কলকাতা, 22 নভেম্বর : ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতার সরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ নাম পারমিতা পাল (36) । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ৷ গতকাল দুপুর দু'টো নাগাদ R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান ওই মহিলা ৷
12 নভেম্বর থেকে ভরতি ছিলেন তিনি ৷ চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও রাখা হয়েছিল । কিন্তু শেষরক্ষা হল না । কলকাতা পৌরসভা এলাকায় এই নিয়ে 7 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও বেসরকারি মতে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি ।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ ডেঙ্গি আক্রান্ত এমন কারোর মৃত্যুর পর, সেই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখে তার পর ঘোষণা করা হয় স্বাস্থ্যদপ্তরের তরফে । এখনও অন্তত আরও 13টি ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর বিষয় খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর ৷ তারপর সিদ্ধান্ত নেবে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তর মনে করছে আগামী 15 দিনের মধ্যে ডেঙ্গির প্রকোপ কমে যাবে । 19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরে বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনীধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল ।