নিউটাউন, 16 অক্টোবর: গরুপাচার থেকে শুরু করে কয়লাপাচার, একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের (Dilip Ghosh) ৷ পাচারকাণ্ডে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল (Dilip Ghosh criticized to tmc for several corruption) ৷ পাশাপাশি আর্থিক তছরুপের অভিযোগ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে ৷
রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ এ বিষয়ে বলেন, "অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ইডি তলব করেছে ৷ দিল্লিতে অনেককে তলব করবে। শেষে বাবার কাছে যেতে হবে। সর্বোচ্চস্তর পর্যন্ত হবে এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে এর মধ্যে বহু মানুষ যুক্ত আছেন। যারা সরকারে আছেন তার থেকে সবাই সুবিধা নিয়েছেন । ডালপালা ধরে সবাই আস্তে আস্তে যাচ্ছে কান্ডের দিকে।"
আরও পড়ুন: শাসকদলের মুখপত্রের সম্পাদকীয়তে দিলীপের প্রতি সহানুভূতি, কীসের ইঙ্গিত
শনিবার বউবাজারের মেট্রোরেলের বিপর্যয়-কাণ্ডে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছন মূখ্যমন্ত্রী ৷ এই কথা উল্লেখ করেই বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ জানান, ক্ষতিপূরণ দিয়ে মুখ্যমন্ত্রী পাপের প্রায়শ্চিত্ত করছেন ৷ মেট্রোরেলের কাজের জন্য বউবাজারে একাধিক বাড়ি বারে বারে ভেঙে পড়ছে ৷ স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জানান, ভয়ে ভয়ে হাজার-হাজার মানুষ বেঁচে থাকবেন এটা হতে পারে না। এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণকারী এবং বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন দিলীপ ঘোষ ৷