ETV Bharat / city

Dhankhar Attacks Mamata : পরামর্শদাতা নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে সরব ধনকড় - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পরামর্শদাতা নিয়োগ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata complains to Modi against Dhankhar) ৷ শনিবার এই নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে পালটা সরব হলেন রাজ্যপাল ৷

dhankhar attacks mamata government on consultants recruitment
Dhankhar Attacks Mamata : পরামর্শদাতা নিয়োগে অসচ্ছ্বতার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে সরব ধনকড়
author img

By

Published : Jan 8, 2022, 12:50 PM IST

Updated : Jan 8, 2022, 1:03 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Attacks Mamata) ৷ এবার তিনি সরব হলেন রাজ্যের পরামর্শদাতা নিয়োগ নিয়ে ৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেও দাবি করলেন ৷

শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সেই দু’টি টুইটের একটিতে তিনি একটি চিঠি অ্যাটাচ করে দিয়েছেন ৷ রাজ্যপালের দাবি, ওই চিঠি তিনি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ৷ পরামর্শদাতা নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানার উদ্দেশ্যে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সেই তথ্য তাঁকে জানাননি বলে দ্বিতীয় টুইটে অভিযোগ করেছেন ধনকড় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ছিল ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (West Bengal CM Mamata Banerjee) ৷

ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷ এই ধরনের পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই তাঁর সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি ৷ এই নিয়ে না জেনে বারবার রাজ্যপাল হস্তক্ষেপ করছেন ও নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন মমতা (Mamata complains to Modi against dhankhar) ৷

  • Selection #consultants @MamataOfficial “through Personality Test” with no further details can’t be more opaque.

    CS usual failure to reveal details of mechanism, modalities & precise selection process to be followed for this recruitment is serious dereliction of duty.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর এই বিবাদ নতুন করে শুরু হয়েছে ৷ বিজেপির একাধিক নেতা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ মমতা গণতন্ত্রের গরিমা নষ্ট করছেন বলেও তাঁরা অভিযোগ করেন ৷ পাশাপাশি রাজ্যপালও এই নিয়ে সমালোচনায় সরব হন ৷ গতকালই এই নিয়ে তিনি দু’টি টুইট করেন ৷ মমতা ভুল তথ্য দিচ্ছে বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

এর পর শনিবার ফের তিনি এই নিয়ে সরব হলেন ৷ আবার টুইট যুদ্ধ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বা শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

কলকাতা, 8 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Attacks Mamata) ৷ এবার তিনি সরব হলেন রাজ্যের পরামর্শদাতা নিয়োগ নিয়ে ৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেও দাবি করলেন ৷

শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সেই দু’টি টুইটের একটিতে তিনি একটি চিঠি অ্যাটাচ করে দিয়েছেন ৷ রাজ্যপালের দাবি, ওই চিঠি তিনি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ৷ পরামর্শদাতা নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানার উদ্দেশ্যে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সেই তথ্য তাঁকে জানাননি বলে দ্বিতীয় টুইটে অভিযোগ করেছেন ধনকড় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ছিল ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (West Bengal CM Mamata Banerjee) ৷

ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷ এই ধরনের পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই তাঁর সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি ৷ এই নিয়ে না জেনে বারবার রাজ্যপাল হস্তক্ষেপ করছেন ও নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন মমতা (Mamata complains to Modi against dhankhar) ৷

  • Selection #consultants @MamataOfficial “through Personality Test” with no further details can’t be more opaque.

    CS usual failure to reveal details of mechanism, modalities & precise selection process to be followed for this recruitment is serious dereliction of duty.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর এই বিবাদ নতুন করে শুরু হয়েছে ৷ বিজেপির একাধিক নেতা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ মমতা গণতন্ত্রের গরিমা নষ্ট করছেন বলেও তাঁরা অভিযোগ করেন ৷ পাশাপাশি রাজ্যপালও এই নিয়ে সমালোচনায় সরব হন ৷ গতকালই এই নিয়ে তিনি দু’টি টুইট করেন ৷ মমতা ভুল তথ্য দিচ্ছে বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

এর পর শনিবার ফের তিনি এই নিয়ে সরব হলেন ৷ আবার টুইট যুদ্ধ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বা শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

Last Updated : Jan 8, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.