ETV Bharat / city

শহরের সরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু - ডেঙ্গি সংক্রান্ত খবর

ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল রাজ্যে ৷ গতকাল R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান বেহালার পর্ণশ্রীর বাসিন্দা পারমিতা পাল ৷

মৃত মহিলা
author img

By

Published : Nov 22, 2019, 3:30 AM IST

Updated : Nov 22, 2019, 3:38 AM IST

কলকাতা, 22 নভেম্বর : ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতার সরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ নাম পারমিতা পাল (36) । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ৷ গতকাল দুপুর দু'টো নাগাদ R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান ওই মহিলা ৷

12 নভেম্বর থেকে ভরতি ছিলেন তিনি ৷ চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও রাখা হয়েছিল । কিন্তু শেষরক্ষা হল না । কলকাতা পৌরসভা এলাকায় এই নিয়ে 7 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও বেসরকারি মতে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি ।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ ডেঙ্গি আক্রান্ত এমন কারোর মৃত্যুর পর, সেই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখে তার পর ঘোষণা করা হয় স্বাস্থ্যদপ্তরের তরফে । এখনও অন্তত আরও 13টি ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর বিষয় খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর ৷ তারপর সিদ্ধান্ত নেবে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তর মনে করছে আগামী 15 দিনের মধ্যে ডেঙ্গির প্রকোপ কমে যাবে । 19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরে বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনীধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল ।

কলকাতা, 22 নভেম্বর : ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতার সরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ নাম পারমিতা পাল (36) । বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ৷ গতকাল দুপুর দু'টো নাগাদ R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান ওই মহিলা ৷

12 নভেম্বর থেকে ভরতি ছিলেন তিনি ৷ চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও রাখা হয়েছিল । কিন্তু শেষরক্ষা হল না । কলকাতা পৌরসভা এলাকায় এই নিয়ে 7 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । এই ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 47 হাজারের মতো । যদিও বেসরকারি মতে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি ।

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ ডেঙ্গি আক্রান্ত এমন কারোর মৃত্যুর পর, সেই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখে তার পর ঘোষণা করা হয় স্বাস্থ্যদপ্তরের তরফে । এখনও অন্তত আরও 13টি ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর বিষয় খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর ৷ তারপর সিদ্ধান্ত নেবে ৷ এ দিকে রাজ্য স্বাস্থ্যদপ্তর মনে করছে আগামী 15 দিনের মধ্যে ডেঙ্গির প্রকোপ কমে যাবে । 19 নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরে বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনীধি শর্মা (5)-র মৃত্যু হয়েছিল ।

Intro:কলকাতা, ২১ নভেম্বর: ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতার সরকারি এক মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতের নাম পারমিতা পাল (৩৬)। তিনি বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই গৃহবধূর মৃত্যু হয়।Body:গত ১২ নভেম্বর থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত পারমিতা পালের চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও রাখা হয়েছিল। কিন্তু, শেষরক্ষা হল না। কলকাতা পুরসভা এলাকায় এই নিয়ে ডেঙ্গি আক্রান্ত ৭ মৃত্যু হল বলে জানা গিয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩। এই ঘোষণা অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের মতো। যদিও, বেসরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের এই সংখ্যা আরও অনেক বেশি।
Conclusion:স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে। কারণ, ডেঙ্গি আক্রান্ত কারও মৃত্যুর পর, সেই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখে ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। এখনও অন্তত আরও ১৩টি মৃত্যুর বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দপ্তর। এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তর মনে করছে, আগামী দিন ১৫-র মধ্যে ডেঙ্গি কমে যাবে। গত ১৯ নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে হুগলির শ্রীরামপুরে বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত সুনীধি শর্মা (৫)-র মৃত্যু হয়েছিল।
________


ছবি:
wb_kol_03a_dengue_death_rgkar_pic_7203421
ডেথ সার্টিফিকেটের ছবি

wb_kol_03b_dengue_death_rgkar_pic_7203421
এবং
wb_kol_03c_dengue_death_rgkar_pic_7203421
মৃত গৃহবধূর ছবি



Last Updated : Nov 22, 2019, 3:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.