ETV Bharat / city

Dilip on Partha : পার্থকে বুক চিতিয়ে সিবিআইয়ের মোকাবিলা করতে আহ্বান দিলীপের - Dilip Ghosh slams Partha Chatterjee as HC orders to appear ex education minister before CBI

হাইকোর্টের সিবিআই হাজিরার নির্দেশ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Partha Chatterjee as HC orders to appear ex education minister before CBI) ৷

Dilip on Partha
পার্থকে বুক চিতিয়ে সিবিআই'য়ের মোকাবিলা করতে বললেন দিলীপ
author img

By

Published : Apr 12, 2022, 6:10 PM IST

Updated : Apr 12, 2022, 9:15 PM IST

কলকাতা, 12 এপ্রিল : "নিজেকে বাঙালি বলতে লজ্জা হচ্ছে ৷ ওঁর উচিৎ বুক চিতিয়ে সিবিআইয়ের মোকাবিলা করা ৷" হাইকোর্টের সিবিআই হাজিরার নির্দেশ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Partha Chatterjee as HC orders to appear ex education minister before CBI) ৷ তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে ভাবলেই লজ্জা হচ্ছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ প্রমাণ করে যে, তৎকালীন শিক্ষামন্ত্রী কী পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন ৷

গান্ধী মূর্তির পাদদেশে এদিন এসএলএসটি উত্তীর্ণ আন্দোলনকারীদের সঙ্গে ধর্নায় বসে দিলীপ ঘোষ বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের আমলে প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি হয়েছে ৷ স্বাভাবিকভাবেই কান টানলে মাথা আসবে। নিয়োগের দরুণ লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে ৷ তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সেই অর্থ বিলি হয়েছে। এসএলএসটি উত্তীর্ণ আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি ৷ বিজেপি আন্দোলনকারীদের পাশে রয়েছে। ওদের দাবি ন্যায়সঙ্গত।"

পার্থকে বুক চিতিয়ে সিবিআইয়ের মোকাবিলা করার আহ্বান দিলীপের

আরও পড়ুন : সাময়িক স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

যদিও বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন একরাতের স্বস্তি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের ৷ 2016 স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি এবং নবম-দশম নিয়োগে ব্যাপক দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চ এদিন তৎকালীন শিক্ষামন্ত্রীকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিলে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেই পার্থকে সিবিআই হাজিরার নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুব্রত তালুকদার এবং আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ বুধবার সকাল সাড়ে 10টায় ফের শুরু এই মামলার শুনানি ৷

কলকাতা, 12 এপ্রিল : "নিজেকে বাঙালি বলতে লজ্জা হচ্ছে ৷ ওঁর উচিৎ বুক চিতিয়ে সিবিআইয়ের মোকাবিলা করা ৷" হাইকোর্টের সিবিআই হাজিরার নির্দেশ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Partha Chatterjee as HC orders to appear ex education minister before CBI) ৷ তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে ভাবলেই লজ্জা হচ্ছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ প্রমাণ করে যে, তৎকালীন শিক্ষামন্ত্রী কী পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন ৷

গান্ধী মূর্তির পাদদেশে এদিন এসএলএসটি উত্তীর্ণ আন্দোলনকারীদের সঙ্গে ধর্নায় বসে দিলীপ ঘোষ বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের আমলে প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি হয়েছে ৷ স্বাভাবিকভাবেই কান টানলে মাথা আসবে। নিয়োগের দরুণ লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে ৷ তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সেই অর্থ বিলি হয়েছে। এসএলএসটি উত্তীর্ণ আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি ৷ বিজেপি আন্দোলনকারীদের পাশে রয়েছে। ওদের দাবি ন্যায়সঙ্গত।"

পার্থকে বুক চিতিয়ে সিবিআইয়ের মোকাবিলা করার আহ্বান দিলীপের

আরও পড়ুন : সাময়িক স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

যদিও বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিন একরাতের স্বস্তি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের ৷ 2016 স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি এবং নবম-দশম নিয়োগে ব্যাপক দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চ এদিন তৎকালীন শিক্ষামন্ত্রীকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিলে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেই পার্থকে সিবিআই হাজিরার নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুব্রত তালুকদার এবং আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ বুধবার সকাল সাড়ে 10টায় ফের শুরু এই মামলার শুনানি ৷

Last Updated : Apr 12, 2022, 9:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.