ETV Bharat / city

Three Star Hotel in Digha: পুজোর মুখে জমজমাট দিঘা-সুন্দরী, গড়ে উঠছে থ্রি স্টার হোটেল - দিঘায় থ্রি স্টার

পুজোর (Durga Puja 2022) মুখে জমজমাট দিঘা-সুন্দরী (Digha news)৷ সরকারের তৈরি কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থার হাত ধরে গড়ে উঠছে থ্রি স্টার ক্যাটাগরির হোটেল ৷

Digha
পুজোর মুখে জমজমাট দীঘা-সুন্দরী, গড়ে উঠছে থ্রি স্টার হোটেল
author img

By

Published : Sep 23, 2022, 8:16 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: অনেক স্বপ্ন নিয়ে কলকাতার কনভেনশন সেন্টারের আদলে দিঘায় কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে বিশাল বড় কনভেনশন সেন্টার, তার লাগোয়া কনফারেন্স হল, হোটেল আরও কত কী ! উদ্বোধন হলেও এই কনভেনশন সেন্টার পূর্ণতা পায়নি সেখানে তৈরি হওয়া হোটেল চালু না হওয়ার কারণে । তার চেয়েও বড় কথা দেশ-বিদেশের বহু পর্যটক এখানে এলেও থ্রি স্টার পরিষেবাযুক্ত হোটেল (Three star hotel in Digha) এখনও পর্যন্ত দিঘায় নেই বললেই চলে । এ বার রাজ্য সরকার এবং পার্ক গোষ্ঠী কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তা বাস্তবায়িত হতে চলেছে । রাজ্য সরকারের তরফ থেকে 30 বছরের জন্য পার্ক কর্তৃপক্ষকে এই কনভেনশন সেন্টার লিজে দেওয়া হয়েছে । তারা আগামী দিনে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি হোটেল গড়ে তুলবে এখানে, যা হতে চলেছে দীঘার পর্যটন মানচিত্রে একটা বড় প্রাপ্তি (Digha news)।

শুক্রবার দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই কনভেনশন সেন্টারটি ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের ৷ সেখানে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল জানান, দীঘার অন্যতম সেরা আকর্ষণ এই কনভেনশন সেন্টার । আগামী দিনে এটাই হতে চলেছে রাজ্য-দেশ তথা আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রধান আকর্ষণের কেন্দ্র (Durga Puja 2022)।

এ দিন এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই হোটেলটি তৈরি হয়ে গেলে বিদেশ থেকে আসা পর্যটকরাও সেখানে থাকতে পারবেন । স্টার ক্যাটাগরির ফেসিলিটি-সহ এখানে রয়েছে 65টি ঘর, সুইমিংপুল, পার্কিং, কনফারেন্স রুম ৷ এছাড়াও রয়েছে বিশাল একটি কনফারেন্স হল যেখানে 962 জন একসঙ্গে বসে মিটিং করতে পারবেন । তিনি আরও জানান, ইতিমধ্যেই এটি দীঘার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে । মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর থেকে বহু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কনফারেন্স এখানে হয়েছে, আগামী দিনে এটি পার্ক গোষ্ঠীর হাতে দিয়ে দেওয়া হলেও সরকারি যে কোনও কর্মসূচির জন্য এটি ব্যবহার করা যাবে ।

digha
পুজোর মুখে জমজমাট দীঘা-সুন্দরী

আরও পড়ুন: পূর্ণিমার ভরা কোটালে জলচ্ছ্বাস দিঘায়, পাড়ে দাঁড়িয়ে সমুদ্রস্নান উপভোগ পর্যটকদের

এ দিন কনভেনশন সেন্টারের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ঢেউসাগর, ওসিয়ানা বিচ, নেচার ট্রেইল পার্ক ঘুরে দেখান মানস কুমার মণ্ডল । দিনে দিনে দীঘা যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তাও তিনি জানিয়েছেন । কোভিডের কারণে গত দুবছর দিঘায় পর্যটন ব্যবসা কিছুটা মার খেলেও, এ বার পুজোয় বহু পর্যটক এখানে আসছেন । পুজোর আগে অধিকাংশ হোটেল বুকড । তাঁর কথায়, "বাঙালির প্রিয় দিঘা এখন শুধু বাঙালির নয়, গোটা দেশের কাছে আকর্ষণের বস্তু । আমরা চেষ্টা করছি দীঘায় উন্নয়নের ধারা বজায় রাখতে । সেই ধারা বজায় রাখতে গিয়ে বিগত সময়ে প্রচুর কাজ হয়েছে । আগামী দিনে আরও কাজ হতে চলেছে ।"

কলকাতা, 23 সেপ্টেম্বর: অনেক স্বপ্ন নিয়ে কলকাতার কনভেনশন সেন্টারের আদলে দিঘায় কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে বিশাল বড় কনভেনশন সেন্টার, তার লাগোয়া কনফারেন্স হল, হোটেল আরও কত কী ! উদ্বোধন হলেও এই কনভেনশন সেন্টার পূর্ণতা পায়নি সেখানে তৈরি হওয়া হোটেল চালু না হওয়ার কারণে । তার চেয়েও বড় কথা দেশ-বিদেশের বহু পর্যটক এখানে এলেও থ্রি স্টার পরিষেবাযুক্ত হোটেল (Three star hotel in Digha) এখনও পর্যন্ত দিঘায় নেই বললেই চলে । এ বার রাজ্য সরকার এবং পার্ক গোষ্ঠী কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তা বাস্তবায়িত হতে চলেছে । রাজ্য সরকারের তরফ থেকে 30 বছরের জন্য পার্ক কর্তৃপক্ষকে এই কনভেনশন সেন্টার লিজে দেওয়া হয়েছে । তারা আগামী দিনে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি হোটেল গড়ে তুলবে এখানে, যা হতে চলেছে দীঘার পর্যটন মানচিত্রে একটা বড় প্রাপ্তি (Digha news)।

শুক্রবার দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই কনভেনশন সেন্টারটি ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের ৷ সেখানে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল জানান, দীঘার অন্যতম সেরা আকর্ষণ এই কনভেনশন সেন্টার । আগামী দিনে এটাই হতে চলেছে রাজ্য-দেশ তথা আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রধান আকর্ষণের কেন্দ্র (Durga Puja 2022)।

এ দিন এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই হোটেলটি তৈরি হয়ে গেলে বিদেশ থেকে আসা পর্যটকরাও সেখানে থাকতে পারবেন । স্টার ক্যাটাগরির ফেসিলিটি-সহ এখানে রয়েছে 65টি ঘর, সুইমিংপুল, পার্কিং, কনফারেন্স রুম ৷ এছাড়াও রয়েছে বিশাল একটি কনফারেন্স হল যেখানে 962 জন একসঙ্গে বসে মিটিং করতে পারবেন । তিনি আরও জানান, ইতিমধ্যেই এটি দীঘার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে । মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর থেকে বহু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কনফারেন্স এখানে হয়েছে, আগামী দিনে এটি পার্ক গোষ্ঠীর হাতে দিয়ে দেওয়া হলেও সরকারি যে কোনও কর্মসূচির জন্য এটি ব্যবহার করা যাবে ।

digha
পুজোর মুখে জমজমাট দীঘা-সুন্দরী

আরও পড়ুন: পূর্ণিমার ভরা কোটালে জলচ্ছ্বাস দিঘায়, পাড়ে দাঁড়িয়ে সমুদ্রস্নান উপভোগ পর্যটকদের

এ দিন কনভেনশন সেন্টারের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ঢেউসাগর, ওসিয়ানা বিচ, নেচার ট্রেইল পার্ক ঘুরে দেখান মানস কুমার মণ্ডল । দিনে দিনে দীঘা যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তাও তিনি জানিয়েছেন । কোভিডের কারণে গত দুবছর দিঘায় পর্যটন ব্যবসা কিছুটা মার খেলেও, এ বার পুজোয় বহু পর্যটক এখানে আসছেন । পুজোর আগে অধিকাংশ হোটেল বুকড । তাঁর কথায়, "বাঙালির প্রিয় দিঘা এখন শুধু বাঙালির নয়, গোটা দেশের কাছে আকর্ষণের বস্তু । আমরা চেষ্টা করছি দীঘায় উন্নয়নের ধারা বজায় রাখতে । সেই ধারা বজায় রাখতে গিয়ে বিগত সময়ে প্রচুর কাজ হয়েছে । আগামী দিনে আরও কাজ হতে চলেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.