কলকাতা, 2 এপ্রিল: জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বাস কমেছে ধর্মতলাতে ৷ বিকেলের পর থেকেই বাগনান, আমতা, বারাসত ও বসিরহাট রুটে মাত্র 4টি বাসের উপর ভরসা করে চলে যাতায়াত ৷ ক্রমাগত জ্বালানির দাম বাড়তে থাকলেও তুলনায় ভাড়া না বাড়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ কলকাতার নিত্যযাত্রীদেরও ভোগান্তির শেষ নেই । এই অবস্থায় অফিস যাত্রীদের একটা বড় অংশ যখন সরকারি বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকছেন, তখন মিলছে না সরকারি বাস (Fuel Price Hike Effect On Bus service) ।
পরিবহণ দফতর সূত্রে খবর, সাধারণত কাজের দিনে রাজ্যের প্রায় 4 হাজারের কাছাকাছি সরকারি বাস চলে ৷ যার মধ্যে একটা বড় অংশে রয়েছে দূরপাল্লার বাস । নিত্যযাত্রীদের অভিযোগ, সরকারি বাস চললেও সন্ধ্যার পর থেকেই তা অমিল ৷ বিকেল চারটে থেকেই ধর্মতলা বাস ডিপোতে অমিল সরকারি বাস (Bus Service Decrease In Esplanade)। অথচ রাজ্যের পরিবহণ দফতর অমিলের কথা মানতে নারাজ ৷ পরিবহণ দফতরের পক্ষ থেকে নিত্যযাত্রীদের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, সাধরণ মানুষকে পরিষেবা দিতে বাড়তি বাস নামানো হয়েছে ৷
এই প্রসঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহণকর্মী জানান, তেলের দাম বৃদ্ধির কারণে অনেক বাস বসে গিয়েছে। মাত্র 4টি বাস বাগনান, আমতা, বারাসাত ও বসিরহাট রুটে সাড়ে আটটা পর্যন্ত চলে । যার ফলে যাত্রীদের একটা বড় অংশের ভোগান্তি হচ্ছে । ওই কর্মী স্বীকার করে নিয়েছে,ন এই বাস কমে যাওয়ার একটা বড় কারণ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। তাছাড়া রক্ষণাবেক্ষণের কারণে একাধিক বাস গ্যারেজে থাকায় এই সমস্যা হচ্ছে । তাতেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
বারাসতের বাসিন্দা রফিক শেখ জানান, বিকালের পর থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস সম্পর্কিত কোনও তথ্য থাকে না ৷ যার জন্য ডিপোর কর্মীদের উদাসীনতা দায়ী। এই অবস্থায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন । আমতার বাসিন্দা রবিউল আলম বলেন, ‘‘এই রাস্তা দিয়ে আমি প্রায় 30 বছর যাতায়াত করছি । এখন যেভাবে বাসের সমস্যা অতীতে কখনওই ছিল না । আমাদের নিত্যযাত্রীদের মধ্যে অনেকেই এই সমস্যার কারণে তাঁদের যাত্রাপথ বদলে নিয়েছেন । আমার কোনও উপায় নেই, তাই অপেক্ষায় করে যাতায়াত করি নিয়মিত।’’