নিউটাউন, 15 মে : আটজন মহিলা এবং 2 জন শিশুকে পুড়িয়ে মারলে বদনাম হয় না ৷ তেরো বছরের মেয়েকে গণধর্ষণ করলে বাংলার বদনাম হয় না ৷ অমিত শাহ এ নিয়ে কথা বললেই বাংলার বদনাম করা হয় ৷ বাংলার বদনাম অভিযোগে পাল্টা তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Supports Amit Shah Over Comparison Bengal with Telangana) ৷ প্রসঙ্গত, গতকাল হায়দরাবাদে একটি জনসভায় তেলাঙ্গানার আইনশৃঙ্খলা অবনতির প্রসঙ্গে বাংলার তুলনা টানেন অমিত শাহ ৷ যা নিয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ জানান হয় ৷ অভিযোগ করা হয়, অমিত শাহ দেশের কাছে বাংলার ভাবমূর্তিকে কলুষিত করছেন ৷
তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতেই এ দিন পাল্টা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন দিলীপ ঘোষ ৷ বলেন, সারা দেশের জানার প্রয়োজন কিভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে ৷ আইন কী অবস্থায় আছে ? গণতন্ত্রণের হাল কী ? তা দেশবাসীর জানা দরকার বলে জানান তিনি ৷ আর তেলাঙ্গানা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, সেখানেও টিআরএস সরকার বিজেপির উপর অত্যাচার শুরু করেছে ৷ হায়দরাবাদ পৌরনিগম ভোটে বিজেপি ভাল ফল করার পর, সেখানকার নেতৃত্বের সঙ্গে অপরাধীদের মত আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷
আরও পড়ুন : Bowbazar Metro Damage : 'বউবাজারে ফাটল বিপর্যয়ের দায় মুখ্যমন্ত্রীর', অভিযোগ শুভেন্দুর
এ দিন ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের মতপোষণ করেন দিলীপ ঘোষ ৷ জানান, বিজেপি ব্যক্তি নির্ভর দল নয় ৷ তাই সেখানে সাংগঠনিক রদবদলের মতো, প্রশাসনিক স্তরেও রদবদল হয় বলে জানান দিলীপ ৷ তাঁর কথায়, সব রাজ্যেই কখনও না কখনও সময়ের আগে মুখ্য়মন্ত্রী বদল হয়েছে ৷ তবে, তা বিজেপির ক্ষেত্রে খুবই কম বলে মনে করেন তিনি ৷ তবে এই পরিবর্তন মানুষের ক্ষোভ বা বিপ্লব দেবকে মেনে না নেওয়ার কারণে নয় বলেই দাবি তাঁর ৷ যদি তাই হত তবে, সম্প্রতি ত্রিপুরার পৌরনিগম ও পৌরসভা ভোটে বিজেপি জিততে পারত না বলে মনে করেন তিনি ৷
আরও পড়ুন : New CM of Tripura : বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা
বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমকে একহাত নেন দিলীপ ঘোষ ৷ ফিরহাদ হাকিম বউবাজার মেট্রো বিপর্যয়ের জন্য কেএমআরসিএল এর পরিকল্পনার গাফিলতিকে দায়ী করেছেন ৷ তবে, সেই অভিযোগ খারিজ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর পাল্টা দাবি, এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ বা কেএমআরসিএল দায়ী নয় ৷ এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নিম্নমানের রাজনীতি দায়ী ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর বর্তমান যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি ৷ মেট্রো রেল যে পথে রূপরেখা তৈরি করেছিল, তা মুখ্যমন্ত্রী বদলেছেন বলে অভিযোগ করেন দিলীপ ৷ আর সেই কারণেই সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷
আর কেএমআরসিএল এর পরিকল্পনার সমালোচনা প্রসঙ্গে পাল্টা ফিরহাদ হাকিমকে বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, মেয়র হয়ে যিনি শহরের জমা জল নামাতে পারেন না ৷ শহরে ঠিক মতো বিদ্যুৎ পরিষেবা দিতে পারেন না, তাঁর এত বড়বড় কথা বলা সাজে না ৷