ETV Bharat / city

Dhankhar Summons Bengal CS-DGP : শুভেন্দুকে পুলিশ আটকানো নিয়ে মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ তার পর এই ঘটনার বিস্তারিত তথ্য জানতে মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল (Dhankhar Summons Bengal CS-DGP) ৷

dhankhar summons bengal cs and dgp on suvednu issue
Dhankhar Summons Bengal CS-DGP : শুভেন্দুকে কেন আটকালো পুলিশ, মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের
author img

By

Published : Jan 8, 2022, 2:35 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : নেতাই যাওয়ার পথে শুক্রবার পুলিশি বাধার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ শনিবার সেই নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেন শুভেন্দুকে নেতাই যাওয়ার পথে আটকানো হল, এদিন সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত জানতে তলব করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (dhankhar summons bengal cs and dgp on suvednu issue) ৷

প্রসঙ্গত, গতকাল ছিল নেতাই দিবস ৷ পশ্চিম মেদিনীপুরের ওই এলাকায় 2010 সালের 7 জানুয়ারি একাধিক স্থানীয় বাসিন্দাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল ৷ সিপিএমের হার্মাদ ক্যাম্প থেকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয় তখন ৷ তাই প্রতিবছর জানুয়ারির সাত তারিখ নেতাইয়ে শহিদ দিবস পালন করা হয় ৷

ওইদিন নেতাইয়ে উপস্থিত থাকতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু ৷ হাইকোর্ট তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেয় ৷ কিন্তু শুক্রবার নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু ৷ তার পর সেখান থেকে তিনি ফিরে আসেন ৷ এই নিয়ে হাইকোর্টে ফের মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি ৷

  • In spite of Jan 5 Hon’ble HC order the LOP was so ill treated by the administration @MamataOfficial and police @WBPolice compromising his fundamental rights.

    Such blatant disregard of Hon’ble High Court directive calls for exemplary consequences if
    democracy is to survive. pic.twitter.com/qTt2LULIKB

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার পর তিনি চিঠি লেখেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ সেই চিঠি পাওয়ার পরই রাজ্যপাল টুইট করেন ৷ একটি টুইটে তিনি শুভেন্দুর চিঠি অ্যাটাচ করেছেন ৷ দ্বিতীয়টিতেই হাইকোর্টের রায়ের কপি অ্যাটাচ করেছেন ৷ পাশাপাশি রাজ্যপালের অভিযোগ, বিরোধী দলনেতাকে হেনস্তা করা হয়েছে এবং আদালতের অবমাননা করা হয়েছে ৷ তাই এই নিয়ে তিনি বিস্তারিত জানতে চান ৷

আরও পড়ুন : Suvendu to attend Netai Dibas : নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু, অনুমতি হাইকোর্টের

সেই কারণেই তিনি ডেকে পাঠিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (Dhankhar Summons Bengal CS-DGP) ৷ আগামী 10 জানুয়ারি সকাল 11টায় তাঁদের রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে ৷

কলকাতা, 8 জানুয়ারি : নেতাই যাওয়ার পথে শুক্রবার পুলিশি বাধার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ শনিবার সেই নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেন শুভেন্দুকে নেতাই যাওয়ার পথে আটকানো হল, এদিন সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত জানতে তলব করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (dhankhar summons bengal cs and dgp on suvednu issue) ৷

প্রসঙ্গত, গতকাল ছিল নেতাই দিবস ৷ পশ্চিম মেদিনীপুরের ওই এলাকায় 2010 সালের 7 জানুয়ারি একাধিক স্থানীয় বাসিন্দাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল ৷ সিপিএমের হার্মাদ ক্যাম্প থেকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয় তখন ৷ তাই প্রতিবছর জানুয়ারির সাত তারিখ নেতাইয়ে শহিদ দিবস পালন করা হয় ৷

ওইদিন নেতাইয়ে উপস্থিত থাকতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু ৷ হাইকোর্ট তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেয় ৷ কিন্তু শুক্রবার নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু ৷ তার পর সেখান থেকে তিনি ফিরে আসেন ৷ এই নিয়ে হাইকোর্টে ফের মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি ৷

  • In spite of Jan 5 Hon’ble HC order the LOP was so ill treated by the administration @MamataOfficial and police @WBPolice compromising his fundamental rights.

    Such blatant disregard of Hon’ble High Court directive calls for exemplary consequences if
    democracy is to survive. pic.twitter.com/qTt2LULIKB

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার পর তিনি চিঠি লেখেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ সেই চিঠি পাওয়ার পরই রাজ্যপাল টুইট করেন ৷ একটি টুইটে তিনি শুভেন্দুর চিঠি অ্যাটাচ করেছেন ৷ দ্বিতীয়টিতেই হাইকোর্টের রায়ের কপি অ্যাটাচ করেছেন ৷ পাশাপাশি রাজ্যপালের অভিযোগ, বিরোধী দলনেতাকে হেনস্তা করা হয়েছে এবং আদালতের অবমাননা করা হয়েছে ৷ তাই এই নিয়ে তিনি বিস্তারিত জানতে চান ৷

আরও পড়ুন : Suvendu to attend Netai Dibas : নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু, অনুমতি হাইকোর্টের

সেই কারণেই তিনি ডেকে পাঠিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (Dhankhar Summons Bengal CS-DGP) ৷ আগামী 10 জানুয়ারি সকাল 11টায় তাঁদের রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.