কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতির সঙ্গে আফ্রিকা সফরে যাচ্ছেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ আফ্রিকা মহাদেশের তিন দেশে রাষ্ট্রপতির সঙ্গে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷
28 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত বেনিন, গাম্বিয়া ও গায়ানাতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ সেখানে রাজ্যসভার আরেক সাংসদের সঙ্গে থাকবেন দিলীপবাবুও ৷ বেনিন এক্সপোর্টিং ও ইম্পোর্টিংয়ের বিষয়ে সফরে আলোচনা হতে পারে বলে জানা গেছে । এর পাশাপাশি বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত । সেই বিষয়েও আলোচনা হবে । গাম্বিয়ায় খোলা হবে মহাত্মা গান্ধি কনভেনশন সেন্টার ৷
এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে যাওয়ার বিষয়ে সরকারের তরফে আমায় বলা হয়েছে । সেখানেই বেশকিছু বিষয়ে চুক্তি হবে । রাষ্ট্রপতির সঙ্গে আমিও থাকব ৷"