কলকাতা, 9 সেপ্টেম্বর: "সিবিআই ডাকলে মুখ্যমন্ত্রী কী করবেন ? তাঁরও সময় আসছে !" শুক্রবার একথা বললেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, একের পর এক দুর্নীতির অভিযোগে ক্রমশ কোণঠাসা রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এই প্রেক্ষাপটে রাজনৈতিক সুবিধা আদায় করে নিতেই শাসক শিবিরের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি ৷ সেই কারণেই সরাসরি দলের হেভিওয়েটদের নিশানা করা হচ্ছে ৷ বাদ যাচ্ছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) ৷ তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং চব্বিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এমনটা করা হচ্ছে ৷ শুক্রবার দিলীপ যে মন্তব্য করেছেন, তাও এর ব্যতিক্রম নয় ৷
উল্লেখ্য, এদিন দক্ষিণ-পূর্ব রেলের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন দিলীপ ঘোষ ৷ সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গুজরাতে বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে মোদিজি তাঁর মূর্তি স্থাপন করেছেন ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাঁকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি (নেতাজির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে) ৷ কিন্তু, আসলে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তিনিই যাননি ৷ তাঁকে কি এবার বাড়ির সামনে গিয়ে গলায় গামছা দিয়ে আমন্ত্রণ জানাতে হবে ? সিবিআই ডাকলে তখন কী করবেন ? তাঁরও সময় আসছে ! তাই সবকিছু নিয়ে রাজনীতি বন্ধ করুন ৷ আপনি নেতাজিকে মালা পরিয়ে মোদিজিকে গালমন্দ করবেন, এই রাজনীতি এখানে চলবে না ৷"
আরও পড়ুন: 'রোদে পুড়ে সিভিক ভলান্টিয়াররা কালো হয়ে যাচ্ছেন, মিলছে না পাত্রী !' সুকান্তর মন্তব্যে বিতর্ক
এদিকে, মঙ্গলকোটের একটি পুরনো মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) অব্যাহতি দিয়েছে আদালত ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আদালত যা রায় দিয়েছে, তা সবাইকে মানতে হবে ৷ তবে, অন্যান্য আরও মামলা রয়েছে ৷ গরুপাচার, কয়লাপাচার, ভোট পরবর্তী হিংসা, আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে ৷ সবেতেই তো ওঁকে আসতে হবে ৷ মামলার যা লিস্ট দেখতে পাচ্ছি, তাতে তিনি এ জীবনে মুক্তি পাবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে ৷ অনেকেই আশা নিয়ে আছেন ৷ দিদি বলেছিলেন, আমি আছি ৷ কিন্তু কতদূর যে তিনি আছেন, সেটা তো বলেননি !"
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ৷ ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে তিনি বলেন, "ডায়মন্ড হারবার মডেল কোনও মডেলই নয় ৷ এটা কি কোনও মডেল হতে পারে ? এটা এই রাজ্যে চলতে পারে না ৷ জঙ্গিরা এসে ওখানে আশ্রয় নেয় ৷ ওখানে কোনও খুন-খারাপি হলে ডাইরি নেওয়া হয় না ৷ একে কি গণতন্ত্র বলা যায় ? এটা ভারতবর্ষের কোথাও চলবে না ৷"