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ আফ্রিকা মহাদেশের তিন দেশে রাষ্ট্রপতির সঙ্গে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷

28 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত বেনিন, গাম্বিয়া ও গায়ানাতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ সেখানে রাজ্যসভার আরেক সাংসদের সঙ্গে থাকবেন দিলীপবাবুও ৷ বেনিন এক্সপোর্টিং ও ইম্পোর্টিংয়ের বিষয়ে সফরে আলোচনা হতে পারে বলে জানা গেছে । এর পাশাপাশি বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত । সেই বিষয়েও আলোচনা হবে । গাম্বিয়ায় খোলা হবে মহাত্মা গান্ধি কনভেনশন সেন্টার ৷

এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে যাওয়ার বিষয়ে সরকারের তরফে আমায় বলা হয়েছে । সেখানেই বেশকিছু বিষয়ে চুক্তি হবে । রাষ্ট্রপতির সঙ্গে আমিও থাকব ৷"

Intro:23-07-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: আফ্রিকা মহাদেশের তিন দেশে বিদেশ সফরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেনিন, গাম্বিয়া ও গায়ানা তে একাধিক কর্মসূতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দিলীপ ঘোষও উপস্থিত থাকবেন।
২৮ জুলাই থেকে ৪ ঠা অগাষ্ট পর্যন্ত আফ্রাকার এই সফর থাকবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবেই । তিন সদস্যের দলে দিলীপ ঘোষ ছাড়াও, রাজ্যসভার এক সদস্যও এই প্রতিনিধি দলে থাকবেন।


বেনিন, গাম্বিয়া ও গায়ানা তে প্রচুর পরিমানে তেল ও গ্যাস মজুত আছে। তাই তাদের থেকে তেল ও প্রকৃতিক গ্যাস রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে।এইগুলি নিয়ে ভারতের চুক্তি হতে পারে। বেনিন এক্সপোর্টিং ও ইনপোটিং বিষয়ে আলোচণা হবে। বৈদেশীক জিনিস পত্র বিনিময় নিয়েও দুই দেশের আলোচণা হবে। বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত। সেই বিষয়েও আলোচণা হবে। চীন কে টক্কর দিতেই ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে ব্যবসা- বানিজ্যের আদান প্রদান মজবুত করতেই এই সফর। মহাত্মাগান্ধি কনভনেশন সেন্টার গ্যাম্বিয়াতে প্রতিষ্ঠা করা হবে। সেই বিষয়েও দুই দেশের সঙ্গে আলোচণা হবে।


এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর যাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমায় বলা হয়েছে। সেখানেই দুই দেশের মধ্যে বেশকিছু বিষয়ে চুক্তি হবে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে আমিও উপস্থিত থাকবো"Body:কপিConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.