কলকাতা, 25 জুলাই: ওরা কোভিড ওয়ারিয়র। কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে। অবুঝ শহরবাসীকে সচেতন করেছেন, অপ্রয়োজনে মানুষকে রাস্তায় বের হওয়া থেকে বিরত রেখেছেন, প্রয়োজনে ঘিঞ্জি বাজারে গিয়ে প্রচার চালিয়েছেন সামাজিক দূরত্ব রক্ষার। আর আইন-শৃঙ্খলা কিংবা যান নিয়ন্ত্রণের স্বাভাবিক কাজকর্ম তো আছেই। সেসব করতে গিয়ে কলকাতা পুলিশের বহু কর্মী কোরোনায় আক্রান্ত। তাঁদের অনেকেই আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন। আবার বুক চিতিয়ে লড়াই চালাচ্ছেন শহরবাসীকে মারণ রোগের হাত থেকে বাঁচানোর জন্য। এমন যোদ্ধাদের আজ সম্মান জানাল কলকাতা পুলিশের পূর্ব শহরতলী বিভাগ। এই বিভাগের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ নিজে কোরোনা জয়ীদের হাতে তুলে দিলেন পদক। পিঠ চাপড়ে অভিনন্দন জানালেন। এমন উদ্যোগে মনোবল অনেকটাই বাড়ল কোরোনা যোদ্ধাদের।
কোরোনা জয়ীদের পদক দিয়ে সম্মান জানালেন ডেপুটি কমিশনার অজয় প্রসাদ
কোরোনার বিরুদ্ধে একেবারে সামনের সারিতে লড়াই করছে পুলিশ ৷ আর এই লড়াই করতে গিয়ে কলকাতা পুলিশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ মারণ রোগে আক্রান্ত হয়ে আজ অনেকেই সুস্থ হয়ে উঠেছেন ৷ আজ কোরোনা জয়ীদের হাতে পদক তুলে দিলেন কলকাতা পুলিশের পূর্ব শহরতলী বিভাগের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ ৷
কলকাতা, 25 জুলাই: ওরা কোভিড ওয়ারিয়র। কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে। অবুঝ শহরবাসীকে সচেতন করেছেন, অপ্রয়োজনে মানুষকে রাস্তায় বের হওয়া থেকে বিরত রেখেছেন, প্রয়োজনে ঘিঞ্জি বাজারে গিয়ে প্রচার চালিয়েছেন সামাজিক দূরত্ব রক্ষার। আর আইন-শৃঙ্খলা কিংবা যান নিয়ন্ত্রণের স্বাভাবিক কাজকর্ম তো আছেই। সেসব করতে গিয়ে কলকাতা পুলিশের বহু কর্মী কোরোনায় আক্রান্ত। তাঁদের অনেকেই আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন। আবার বুক চিতিয়ে লড়াই চালাচ্ছেন শহরবাসীকে মারণ রোগের হাত থেকে বাঁচানোর জন্য। এমন যোদ্ধাদের আজ সম্মান জানাল কলকাতা পুলিশের পূর্ব শহরতলী বিভাগ। এই বিভাগের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ নিজে কোরোনা জয়ীদের হাতে তুলে দিলেন পদক। পিঠ চাপড়ে অভিনন্দন জানালেন। এমন উদ্যোগে মনোবল অনেকটাই বাড়ল কোরোনা যোদ্ধাদের।