ETV Bharat / city

5000 কিমি নতুন রাস্তা, দেশে শীর্ষে বাংলা; দাবি ডেরেকের

"সোজা বাংলায় বলছি" কর্মসূচিতে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে একটি এক মিনিটের ভিডিয়ো বার্তায় তুলে ধরা হয় ৷ তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এই ভিডিয়ো বার্তায় রাজ্য় সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন ৷

dereck o brayan
ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Aug 19, 2020, 10:16 PM IST

কলকাতা, 19 অগাস্ট : "বাংলা গ্রামীণ সড়ক যোজনায় 5000 কিমি নতুন রাস্তা হয়েছে । যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ । দেশের মধ্যে এক নম্বর।" "সোজা বাংলায় বলছি" কর্মসূচির একাদশ দিনে এই দাবি করলেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । পাশাপাশি, গ্রামীণ রাস্তা, সাধারণ মানুষের জন্য শৌচাগার তৈরি ও সেতু নির্মাণের যাবতীয় তথ্যও তুলে ধরেন তিনি।

"সোজা বাংলায় বলছি" কর্মসূচিতে রাজ্য সরকারের উল্লেখযোগ্য কাজগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে । মাত্র এক মিনিটের ভিডিয়ো বার্তায় তথ্য সহ তা তুলে ধরেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । মূলত, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলোকেই তুলে ধরা হয় সেখানে ।

আজ ডেরেক ও'ব্রায়েন বলেন, "মিশন নির্মল বাংলা"-য় 2012 সাল থেকে রাজ্যের সমস্ত জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 71 লাখের বেশি বাড়িতে পৃথক শৌচাগার তৈরি করা হয়েছে । 2019 -20 সালে অতিরিক্ত 14 হাজার হেক্টর কৃষি জমিকে সেচের আওতায় আনা হয়েছে‌ । 2019 -20 সালে 20টি নতুন সেতু তৈরি করা হয়েছে । 100-র বেশি সেতু মেরামত করা হয়েছে । বাংলার গ্রামীণ সড়ক যোজনার আওতায় 2018 -19 সালে 5000 কিমি নতুন রাস্তা তৈরি হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ । দেশের মধ্যে এক নম্বর । সোজা বাংলায় বলছি ‌। একটু ভেবে দেখুন। সাবধানে থাকুন। ভালো থাকুন।'

কলকাতা, 19 অগাস্ট : "বাংলা গ্রামীণ সড়ক যোজনায় 5000 কিমি নতুন রাস্তা হয়েছে । যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ । দেশের মধ্যে এক নম্বর।" "সোজা বাংলায় বলছি" কর্মসূচির একাদশ দিনে এই দাবি করলেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । পাশাপাশি, গ্রামীণ রাস্তা, সাধারণ মানুষের জন্য শৌচাগার তৈরি ও সেতু নির্মাণের যাবতীয় তথ্যও তুলে ধরেন তিনি।

"সোজা বাংলায় বলছি" কর্মসূচিতে রাজ্য সরকারের উল্লেখযোগ্য কাজগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে । মাত্র এক মিনিটের ভিডিয়ো বার্তায় তথ্য সহ তা তুলে ধরেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । মূলত, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলোকেই তুলে ধরা হয় সেখানে ।

আজ ডেরেক ও'ব্রায়েন বলেন, "মিশন নির্মল বাংলা"-য় 2012 সাল থেকে রাজ্যের সমস্ত জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে 71 লাখের বেশি বাড়িতে পৃথক শৌচাগার তৈরি করা হয়েছে । 2019 -20 সালে অতিরিক্ত 14 হাজার হেক্টর কৃষি জমিকে সেচের আওতায় আনা হয়েছে‌ । 2019 -20 সালে 20টি নতুন সেতু তৈরি করা হয়েছে । 100-র বেশি সেতু মেরামত করা হয়েছে । বাংলার গ্রামীণ সড়ক যোজনার আওতায় 2018 -19 সালে 5000 কিমি নতুন রাস্তা তৈরি হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ । দেশের মধ্যে এক নম্বর । সোজা বাংলায় বলছি ‌। একটু ভেবে দেখুন। সাবধানে থাকুন। ভালো থাকুন।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.