ETV Bharat / city

Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল - dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal

পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সঙ্ঘাত নয়া মোড় নিল ৷ মন্ত্রিসভার প্রস্তাব মেনে আগামী 7 মার্চ রাত 2টোয় অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal) ৷

dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal
Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল
author img

By

Published : Feb 24, 2022, 3:22 PM IST

Updated : Feb 24, 2022, 4:09 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশন ডাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার প্রস্তাব মেনে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার টুইট করেই তিনি সেই কথা জানিয়েছেন ৷ তাঁর দাবি, সরকারি প্রস্তাব মেনেই তিনি আগামী 7 মার্চ রাত 2টোয় বাজেট অধিবেশন ডাকার অনুমতি দিয়েছেন (dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal) ৷ একই সঙ্গে এটাও জানিয়েছেন যে এভাবে মাঝরাতে অধিবেশন ডাকার ঘটনা নজিরবিহীন৷ আর তা ইতিহাস তৈরি করবে ৷

  • WB Guv: Summoning WBLA

    Invoking article 174 (1) of Constitution, accepting Cabinet Decision, Assembly has been summoned to meet on March 07, 2022 at 2.00 A.M.

    Assembly meeting after midnight at 2.00 A.M. is unusual and history of sorts in making, but that is Cabinet Decision. pic.twitter.com/JEXKWYEIoQ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে রাজ্যপাল টুইট করে জানিয়েছিলেন যে সংবিধানকে অমান্য করে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে বাজেট অধিবেশন ডাকতে চায় রাজ্য সরকার ৷ তাই মন্ত্রিসভায় প্রস্তাব পাস না করিয়েই বাজেট অধিবেশন ডাকার অনুমোদনের ফাইল তাঁর কাছে পাঠানো হয় ৷ তিনি সংবিধান মেনে তা সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন ৷

তার পর এই ইস্যুতে চাপানউতোর চলছিল ৷ প্রশাসনের একটি মহল থেকে শোনা গিয়েছিল যে মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে ৷ কিন্তু গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন যে তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসেনি ৷

এর পর বৃহস্পতিবার সকালের দিকে রাজ্যপাল একটি টুইট করেন ৷ সেখানে জানানো হয়, মখ্যসচিবকে রাজভবনে ডাকা হয়েছে বিধানসভার অধিবেশন ডাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ৷

  • WB Guv:
    CS has been called upon to be present before noon today for urgent consultations in connection with summoning WB Assembly seeking to invoke authority of Guv under article 174 of Constitution in pursuance to Feb 21 Cabinet Decision as remitted to this office on Feb 23.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার কয়েক ঘণ্টা পরই রাজ্যপাল বাজেট অধিবেশন ডাকার সরকারি প্রস্তাবে সায় দেন ৷ আর আগামী 7 মার্চ অধিবেশন রাত 2টোয় ডাকার নির্দেশ দেন ৷ সেই সংক্রান্ত নথি তিনি টুইটারে দিয়েছেন ৷ সঙ্গে লিখেছেন যে সংবিধান মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে রাত 2টোয় অধিবেশন ডাকা নজিরবিহীন ও এটা ইতিহাস তৈরি করবে ৷ কিন্তু যেহেতু এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই প্রস্তাবে সম্মত হলেন ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সরকারি এই প্রস্তাবে যা লেখা হয়েছে, তা নিশ্চিতভাবেই ছাপার ভুল ৷ কিন্তু কৌশলে রাজ্যপাল সেই ভুলকেই হাতিয়ার করলেন ৷ তবে মুখ্যসচিবকে তিনি তলব করে হয়তো এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷ তিনি সম্ভবত রাজভবনে যাননি ৷ তাই রাজ্যপালও সময়ের ‘ভুল’ থাকা প্রস্তাবে সই করে নতুন বিতর্ক তৈরি করলেন ৷

পরের একটি টুইটে সেই ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যপাল ৷ তিনি জানিয়েছেন, মাঝরাতে অধিবেশন ডাকার বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক ঠেকেছিল ৷ তাই তিনি মুখ্যসচিবকে ডেকেছিলেন ৷ কিন্তু স্বাভাবিকভাবেই তিনি আসেননি ৷ সেই কারণে তিনি মন্ত্রিসভার প্রস্তাবে সায় দিয়েছেন ৷

  • WB Guv: Summoning WBLA

    “Finding the timing of session after midnight somewhat odd, an outreach effort was made by calling Chief Secretary for urgent consultations before noon today. There was usual compliance failure. The issue was determined accepting the Cabinet Decision. “

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু এর শেষ পরিণতি কোথায়, অধিবেশনের সময় কি তিনি নতুন করে বদল করবেন ! নাকি ইতিহাস তৈরি হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় !

আরও পড়ুন : Dhankhar-Mamata New Conflict : বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী নয়া সংঘাত

কলকাতা, 24 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশন ডাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার প্রস্তাব মেনে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার টুইট করেই তিনি সেই কথা জানিয়েছেন ৷ তাঁর দাবি, সরকারি প্রস্তাব মেনেই তিনি আগামী 7 মার্চ রাত 2টোয় বাজেট অধিবেশন ডাকার অনুমতি দিয়েছেন (dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal) ৷ একই সঙ্গে এটাও জানিয়েছেন যে এভাবে মাঝরাতে অধিবেশন ডাকার ঘটনা নজিরবিহীন৷ আর তা ইতিহাস তৈরি করবে ৷

  • WB Guv: Summoning WBLA

    Invoking article 174 (1) of Constitution, accepting Cabinet Decision, Assembly has been summoned to meet on March 07, 2022 at 2.00 A.M.

    Assembly meeting after midnight at 2.00 A.M. is unusual and history of sorts in making, but that is Cabinet Decision. pic.twitter.com/JEXKWYEIoQ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন আগে রাজ্যপাল টুইট করে জানিয়েছিলেন যে সংবিধানকে অমান্য করে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে বাজেট অধিবেশন ডাকতে চায় রাজ্য সরকার ৷ তাই মন্ত্রিসভায় প্রস্তাব পাস না করিয়েই বাজেট অধিবেশন ডাকার অনুমোদনের ফাইল তাঁর কাছে পাঠানো হয় ৷ তিনি সংবিধান মেনে তা সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন ৷

তার পর এই ইস্যুতে চাপানউতোর চলছিল ৷ প্রশাসনের একটি মহল থেকে শোনা গিয়েছিল যে মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে ৷ কিন্তু গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন যে তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসেনি ৷

এর পর বৃহস্পতিবার সকালের দিকে রাজ্যপাল একটি টুইট করেন ৷ সেখানে জানানো হয়, মখ্যসচিবকে রাজভবনে ডাকা হয়েছে বিধানসভার অধিবেশন ডাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ৷

  • WB Guv:
    CS has been called upon to be present before noon today for urgent consultations in connection with summoning WB Assembly seeking to invoke authority of Guv under article 174 of Constitution in pursuance to Feb 21 Cabinet Decision as remitted to this office on Feb 23.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার কয়েক ঘণ্টা পরই রাজ্যপাল বাজেট অধিবেশন ডাকার সরকারি প্রস্তাবে সায় দেন ৷ আর আগামী 7 মার্চ অধিবেশন রাত 2টোয় ডাকার নির্দেশ দেন ৷ সেই সংক্রান্ত নথি তিনি টুইটারে দিয়েছেন ৷ সঙ্গে লিখেছেন যে সংবিধান মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে রাত 2টোয় অধিবেশন ডাকা নজিরবিহীন ও এটা ইতিহাস তৈরি করবে ৷ কিন্তু যেহেতু এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই প্রস্তাবে সম্মত হলেন ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সরকারি এই প্রস্তাবে যা লেখা হয়েছে, তা নিশ্চিতভাবেই ছাপার ভুল ৷ কিন্তু কৌশলে রাজ্যপাল সেই ভুলকেই হাতিয়ার করলেন ৷ তবে মুখ্যসচিবকে তিনি তলব করে হয়তো এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷ তিনি সম্ভবত রাজভবনে যাননি ৷ তাই রাজ্যপালও সময়ের ‘ভুল’ থাকা প্রস্তাবে সই করে নতুন বিতর্ক তৈরি করলেন ৷

পরের একটি টুইটে সেই ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যপাল ৷ তিনি জানিয়েছেন, মাঝরাতে অধিবেশন ডাকার বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক ঠেকেছিল ৷ তাই তিনি মুখ্যসচিবকে ডেকেছিলেন ৷ কিন্তু স্বাভাবিকভাবেই তিনি আসেননি ৷ সেই কারণে তিনি মন্ত্রিসভার প্রস্তাবে সায় দিয়েছেন ৷

  • WB Guv: Summoning WBLA

    “Finding the timing of session after midnight somewhat odd, an outreach effort was made by calling Chief Secretary for urgent consultations before noon today. There was usual compliance failure. The issue was determined accepting the Cabinet Decision. “

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু এর শেষ পরিণতি কোথায়, অধিবেশনের সময় কি তিনি নতুন করে বদল করবেন ! নাকি ইতিহাস তৈরি হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় !

আরও পড়ুন : Dhankhar-Mamata New Conflict : বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী নয়া সংঘাত

Last Updated : Feb 24, 2022, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.