ETV Bharat / city

"কোরোনাতেও কেন্দ্রের বরাদ্দ শূন্য", "সোজা বাংলায় বলছি"-তে সরব ডেরেক

"সোজা বাংলায় বলছি" কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ৷

derek o'brien said in "soja banglay bolchhi"
ডেরেক
author img

By

Published : Aug 1, 2020, 5:16 AM IST

কলকাতা, 1 অগস্ট : "কোরোনার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ শূন্য ।" "সোজা বাংলায় বলছি" কর্মসূচির তৃতীয় দিনে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে সেই বঞ্চনার অভিযোগ তোলা হল "সোজা বাংলায় বলছি" কর্মসূচিতে ৷ গতকাল ছিল এই কর্মসূচির তৃতীয় দিন ৷ যেখানে 1 মিনিটের বক্তব্যে ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করলেন, কোরোনার জন‍্য কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি ৷

তিনি বলেন, "এপ্রিল মাসে বাংলায় পাঠানো টেস্টিং কিটগুলো ছিল ত্রুটিপূর্ণ । জুন মাস পর্যন্ত কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলার খরচ হয়েছে 1200 কোটি টাকা । বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার দিয়েছে 400 কোটি টাকা । তবে কোরোনার জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে শূন্য । সোজা বাংলায় বলছি । একটু ভেবে দেখুন ।"

এদিকে সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোরোনা নির্ণয়ের জন্য রাজ্যে আরও ল্যাব দরকার ।

কলকাতা, 1 অগস্ট : "কোরোনার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ শূন্য ।" "সোজা বাংলায় বলছি" কর্মসূচির তৃতীয় দিনে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে সেই বঞ্চনার অভিযোগ তোলা হল "সোজা বাংলায় বলছি" কর্মসূচিতে ৷ গতকাল ছিল এই কর্মসূচির তৃতীয় দিন ৷ যেখানে 1 মিনিটের বক্তব্যে ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করলেন, কোরোনার জন‍্য কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি ৷

তিনি বলেন, "এপ্রিল মাসে বাংলায় পাঠানো টেস্টিং কিটগুলো ছিল ত্রুটিপূর্ণ । জুন মাস পর্যন্ত কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলার খরচ হয়েছে 1200 কোটি টাকা । বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার দিয়েছে 400 কোটি টাকা । তবে কোরোনার জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে শূন্য । সোজা বাংলায় বলছি । একটু ভেবে দেখুন ।"

এদিকে সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোরোনা নির্ণয়ের জন্য রাজ্যে আরও ল্যাব দরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.