ETV Bharat / city

Tarun Majumdar Demise: রাজনৈতিক ভেদাভেদ মুছে গেল তরুণ মজুমদারের শেষকৃত্যে - তরুণ মজুমদার

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar Passes Away) ৷ দীর্ঘদিন তিনি কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
Tarun Majumdar Demise
author img

By

Published : Jul 4, 2022, 8:02 PM IST

Updated : Jul 4, 2022, 10:06 PM IST

কলকাতা, 4 জুলাই: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার(Tarun Majumdar)। তাঁর ইচ্ছেমতোই সম্পূর্ণ হল শেষকৃত্য । বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অবিস্মরণীয় । তবে মৃত্যুর পরেও রেখে গেলেন এক অনন্য অবদান । তাঁর শেষকৃত্য মুছে দিল রাজনৈতিক ভেদাভেদ । শেষবারের মতো বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন বিজেপি থেকে শুরু করে তৃণমূল ও বাম নেতারা ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন শতরূপ ঘোষ

এসএসকেএম-এ(SSKM) তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । হাসপাতালে তখন ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । এসএসকেএম এনাটমি বিভাগের সামনে তৈরি হল এক অনন্য ছবি । কান্তি গঙ্গোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের মধ্যে দেখা মিলল সৌজন্যমূলক ব্যবহার । তাঁর শরীর কেমন আছে সেই বিষয়েও খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি । প্রণাম জানিয়ে বার্তা বিনিময় করলেন দু'জন ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ইন্দ্রনীল সেন

এছাড়াও এদিন এসএসকেএম হাসপাতালে প্রিয় বন্ধু তরুণ মজুমদারকে শেষবারের মতো দেখতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও বাম নেতা সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ । উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন । বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও। ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী(Different Political leaders seen at funeral of Tarun Majumdar)।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন: বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল, তরুণ মজুমদারের প্রয়াণে মন্তব্য সুজনের

সোমবার সকল রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা গেল এক সৌজন্যমূলক ব্যবহার । কোন রাজনীতি নয়, তাঁদের মধ্যে দেখা গেল বন্ধুত্বের চিত্র । তরুণ মজুমদার নিজে ছিলেন একজন বামপন্থী । হাসপাতালে শুয়েও তিনি জানিয়েছিলেন, ছবি কিন্তু হবেই । শেষে কান্তি গঙ্গোপাধ্যায়র উপর ডকুমেন্ট্রি করার ইচ্ছা ছিল বর্ষীয়ান পরিচালকের । তবে ইচ্ছা থাকলেও সায় দিল না তাঁর বয়স ও শরীর । তাই সেই ভাবনা আর বাস্তবায়িত করা হল না । প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে এসে কোনও কথা বলতে পারলেন না বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । কথা বলতে গিয়ে তাঁর চোখ ভরে গেল জলে ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু

কলকাতা, 4 জুলাই: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার(Tarun Majumdar)। তাঁর ইচ্ছেমতোই সম্পূর্ণ হল শেষকৃত্য । বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অবিস্মরণীয় । তবে মৃত্যুর পরেও রেখে গেলেন এক অনন্য অবদান । তাঁর শেষকৃত্য মুছে দিল রাজনৈতিক ভেদাভেদ । শেষবারের মতো বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন বিজেপি থেকে শুরু করে তৃণমূল ও বাম নেতারা ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন শতরূপ ঘোষ

এসএসকেএম-এ(SSKM) তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । হাসপাতালে তখন ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । এসএসকেএম এনাটমি বিভাগের সামনে তৈরি হল এক অনন্য ছবি । কান্তি গঙ্গোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের মধ্যে দেখা মিলল সৌজন্যমূলক ব্যবহার । তাঁর শরীর কেমন আছে সেই বিষয়েও খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি । প্রণাম জানিয়ে বার্তা বিনিময় করলেন দু'জন ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ইন্দ্রনীল সেন

এছাড়াও এদিন এসএসকেএম হাসপাতালে প্রিয় বন্ধু তরুণ মজুমদারকে শেষবারের মতো দেখতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও বাম নেতা সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ । উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন । বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও। ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী(Different Political leaders seen at funeral of Tarun Majumdar)।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন: বাংলার সমাজজীবনের বড় ক্ষতি হল, তরুণ মজুমদারের প্রয়াণে মন্তব্য সুজনের

সোমবার সকল রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা গেল এক সৌজন্যমূলক ব্যবহার । কোন রাজনীতি নয়, তাঁদের মধ্যে দেখা গেল বন্ধুত্বের চিত্র । তরুণ মজুমদার নিজে ছিলেন একজন বামপন্থী । হাসপাতালে শুয়েও তিনি জানিয়েছিলেন, ছবি কিন্তু হবেই । শেষে কান্তি গঙ্গোপাধ্যায়র উপর ডকুমেন্ট্রি করার ইচ্ছা ছিল বর্ষীয়ান পরিচালকের । তবে ইচ্ছা থাকলেও সায় দিল না তাঁর বয়স ও শরীর । তাই সেই ভাবনা আর বাস্তবায়িত করা হল না । প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে এসে কোনও কথা বলতে পারলেন না বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । কথা বলতে গিয়ে তাঁর চোখ ভরে গেল জলে ।

Different Political leaders seen at funeral of Tarun Majumdar
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু
Last Updated : Jul 4, 2022, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.