ETV Bharat / city

Dhankhar Attacks Mamata : পরামর্শদাতা নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে সরব ধনকড়

পরামর্শদাতা নিয়োগ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata complains to Modi against Dhankhar) ৷ শনিবার এই নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে পালটা সরব হলেন রাজ্যপাল ৷

dhankhar attacks mamata government on consultants recruitment
Dhankhar Attacks Mamata : পরামর্শদাতা নিয়োগে অসচ্ছ্বতার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে সরব ধনকড়
author img

By

Published : Jan 8, 2022, 12:50 PM IST

Updated : Jan 8, 2022, 1:03 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Attacks Mamata) ৷ এবার তিনি সরব হলেন রাজ্যের পরামর্শদাতা নিয়োগ নিয়ে ৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেও দাবি করলেন ৷

শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সেই দু’টি টুইটের একটিতে তিনি একটি চিঠি অ্যাটাচ করে দিয়েছেন ৷ রাজ্যপালের দাবি, ওই চিঠি তিনি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ৷ পরামর্শদাতা নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানার উদ্দেশ্যে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সেই তথ্য তাঁকে জানাননি বলে দ্বিতীয় টুইটে অভিযোগ করেছেন ধনকড় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ছিল ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (West Bengal CM Mamata Banerjee) ৷

ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷ এই ধরনের পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই তাঁর সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি ৷ এই নিয়ে না জেনে বারবার রাজ্যপাল হস্তক্ষেপ করছেন ও নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন মমতা (Mamata complains to Modi against dhankhar) ৷

  • Selection #consultants @MamataOfficial “through Personality Test” with no further details can’t be more opaque.

    CS usual failure to reveal details of mechanism, modalities & precise selection process to be followed for this recruitment is serious dereliction of duty.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর এই বিবাদ নতুন করে শুরু হয়েছে ৷ বিজেপির একাধিক নেতা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ মমতা গণতন্ত্রের গরিমা নষ্ট করছেন বলেও তাঁরা অভিযোগ করেন ৷ পাশাপাশি রাজ্যপালও এই নিয়ে সমালোচনায় সরব হন ৷ গতকালই এই নিয়ে তিনি দু’টি টুইট করেন ৷ মমতা ভুল তথ্য দিচ্ছে বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

এর পর শনিবার ফের তিনি এই নিয়ে সরব হলেন ৷ আবার টুইট যুদ্ধ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বা শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

কলকাতা, 8 জানুয়ারি : পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Attacks Mamata) ৷ এবার তিনি সরব হলেন রাজ্যের পরামর্শদাতা নিয়োগ নিয়ে ৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলেও দাবি করলেন ৷

শনিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ সেই দু’টি টুইটের একটিতে তিনি একটি চিঠি অ্যাটাচ করে দিয়েছেন ৷ রাজ্যপালের দাবি, ওই চিঠি তিনি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ৷ পরামর্শদাতা নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য জানার উদ্দেশ্যে ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সেই তথ্য তাঁকে জানাননি বলে দ্বিতীয় টুইটে অভিযোগ করেছেন ধনকড় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ছিল ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (West Bengal CM Mamata Banerjee) ৷

ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷ এই ধরনের পরামর্শদাতা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই তাঁর সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি ৷ এই নিয়ে না জেনে বারবার রাজ্যপাল হস্তক্ষেপ করছেন ও নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন মমতা (Mamata complains to Modi against dhankhar) ৷

  • Selection #consultants @MamataOfficial “through Personality Test” with no further details can’t be more opaque.

    CS usual failure to reveal details of mechanism, modalities & precise selection process to be followed for this recruitment is serious dereliction of duty.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর এই বিবাদ নতুন করে শুরু হয়েছে ৷ বিজেপির একাধিক নেতা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ মমতা গণতন্ত্রের গরিমা নষ্ট করছেন বলেও তাঁরা অভিযোগ করেন ৷ পাশাপাশি রাজ্যপালও এই নিয়ে সমালোচনায় সরব হন ৷ গতকালই এই নিয়ে তিনি দু’টি টুইট করেন ৷ মমতা ভুল তথ্য দিচ্ছে বলেও দাবি করেন ৷

আরও পড়ুন : BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

এর পর শনিবার ফের তিনি এই নিয়ে সরব হলেন ৷ আবার টুইট যুদ্ধ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বা শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

Last Updated : Jan 8, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.